লেখার তারিখঃ নভেম্বর ২০, ২০১৫
ফেসবুক ছাড়া ২য় দিন। ভালই লাগতাসে। যে কোন কিছু তে আনডিভাইডেড এটেনশন দেওয়া যাইতাসে। আমি শুন্সি বেশির ভাগ লোকজন ই প্রক্সি, ভিপিএন ইত্যাদি দিয়া ঢুইকা পরসে ফেসবুকে অল্রেডি। আমার সমস্যা হইতাসে না। ইন ফ্যাক্ট শান্তি লাগতাসে।
আমি বুঝতাসি কারো কারো জন্য ফেসবুক এ ঢুকা টা একটা প্রয়োজনীয় জিনিষ। আমি আজকে বাসাবো আসছি। আমার আম্মা আমাকে বলসে, আমি কোনভাবে তার ট্যাব দিয়া ফেসবুকে ঢুকার ব্যবস্থা কইরা দিতে পারবো কিনা। আমি গতাতুনগতিক ভাবে জবাব দিসিলাম যে ফেসবুক তো সরকার বন্ধ কইরা দিসে ব্লা ব্লা। আমার আম্মা আমার আক্কেল গুরুম কইরা বলসে ক্যান? প্রক্সি দিয়া এক্টূ সিস্টেম কইরা দে না? তোর খালা তো ঢুক্সে । আমি তারে বুঝানোর ট্রাই করলাম কয়দিন ফেসবুকে না ঢুক্লে কি হয় হ্যান ত্যান। কিন্ত জগতের কারো পক্ষে মনে হয় নিজের মা এর সাথে তর্কে জয়ী হওয়া পসিবল না। আম্মা বলসে, তোরা তো সারাদিন কাজ কর্ম নিয়া ব্যাস্ত থাকস, টাইম কাইটা যায়। আমি এক্টু নাত্নী গুলার ছবি দেখি ফেসবুকে। একটু শান্তি পাই। এমন করস ক্যান। দে না একটু ঠিক কইরা।
আমার একটু গিলটি লাগ্লো। আর মনে হইল সেম টাইপ এর আরগুমেন্ট আমি জি বাঙলা আর স্টার জলসার সিরিয়াল দেখা নিয়া করসিলাম। কিন্তু জিত্তে পারি নাই। তখন যুক্তি দিসিল, বাংলাদেশের নাটক সব বানায় ইয়ং পোলাপান এর কথা চিন্তা কইরা। আমরা আগের দিনের মানূষ, আমাদের এগুলা ভাল্লাগে না। আর নাটক কি দেখুম, খালি এড আর এড।
কথা খুবি সত্য। কেউ যখন একটা জিনিষ এ অভ্যস্ত হয়া যায় যেইটা তার তেমন ক্ষতি করতাসে না তখন তাকে সেইটা না করতে বলার আমি কে। আমি অনেক আতলামি যুক্তি দেখাইতে পারি। কিন্তু আল্টীমেটলি যার যার লাইফ তার তার। এখন কেউ যদি আমারে আইসা বলে ইনফ্যাক্ট বলসেও কেউ কেউ যে আপ্নে খালি পেলেন এর ছবি তুলেন ক্যান, বোরিং লাগে দেখতে দেখতে, আর কত। তাইলে আমার কেমন লাগবে?
আমিও কি ফেসবুকে মারাত্মক এডিক্টেড ছিলাম না একসময়। এই নোট লেখা শুরু করসিলাম তো ফেসবুক এডিকশন কাটানোর উদ্যোগ থেইকাই। তাইলে হু এম আই টু সে, কয়দিন ফেসবুক না চালাইলে কি হয়? উচিত না আমার একেবারেই এই রকম জাজমেন্টাল হওয়া উচিত না। আই হোপ পিপল আর এঞ্জয়িং ইট, আফটার অল নিষিদ্ধ জিনিষ এর মজা টা বোনাস হিসাবে পাওয়া যাইতাসে। সাচ রেবেলস উই আর।
আমার আর ১০০ টা নোট লিখলে এই প্রজেক্ট শেষ হবে। কেমন আজিব লাগে ভাবতে। এতদুর আস্তে পারবো ভাবি নাই।