২৭/৩৬৫

লেখার তারিখঃ মার্চ ২৬, ২০১৫ । ১১.২৮ পি.এম

 

চাইর লম্বর কারন ডা একটু কন্ট্রভারশাল। অনেকেই ডিজএগ্রি করতে পারেন। কিন্তু ইটস ওকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু এগ্রি উইথ মি। আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট।

 

***কুন কুন সম প্রেম করবেন না***

**একটি উত্তপ মস্তিস্ক দি বারনিং ব্রেইন পরিবেশনা**

*লিখেছেন ফয়সাল আকরাম ইথার [বেশি বুজার কারনে লেখক এখনো ছিংগেল]*

 

৪। থামেন, যদি আপ্নের মনে হয় এই মুহূর্তে আপ্নে অনেক ব্যাস্ত, থাক এখন প্রেমটা কইরেন না।

উদাহরনঃ

মাঝে মাঝে আপনার হাতে সব কিছু থাকে না। জীবন মাঝ খান দিয়া বা হাত টা ঢুকায় দ্যায়। আপনার চারপাশের সবাই যখন প্রেম কইরা বেরাইতাসে, আপ্নের হয়তো তখন অফিস এর কাজ এ কুত্তা পাগল অবস্থা। আপ্নের হয়তো সাম্নেই পরীক্ষা । আপ্নের হয়তো পরিবারের বিরাট কোন ঝামেলা সাম্লাইতে হইতাসে। আপ্নের হয়তো টেকা পয়সার সমস্যা। শুধু একটা জায়গায় টিক্কা থাকার জন্য আপনি হয় তো সারাদিন এইখানে ওইখানে দৌড়াইতাসেন।

এমন একটা সময় আপ্নের কাউরে ভাল্লাগ্লো আর আপ্নে ঠিক করলেন, নাহ বহুত পেরা খাইসি এখন পেয়ারা খাবু। ছল বন্দু পেম করি। আর এই খাইলেন ধরা । লাইফ তো জীবন থিকা সরে নাই, আপ্নের আগের ঝামেলাও কমে নাই, আপ্নে আরো ঝামেলা ডাইক্কা আনলেন।

ব্যাখ্যাঃ

আমি কিন্তু কইতাসি না যে প্রেম করা ঝামেলা। প্রেম কোন ঝামেলা না। বেস্ট কেস সিনারিও হইল দুইজন দুইজন রে খুব বুইঝা উল্টায়া ফেলে। আর একজন কোন কারনে আরেকজন কে টাইম দিতে না পারলে এক্টুও রাগ করে না। কিন্তু জীবন মানে বেস্ট কেস সিনারিও হইলে তো হইতই।

আমি এইটাও কইতাসি না যে আগে আপ্নের লাইফ পারফেক্ট হইতে হইব, তারপর প্রেম করতে হইব। আমি শুধু কইতাসি যে আগে লাইফ টা রে স্টেবল হইতে দেন। সামনে পরীক্ষা থাকলে আগে পরীক্ষাডা দিয়া লন। চাকরির ব্যাস্ততা থাকলে আগে কিছু টা ফ্রি টাইম আসতে দ্যান।

“কবে ফ্রি? জানি না”, “আজকের প্ল্যান কেন্সেল, আমি বিজি” এইগুলা খুব কষ্ট দ্যায় দুইজন কেই, আর একটা নতুন রিলেশনশীপ শুরু করার সময় তো ইহা খুবি ভয়ংকর।  খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া মাইনা নিয়া খেলার সময় প্রেম করা অফ রাখেন।

আর একটা নতুন সম্পর্কে ঢুকলে সেইটাতে টাইম দেওয়া গাছে পানি দেওনের মতই ব্যাপার। পানি না দিলেও হয়তো গাছ টা টিক্কা যাইব। কিন্তু নিয়মিত যত্ন নেওয়া একটা গাছ আর একটা এম্নেই ফালায় রাখা গাছ পাশা পাশি চিন্তা কইরেন। প্রথমটা কত চকচক করব সবুজে আর পরেরটা শুটকির লাগান খালি দাড়ায়াই থাকবো আর কিছু না।

আগে চিন্তা করেন প্রেম করলে দুইজন ই দুইজন কে টাইম দিতে পারবেন কিনা । তারপর প্রেম করার কথা ভাইবেন। নাইলে “সব” হুগায়া যাইব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *