লেখার তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০১৫ । ১১.৫০ পি এম
একটা সিনেমা দেখসিলাম অনেক আগে। নাম “Buried”। খুবি মিনিমালিস্টিক সিনেমা। একটা লোক চোখ খুইলা আবিষ্কার করে সে একটা কফিনের ভিতর আটকায়া আসে। ঢাকনা খুলার উপায় নাই কারন উপরে টন টন মাটি। একটা মোবাইল ফোন থাকে যেইখানে টেররিস্ট রা বলে যে তাদের দেশে আমেরিকার আক্রমণ এর কারণে তারা তারে জ্যান্ত কবর দিসে। এদিকে আমেরিকার ডিফেন্স এর লোকজন তারে উদ্ধার করার জন্য অনেক তৎপরতা শুরু করে। পুরা সিনেমাটার সেট একটাই। কফিন টার ভিতর। এক সময় দেখতে দেখতে ক্লাস্টারফোবিক লাগতে থাকে। আটকাইয়া পরা লোকটার সাথে মোবাইল এর কনভারসেশন শুনতে শুনতে বুঝা যায় পুরা কাহিনী।
শেষ টা খুবি শকিং ছিল। ** স্পয়লার এলার্ট ** লোকটা মারা যাওয়ার আগে আগে যখন প্রায় শিওর থাকে যে এখনি তাকে উদ্ধার করতে আসা লোকজন মাটি খুউইরা তারে বাইর করবে, তখন সে মোবাইল ফোনে শুনতে পায়, সরি , আমরা আসলে ভুল একটা কবর খুজে পাইসি। তুমি কোথায় আমাদের আইডিয়াই নাই। এত ধাক্কা মত লাগে একটা ভিতরে।
এই কাহিনী বলার শানে নজুল হইল আমার এখন এই রকম ফিলিংস হইতাসে। মনে হইতাসে যখন ই ভাবতাসি এই অন্ধকার এই দম বন্ধ করা এখনি শেষ হবে তখন ই জানতে পারতাসি, সরি, আমি না, অন্য কোন কবর এর মানুষটা মুক্তি পাইলো। সিনামায় তো তাও এই ঘটনা একবার ই ঘটসে, আমার ক্ষেত্রে বার বার ই হইতাসে। আর আমি নিজেকে ঠিক রাইখাই যাইতাসি, আচ্ছা ঠিক আসে। ব্যাপার না। কেউ তো ভাল থাকুক।
আমার লেখা পইরা যারা ইন্সপায়ার হন তাদের নিশ্চয়ই এখন “তাইলে কি এদ্দিন ভুল পীর এর মুরিদ ছিলাম?” টাইপ ফিলিইংস হইতাসে। কিন্তু আমি যদি সারাক্ষণ ই একদম চার্জড আপ থাকি, ইন্সপায়ারিং থাকি, তাইলে হয় আমি মিথ্যা কথা বলতাসি নাইলে আপনে আমারে নিজের মত কিছু একটা ভাইবা লইতাসেন। মানুষ তো। মানুষ সারাক্ষণ ভাল আছে দেখাইতে পারে, কিন্তু সারাক্ষণ ভাল থাকতে পারে না। তাই নিজের লেখায় আমার জীবনে আনন্দের সীমা নাই এই টাইপ নিজের সাথে ভণ্ডামি করতে পারুম না।
আমার মাথা কি রকম খারাপ হয়া আসে একটু বলি। আজকে রাশা কে বলতেসিলাম, দোস্ত আই ওয়ানট টু রাইট ডাউন মাই উইল। আমি মইরা গেলে কে কি পাইবও তার তালিকা। রাশা মানা করসে। বলসে ইট উইল সাউন্ড আই এম টু ডেস্পারেট টু সিক এটেনশন। কিন্তু আমি তো জানি না, কালকেও বাইচা থাকুম কিনা। তাই সব কিছুর একটা বন্দবস্ত কইরা গেলে ভাল না?
নিচে কিছু জিনিষ পত্রের তালিকা আর আমি মইরা গেলে সেইটা কে পাবে তা দিলাম।
ব্যাংক এর টাকা পয়সা, সঞ্চয়পত্র, জীবন বীমার টাকা – আম্মা আর আম্মার দিতে ইচ্ছা করলে বাবা
আমার সব বই গুলা – তামিম ভাই
আমার তোলা প্লেন আর এভিয়েশন রিলেটেড যত ছবি, আমার জমানো সব বোর্ডিং পাস, সেফটি কার্ড, বুমির ব্যাগ – কারিব ভাই
আমার সব রকম এর মিউজিকাল ইনস্ট্রুমেন্টস, টিভি টা – রাশা
আমার ক্যামেরা, লেন্স, ফটোগ্রাফি রিলেটেড যা কিছু, প্লেন এর ছবি বাদে বাকি সব ছবি, রান্না ঘরের সব জিনিশ পত্র, চুলা, ফ্রিজ – ফেরদৌস আর লরা
টি শার্ট, শার্ট, আর যা কিছু কাপর চোপর, গেমিং কনসল, মোবাইল ফোন সেট – অন্তর
অনলাইন এ অফলাইন এ সব লেখা লেখি – জিকো ভাই, মিশু আপু
মডেল প্লেন্স, লেগো সেটস, খেলনা টাইপ এর যা কিছু – ওহি আর মিহি
ছবি আঁকা আঁকির সব কিছু, আঁকা ছবি, ছবি আঁকার জিনিষ পত্র, কিচি-মিচি – মোহনা খন্দকার মিতি
ল্যাপটপ গুলা, লাইট, ফ্যান, শীত এর কাপর, চেয়ার, টেবিল, ফার্নিচার- স্বপ্ননগর বিদ্যা নিকেতন (ইশতিয়াক আল মাহমুদ)
আর কিছু আছে বইলা মনে পরতাসে না। মনে পরলে ইডিট কইরা দিমু নে। এখন হাল্কা হাল্কা লাগতাসে। আর চিন্তা নাই।