২৯০/৩৬৫

লেখার তারিখঃ জুন ৮, ২০১৬, ১:৩৮ পি এম

এই নোট গুলা যখন লিখা শুরু করসিলাম তখন আবিয়াইত্তা , আগার্লফ্রেইন্ডা আসিলাম। এখন আমার একটা বউ আছে। নোট আমাকে দিয়েছে গার্লফ্রেন্ড, দিয়েছে বউ। মু হা হা। এখন আমি হুদাই উপদেশ বিতরন এর জন্য এলিজেবল।আমাদের জন্য দু আ করভেন। আমাগো রিচিপশন এখনো হয় নাই। আবার রুজা শুরু হইসে। আমরা বড়ই মনঃ কষ্টে আসি।


যাউকগা, আমার বাপ আমারে কইসে “এইসব ফটোকপি কইরা দিন যাইব না, এইবার সংসারে মন দাও”। আমি মনে মনে ভাবলাম, আমি যহন ক্যামেরা থিকা হার্ডডিস্ক এ ছবি নামাই তখন তো আসলে “ফটো কপি” ই করি 😀 জাউকগা, কি কইতে আইসিলাম আর কি কইতাসি। আসল কথায় আসি।

আম্রা সবাই ফটোগ্রাফার হইতে চাই। কিন্তু ফটোগ্রাফি ব্যাপারটা দুনিয়াতে এখন এত আগায় গেসে যে, এই শিল্পটার সাথে জড়িত আরো অনেক গুলা পেশা তইরি হইসে যেগুলাতে “ফটোগ্রাফার” না হয়াও ফোটগ্রাফির মত সমান মজা, মর্যাদা আর টিয়া ফুইশা ইনকাম করন যায়। আমি কইতাসি না যে ফটোগ্রাফার হয়েন না, কিন্তু ফুটবল খেলার সময় ১১ জন ই জেমুন গোল দ্যায় না, কন্সারট এ সব ব্যান্ড মেম্বার রাও জেমুন গিটার বাজায় না, তেমুন আমাগোর দেশেও এখন হাই টাইম যে আমরা ফটোগ্রাফার এর পাশা পাশি কিছু এই সব লুকজন ও তৈরি করি। এইটা ফটোগ্রাফি গ্রুপ গুলা এই সব স্পেশালিস্ট তৈরি করতে পারে। আবার শুধু এই কাজ গুলার জন্য আলাদা আলাদা কম্পানি হইতে পারে।



ফটো রিটাচার

আপ্নে ফোটশপ খুব ভালা পারেন? আপ্নের মাউসের গুতায় সাধারন ছবিও অসাধারন হয়া যায়? তইলে আপ্নে একটা প্রফেশনাল ফটো রিটাচিং সার্ভিস চালু করেন না কেন? আমরা যারা ফটোশপ অই রম হাই ফাই লেভেলে পারি না, তারা ঠেকায় পরলে আপ্নের সার্ভিস নিলাম। আপ্নে ফটোর ধরন, সংখ্যা, পোস্ট প্রসেস এর মাত্রা ইত্যাদি বিবেচনা কইরা একটা রেট করলেন। কিছু বান্ধা কাস্টমার হইলে কাজ আরও ভাল হইব কারন ততদিন এ আপ্নে জানেন কার কেমন ছবির টেস্ট। অনেকেই আসে যারা বিয়ার ছবি তুইলা আইনা আর অইডি লয়া বইতে মুঞ্চায় না 😛 হেরা ত আপ্নেরে পাইলে চুম্মা দিয়া লয়া লইব। এমুন ও হইতে পারে একটা ট্রেন্ড দারায় যাইব যে “আমি অমুক ভাই রে দিয়া ফটো রিটাচ করাইসি, তুই কারে দিয়া করাইসস?”

ফটো এডিটর

অনেক ছবি তুইলা আন্সেন কিন্তু কুন্টা রাখবেন আর কুন্টা ফালায় দিবেন বুঝতাসেন না? আপনার দরকার ওমুক ফটো এডিটিং কম্পানির হেল্প। এখানে সুল্ভ মুল্যে ভালা ছবি বাছাই কইরা দেওয়া হয় 😛

আশা করি বুঝতাসেন ফটো এডিটর এর কাজ টা কি। বেশির ভাগ ফটোগ্রাফার নিজের ছবি নিজেই বাছাই বা এডিট করে। কিন্তু অনেক সময় এরম দরকার পরে যে বাছাই করার টাইম নাই অথবা বাছাই করার জ্ঞ্যান নাই। তখন ফটো এডিটর এর শরণাপন্ন হইতে পারি। খালি পত্রিকা অপিশেই কেন ফটো এডিটর থাকব? এর বাইরেও থাকতে পারে।

লোকেশন ফাইন্ডার

ইনারা ঘুরতে খুব পছন্দ করেন কিন্তু ফটো লয়া তত মাথা ব্যাথা নাই। এরম কিছু ফ্রেণ্ড আমাদের থাকেই। হয়াই নট আমরা তারে কই যে ভাই, তুমি আইজকা থিকা আমার লোকেশন ফাইন্ডার। তুমার ঘুরাঘুরির খরচা আমি দিমু, তুমি আমারে লোকেশন এর খোজ দা সারচ দিবা। দুইজন এর উপকার হইল।

ফোটো ক্রিটিক

এইটা লয়া কউনের খুব বেশি কিছু নাই। আপ্নে ছবি তুলতে অতো টা আগ্রহি না কিন্তু আপ্নে ফোটো খুব ভাল পড়তে পারেন। আরট, আরট এর হিস্ট্রি এই সব নিয়া আপ্নের জ্ঞ্যান অনেক। একটা ছবি দেইখা আমরা যখন ওয়াও আর জূষ ছাড়া আর কিছু কইতারি না আপ্নে তখন এইটা “মিনিমিলাস্টিক কম্পোজিশন” হইসে না “সুরিএল কালার” হইসে সেইটা চিন্তা করেন… তইলে প্লিজ এই মাসুম (!!) পোলাপান গুলারে একটু দয়া করেন। আপ্নে ওয়ার্কশপ এ আইসা আমাদের “Portfolio Review” কইরা দিয়া জান। আপ্নেরে যথাসাধ্য সম্মানি দেয়া হবে।

ফটো স্কাউট

এদের কাজ হবে দেশের সম্ভাবনাময় ফোটগ্রাফার দের উঠায় নিয়া আসা। তাদের উপযুক্ত গাইড দেওয়া জাতে তারা হতাশ না হয়া ফটোগ্রাফির চর্চা টা বজায় রাখে। অনেকে আসে যারা খুব ভাল ফটো তুলে কিন্তু নিজের কেমেরা নাই। আবার এমন লোক আসে যাদের ক্যামেরা আসে একটা, কিন্সিল খুব শখ কইরা কিন্তু ছবি তুলার টাইম পাইতাসে না। ফটো স্কাউট গো কাজ হইব এই দুই গ্রুপ এর মধ্যে একটা বিশ্বাস এর ক্ষেত্র তৈরি করা। কারন দামি ইকুইপমেন্ট এর ব্যাপার আসে এইখানে।

আমি তো খালি ৫ টা কইলাম। চিন্তা করলে এরুম বহুত বাইর করন যাইব। লাইট ডিজাইনার, কোরিওগ্রাফার, প্রিন্ট স্পেশালিষ্ট ইত্যাদি ইত্যাদি। তাই খালি ফটো কপি না কইরা এগুলাও এট্টু হন, বহুত মাইন্সের দুয়া পাইবেন, টেকাটুকা তো আসেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *