৯/৩৬৫

লেখার তারিখঃ মার্চ ৮, ২০১৫

Fairy tales are important for a child. Dreaming is important for a child. To hear a story and get moved by it, is important for a child. If you are giving your child a tab or a smart phone instead of a story, because you don’t have time for a story; you are killing your offspring.

I’ve watched the movie “Wizard of Oz” (1939) today. And I am happy that I saw it. It is now my all time favorite. I also regret why I haven’t watched it before. But the movie was so magical; philosophical and cinematic that the regret dissipated soon like a witch disappears on her broom after a evil lough.

‘ওজ এর জাদুকর’ বইটা প্রথম পড়ি ক্লাস ফাইভ এ। সেবা অনুবাদ। এত মুভড হইসিলাম। তখন থিম এর চেয়ে বেশি বুঝসিলাম ম্যাজিক এর ব্যাপার গুলা। আমাগো বাসা রে ক্যান ঝড় এ উঠায় নিয়া মাঞ্চকিন গো গেরামে ফালায় না, এইডা লয়া অনেক আফসুস করসিলাম মনে আসে।

এতদিন সিনেমাডা দেখুম দেখুম কইরাও দেখা হয় নাই। “অস্ট্রেলিয়া” সিনেমাতে প্রথম দেখি এই সিনেমার ক্লিপিং। তারপর এতদিন এ আইসা দেখলাম। আহা মনিটর এর সাথে আঠার মত লাইগা ছিল চোখ। এই সিনেমা আমাদের স্কুল গুলায় অবশ্য দেখনিয় টাইপ কইরা দেওয়া উচিত। যার মেসেজ পাওনের সে মেসেজ পাইলো। বাকিরা কিছু না বুঝলেও নির্ভেজাল মজা টা তো নিল।

আজকে আমি ইন্সপাইরেশন এর জন্য অনেক খোঁড়াখুঁড়ি করসি। পাইসিও। প্রথম ইন্সপাইরেশন আসছে মেটালিকার Wherever I May Roam গানটা থিকা। গানটা আগেও শুন্সি কিন্তু আজকে একদম লিরিক্স ধইরা ধইরা শুন্সি। অনেক সুন্দর লিরিক্স,

Rover, wanderer
Nomad, vagabond
Call me what you will

But I’ll take my time anywhere
Free to speak my mind anywhere
And I’ll redefine anywhere

Anywhere I roam
Where I lay my head is home

যেটার দুর্বল অনুবাদ করতেসিলাম মনে মনে,

“যেখানে আমি মাথা ঠেকাই
সেটাই আমার ঘর
আমি কোথায়
আর হারাবো?
যখন আমি ই যাযাবর”

আর ২য় ইন্সপাইরেশন এই মুভিটা। একদিন এ দুদু বার করে ইন্সপাইরেশন পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার কিন্তু।

আজকেও এক্টা এত্ত বড় চাঁদ উঠসিল। এইরকম চাঁদ উঠতে থাকুক। প্রথমে বিল্ডিং এর ফাকে দেখবো তখন অনেক ছোঁয়া যায় মনে হবে। তার পর অনেক খন দেখবো না। তারপর চাঁদ অনেক উপর থেকে বলবে, হাহা, টু লেট ডুড। টুউউ লেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *