লেখার তারিখঃ নভেম্বর ১৮, ২০১৫, ১২.৫৪ এ এম
আজকে এলুয়েট থ্রি হেলিকপ্টার এর এখন পর্যন্ত পাওয়া শেষ দিন এর মিশন গুলা নিয়া লিখব। এরপর ওটার বিমানের মিশনের গল্পে চলে যাবো। কি পরিমান দেশ প্রেম থাকলে সারাদিন এবং সারারাত একটা পুরানো রেট্রোফিটেড (কোন কিছু যা একটা জিনিষের জন্য ডিজাইন্ড না তবু সেটাতে জোর করে বসানো হয়, তখন সেটাকে বলে রেট্রোফিট করা) অস্ত্র শস্ত্র বসানো হেলিকপ্টার নিয়া যুদ্ধ কইরা যাওয়া যায় তা এই গুলা না পড়লে আমি জান্তেও পারতাম না। কিলো ফ্লাইট নিয়া এই সব লেখার সকল ক্রেডিট মেজর কামরুল হাসান ভূইয়া এর। তিনি এত ডিটেইলে বর্ননা না কইরা গেলে আমি এগুলা জীবনেও জানতে পারতাম না। কারন আমাদের শিক্ষার সিলেবাস যারা তৈরি করেছেন তারা এই সব ঘটনা আমাদের জানানোর চেয়ে “যমুনা পাড়ি ছাগল পালন” “গরু মোটা তাজা করন” “ আধুনিক পেপে চাষ” ইত্যাদি সম্পর্কে জানানো বেশি ইম্পরট্যান্ট মনে করসেন।
১১ই ডিসেম্বর, ১৯৭১
১। ফাইনাল অফেন্সিভ এর অংশ হিসাবে ভারত নরসিংদী তে হেলিকপ্টারে করে সৈন্য নামানোর প্ল্যান করে। কিলো ফ্লাইটের Alouette III কে আর্মড এস্কোর্ট দেয়ার অনুরোধ করা হয়। পাকিস্তানী হানাদার বাহিনী তখনো নরসিংদী তে অবস্থান করছিল। ফ্লা অ বদরুল আলম এবং ক্যাপ্টেন সাহাব হেলিপ্টার নিয়ে পাকিস্তানিদের উপর ক্রমাগত রকেট আক্রমন চালান। এই যুদ্ধে হেলিকপ্টারে বেশ কয়েকটি গুলিও লাগে।
২। সকালে এই মিশন শেষ করে ফেরত আসার এবং রি লোড করার কিছুক্ষনের মধ্যেই অয়ারলেস এ ভারতীয়রা আবারো হেলিকপ্টার এর সাপোর্ট চায়। স্কো লী সুলতান মাহমুদ এবং ফ্লা অ বদরুল আলম দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌছান আর পাকিস্তানিদের উপর রকেট আক্রমন শুরু করেন। এই সময় অয়ারল্যাস এ ভারতীয় বাহিনীর পক্ষ থেকে বার্তা আসে “গো ব্যাক, গো ব্যাক, দি পাকিস্তানিজ হ্যাড স্পটেড ইউ এন্ড প্রিপেয়েরিং ফর হেভি ফায়ারিং” । কিন্তু তারপরও পাইলটদ্ব্য় আক্রমন কন্টিনিউ করার ডিসিশন নেন। মেশিন গানার কেও গুলি করার নির্দেশ দেওয়া হয় কিন্তু কিছুক্ষণ পর মেশিন গান টি জ্যাম হয়ে যায়। এই আক্রম্নে ২০ জন্য পাকিস্তানী সৈন্য নিহত আর বহু হতা হত হয়।
৩। ১১ই ডিসেম্বর রাতে ১৪ টি ভারতীয় Mi-4 হেলিকপ্টার এবং তাদের অন বোর্ড সৈন্য দেরকে Armed Escort করে স্কো লী সুলতান মাহমুদ এবং ফ্লা লে সিংলা নিরাপদে নিয়ে আসেন। ভারতীয় হেলিকপ্টার গুলো তে কোন অস্ত্র ছিল না।
এই ছিল কিলো ফ্লাইটের Alouette III হেলিকপটার এর দুঃসাহসী অভিজান সমূহ। আজকে এই পর্যন্তই থাক। আরো কিছু পড়ালেখা কইরা নেই। তারপর কিলো ফ্লাইট এর আরেক এয়ারক্রাফট সম্পর্কে লেখার স্পর্ধা করবো।