লেখার তারিখঃ অগাস্ট ৯, ২০১৬, ১০:৫২ পি এম
একটা উৎসব হবে। তার জন্য প্রস্তুতি চলছে দুই মাস ধরে। উদ্বোধন হয়ে গেছে, এখন ভিত্তি প্রস্তর স্থাপন হবে। এই স্থাপন টা যারা করবেন তারা ভিত্তি টা পর্যন্ত করে দিয়ে বাকিটা ছেড়ে দেবেন আমাদের উপর। আমাদের একটা স্বপ্ন কে, একটা জীবন কে দাড় করাতে হবে তাদের করা ভিত্তির উপর।
মোটামুটি প্ল্যানিং আর রিসোর্স এলোকেটিং শেষ। এখন শুধু পর্দা ওঠার অপেক্ষা। আর দুটো দিন, তারপর “গ্রেটেস্ট শো অফ আওয়ার লাইফ সো ফার” শুরু হবে। ভয় লাগছে কোন ঝামেলা লাগবে না তো? টেনশন লাগছে সবাইকে আপ্যায়িত করতে পারবো তো ঠিক মত? আয়জন পছন্দ হবে তো ওদের? আবার অনেক ভালও লাগছে। মনে হচ্ছে আমরা একটা প্লেন। আস্তে আস্তে ট্যাক্সিং করে আগাচ্ছি রানওয়ের দিকে। তারপর চুপচাপ রানওয়েতে উঠে দাঁড়িয়ে থাকবো। টাওয়ার এর অনুমুতি পেলেই, দে ছুট। চল চল উড়ে যাই, হুশশ।
আর দুই দিন। কাল ১০ই আগস্ট। তারপর ১১। তারপর ড্রাম রোল আর চলে আসবে ১২ই আগস্ট। আমার বউটাকে আমরা বরন করে আনতে যাবো সবাইকে নিয়ে।
অদিতি আর আমার ওয়েডিং রিসিপশন। সবার মনের গভীর থেকে করা শুদ্ধতম দোয়া ছাড়া সংসার নাম এর এই “দূর্গম গিড়ি, কান্তার মরু, দুস্তর পারাবার” পারি দেয়ার সাহস আমরা করতে পারি না।
তাই আমরা আপনার কাছে, যিনি এই লেখাটার শেষ পর্যন্ত পড়লেন তার কাছে, দোয়া প্রার্থি আমাদের সামনের দিনগুলোর জন্য।
শুভেচ্ছা সহ
অদিতি এবং ইথার
[এই লেখাটা পাব্লিশ করার কথা ভাবসিলাম আরো পরে, কিন্তু আগামি দুই দিন কারন ছাড়াই হট মাথায় প্যানিকড অবস্থায় পরনের পেন্ট নাইলে লুংগি মাথায় বাইন্ধা দৌড়াদৌড়ি করার চান্স আসে, লেখা লেখির মুড ই যদি না আশে? তাই আজকেই মাইরা দিলাম পোস্ট]