২৬৭/৩৬৫

লেখার তারিখঃ নভেম্বর ২২, ২০১৫

এই মুহুর্তে পাশে টিভি চলতেসে। টিভি তে জেইল গেইট দেখাইতেসে। অনেক পুলিশ। আর রিপোর্টার লোক্টা অনেক খন থেইকা একি বর্ননা বার বার দিয়া যাইতাসে। কিন্তু বার বার বললেও শুনতে খারাপ লাগতাসে না। কেমন জানি ঈদ ঈদ লাগতাসে।আমি টিভি ছাইরা লিখতে পারি না ভাল মত। বার বার মনোযোগ ওই দিকে যায় গিয়া। কিন্তু আজকে টিভি বন্ধ কইরা রাখতেই অস্থির লাগতাসে। তাই ছাইরা রাখসি।

একটা খেলায় যখন বাংলাদেশ জিত্তে থাকে তখন শেষ পর্যন্ত না দেইখা যেমন পারা যায় না তেমন একটা অবস্থা হইসে এখন। বাংলাদেশ জিতে যাচ্ছে আসলেই। আমি ডে কেল্কুলেটর এ হিসাব করলাম। ২৬শে মার্চ ১৯৭১ থেইকা আজকে ২১শে নভেম্বর ২০১৫ পর্যন্ত মোট ১৬২১২ দিন । আরো বড় আকারে বললে ৪৪ বছর ৭ মাস ২৭ দিন। এই এতদিন এর মধ্যে অনেক গুলা দিন কালো কালো দেখা যাবে । যে দিন গুলায় অনেক মুক্তিযোদ্ধা যখন দুইটা রাজাকার, স্বাধীনতা বিরোধী, খুনি এর গাড়িতে পতাকা দেইখা হাতের মুঠা শক্ত কইরা ফালাইসে আর মনে মনে বলসে “আল্লাহ, তুমি এর বিচার কইরো আল্লাহ, তোমার উপরেই ছাড়লাম এর বিচার এর ভার”। আল্লাহ উনাদের দোয়া কবুল করসেন।

পরকালে আল্লাহ উনাদের মাফ করবেন না জাহান্নামে লাত্থি মাইরা পাঠাবেন সেইটা ডিসাইড করার মালিক আল্লাহ। কিন্তু ইহকালে তারা যে দেশ এর সাথে বেঈমানি করসে সেইতা প্রতিষ্ঠিত কইরা তাদের আল্লাহর কাছে পাঠানোর দায়িত্ব টা আমাদের ই ছিল। আলহামদুলিল্লাহ সেইটা বাংলাদেশের মানুষ করতে পারসে। যুদ্ধপরাধিদের বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরি আর মুজাহিদ এর দোষ প্রমান হয়া ফাসির আদেশ হইসে। কিছুক্ষন এর মধ্যেই সেই আদেশ কার্যকর করা হবে।

আমার মনে হয় এই দুইজন এর বিচার এবং চুড়ান্ত শাস্তির ব্যাবস্থা করতে পাইরা সরকার বিশাল গাটস এর পরিচয় দিসে। নাইলে আন্তর্জাতিক প্রেসার কম ছিল না এই দুই জন এর পিছনে। আফটার অল দিন শেষে মানি টকস আর আমি শিওর এই জিনিশ করতে গিয়া অনেক কিছু রিস্ক এর মধ্যে ফালাইসিলো সরকার। কিন্তু শেষ পর্যন্ত যে কাজটা করতে পারসে সেই জন্য সরকার আর এই বিচার সংশ্লিষ্ট সবাই অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবিদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *