২৯৭/৩৬৫

লেখার তারিখঃ জানুয়ারি ৯, ২০১৭, ০৯:১৯ এ এম

দা ব্যাটেল অফ বয়রা ( মুক্তিযুদ্ধের প্রথম আকাশ যুদ্ধ ), পর্ব ৩

আগের পর্ব শেষ করেছিলাম ২১শে নভেম্বর, ১৯৭১ এ। এই দিন দুই বার কলকাতার দমদম বিমানবন্দর থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স এর Gnat বিমান গুলো কে Scramble (কোন জরুরী অবস্থায় মিলিটারি এয়ারক্র্যাফট দ্রুত এয়ারবোর্ন হওয়া) করা হয় কিন্তু দুই বার ই তারা পাকিস্তান এয়ারফোর্স এর Sabre বিমান কে পাল্টা আক্রমন করতে না পেরে ফিরে আসে। উল্লেখ্য যে প্রতিবার Scramble এ চারটি করে ইন্ডিয়ান এয়ারফোর্স এর Gnat বিমান অংশ ন্যায়।

২য় বার এর Scramble এর একজন পাইলট ছিলেন ফ্লাইং অফিসার P.K. Tayal । কোন কারনে তায়াল এর G-Suite রয়ে গিয়েছিল Kalaikunda এয়ারফোর্স বেজ এ। তাই Tayal সেদিন তার কলিগ P.M Velankar এর G-Suit পরেই মিশন এ অংশ নিয়েছিলেন।

এখন একটু জেনে নেই G-Suit কি? যুদ্ধ বিমান চালানোর সময় পাইলট রা গতি জনিত ত্বরন বা G Force এর চাপ কে সামলানোর জন্য এক বিশেষ ধরনের পোশাক পরেন। এই পোশাক পাইলট এর শরীরের রক্ত কে হাই স্পিড এ বিমান চালনার সময় রক্তকে শরীরের নিচের অংশে ফ্লো করতে দ্যায় না। শরীরের নিচের অংশে রক্ত হঠাৎ চলে গেলে মস্তিষ্ক রক্তশূন্যতায় পরতে পারে, ফলে পাইলট অজ্ঞান হয়ে যেতে পারে। G-Suit এই কাজটাই করে। পাইলট এর শরীরে আটোসাটো হয়ে বসে রক্ত কে শরীরের নিচের অংশে হঠাত চলে যাওয়া থেকে আটকায়। কমার্শিয়াল এয়ারলাইন্স এর পাইলট রা G-Suit পরেন না কারন তাদের অনেক স্পিড এর কোন ম্যানুভার করতে হয় না যেখানে জি ফোর্স এর প্রেসার বেশি থাকে। মিলিটারি এয়ারক্র্যাফট বা এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফট এর পাইলট রাই G-Suit এর প্রধান ইউজার।

image

Gnat বিমান এর সাথে G-Suit পরিহিত Indian Air Force এর পাইলট। ছবি সুত্রঃ www.bharat-rakshak.com

আবার মূল লেখায় ফিরে আসি। Tayal যার G-Suit পরে বিমান চালাচ্ছিলেন সেই Velankar ছিলেন Tayal এর চেয়ে ফুট খানেক ছোট। তাই Tayal এর কাছে Velankar এর G-Suit খুবি ডিসকম্ফোর্টেবল লাগছিল। Tayal জানতেন সেদিন সন্ধ্যায় Kalaikunda বেইজ থেকে স্পেয়ার, সাপ্লাই এবং রিপ্লেসমেন্ট পাইলট রা আসবেন। তাই তিনি Kalaikunda তে ফোন করে তার কোর্স মেইট Don Lazarus কে দমদম বেইজগামি Otter বিমানে তার G-Suit টি পাঠিয়ে দিতে বললেন। কিন্তু Lazarus অনেক খুজেও Tayal এর G-Suit কোথাও পেলেন না। Tayal এর স্বভাব Lazarus জানতেন ভালভাবেই, তাই তিনি দমদমগামী বিমান এ চরে বসলেন। Lazarus এর ধারনা ঠিক ছিল। G-Suit পাওয়া যায়নি এই খবর জানার পর Tayal আর কোন মিশনে ফ্লাই না করার স্বিদ্ধান্ত নেন। Kalaikunda বেইজ থেকে তার আরেক কোর্সমেট ফ্লাইং অফিসার Sunith “Sue” Soars আসছিল । Tayal এই সুযোগে Soars এর আনা রিপ্লেস্মেন্ট Gnat টি নিয়ে Kalaikunda বেইজ এ ফেরত চলে যান।

দিনের বাকি সময় আর কোন উত্তেজনা ছাড়াই কেটে যায়। Tayal তখনো জানতেন না সামান্য G-Suit এর কারনে তিনি কি হারালেন যেমন রিপ্লেসমেন্ট হিসাবে আসা Lazarus এবং Soars জানতেন না তারা কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রথম আকাশ যুদ্ধ Battle of Boyra এর অংশ হতে যাচ্ছেন।

মূল এয়ার ব্যাটেল এর ঘটনায় আসতে আমার আরো একটা পর্ব লাগবে। পরের পর্বে আমি মূল ঘটনার আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করব।

এখন পর্যন্ত লেখা তিনটা পর্ব ধৈর্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *