লেখার তারিখঃ ডিসেম্বর ১৬, ২০১৫
আমাদের আটকায় রাখবা? পারবা না
সুন্দরবন এ তেল ঢাইল্লা, কয়লা ফালায়া ছারখার করবা? আম্রা লুংগি চিপ্পা তুমগো তেল বাইর করুম, গাছ যাব্রায়া ধইরা খারায়া থাকুম কাটতে আইলে।
রাস্তার উন্নয়ন না কইরা জ্যাম লাগায়া রাখবা? আমরা দুই চাক্কার সাইকেল দিয়া তোমাগো চাইর চাক্কার ঘুষের গাড়ি রে ছারায়া আগায় যাবো।
পাস করার পর চাকরি দিবা না? আমরা অনলাইন এ কাজ কইরা বিদেশ থিকা টাকা নিয়া আসবো।
বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির বারোটা বাজায়া হিন্দি গান শিখায়া বড় করবা এই প্রজন্ম রে? আমরা আইটিউন্স এ বাংলা গান বিক্রি করব। প্রত্যেক্টা কান এ বাজবে বাংলা গান, আর হিন্দি শুনলেই মুখ বাকাবো।
এফ ডি সি রে তোমার কুরুচির শোকেস বানায়া থুবা? আমরা ইন্ডিপেনডেন্ট ডিজিটাল সিনেমা বানাবো। আর আমাদের দেখাদেখি বানাবে সবাই।
তোমরা দেশ বেইচা খায়া ঢেকুর তুলবা আর বলবা এই দেশ রে দিয়া কিসসু হবে না? আমরা স্পেশাল অলিম্পিকস এ সোনা জিত্তা আনুম আরর দেখায় দিমু আসলে প্রতিবন্ধী কে।
আমাদের কৃষকদের হাইব্রিড বিজ এর নামে বিষ খাওয়ায় দিবা আর সেচের সময় বিদ্যুত না দিয়া তোমাগো মারকেট এ লাল নীল বাত্তি জালাবা? আমাদের কৃষকভাইরা তাদের হাতের জাদু দিয়া ফসল ফলায়া যাবে যাতে তোমরা এসি রুম এ টাই নারায়া বলতে পারো, আম্রা তো দেশ কে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।
আমাদের আটকানোর জন্য যা যা করা যায় করতে থাকো। আমরা দেশের জন্য বুক ভরা ভালবাসা আর মাথা ভরা বুদ্ধি নিয়া সব বাধা উড়ায় দিয়া আগায় যাবো।
আমাদের আটকায় রাখবা? পারবা না। কেউ কখনো পারে নাই। আমরা বাংলাদেশ এর গৌরবিত, গর্বিত নাগরিক। তোমাদের বিরুদ্ধে আমাদের ৩৬৫ দিন ই বিজয় দিবস।