লেখার তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০১৫ | ১২.০৭ এ এম
এটি একটি ঘুম ঘুম পোস্ট। ঘুমের কারনে আজকে সব বাতিল ঘোষণা করা হইল। ঈদ এর ছুটিতে বাসাবো আশ্ছি আর গামলা গামলা ভাত খায়া লড়া চড়া করতে পারতাসি না অবস্তা। এরুম ঘুম আস্তাসে যে এই কয়টা লাইন লিখতেও জান বাইর হয়া যাইতাসে টাইপ লাগে।
মহান প্রিয়ম ক্যাস্পারকে ওর কাছে রাখতে নিয়া গেসে কয় দিন এর জন্য। ক্যাসপার রে মিস ইউ মিস ইউ লাগে ।
কালকে অফিস নাই ভাবতেই খুশি তে ঘুম আইসা পরতাসে আরো। আর মনে হয় পারবো না জাইগা থাকতে।মাঝে মাঝে ঘুমের কাছে হাইরা যাওয়া ভাল। শুভ রাত্রি।