লেখার তারিখঃ নভেম্বর ১৬, ২০১৫, ১১.৫৯ পি এম
মুক্তি যুদ্ধে বাংলাদেশের একমাত্র বিমান বাহিনির ইউনিট “কিলো ফ্লাইট” এর এল্যুয়েট ত্রি হেলিকপ্টার আর তার মিশন গুলা নিয়া লিখতাসিলাম। আজকে এর আরো একটা দিন এর মিশন নিয়া লিখতাসি। এরপর আর লেখার মত একটা দিন ১২ই ডিসেম্বর এর ইনফরমেশন পাইসি। ওই টা কালকে লিখবো। তাইলে এল্যুয়েট ত্রি হেলিকপ্টার এর অভিজান গুলা নিয়া লেখা শেষ হবে।। এরপর একটু গ্যাপ দিয়া ডিএইচসি থ্রি অটার বিমান এর মিশন গুলা নিয়া লিখব ইনশাল্লাহ।
১০ই ডিসেম্বর, ১৯৭১
১। এই দিন রাতে হেলিকপ্টার থেকে ভারতীয় সৈন্য নামানো হবে। তাই এল্যুয়েট এর উপর দ্বায়িত্ব পরে ড্রপ জোন নির্বাচন এর। কিলো ফ্লাইট এর আরেক বিমান ডিসি ত্রি এর ভারতীয় পাইলট স্কো. লী. সঞ্জয় কুমার চৌধুরী আর স্কো লী সুলতান মাহমুদ হেলিকপ্টার দিয়ে রেকি করে রায়পুরা থানার একটি চর নির্বাচন করেন।
২। খবর আসে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আক্রমন এর মুখে পাকিস্তানী রা পালাচ্ছে। সকাল ১১.৪০ এ পলায়নপর পাকিস্তানিদের উপর রকেট এবং মেশিনগান দ্বারা হেলিকপ্টার থেকে আক্রমন চালান স্কো. লী সুলতান মাহমুদ এবং ফ্লা. লে. সিংলা।
৩। স্কো. লী সুলতান মাহমুদ এবং ক্যাপ্টেন সাহাব আগরতলা থেকে ব্রাহ্মনবাড়ীয়া এলাকায় ২টি মিশন করেন।
৪। ক্যাপ্টেন সাহাব এবং ফ্লা. লে সিংলা দাউদকান্দিতে একটি মিশন করেন পিছু হটতে থাকা পাকিস্তানী হানাদার বাহিনীর উপর
৫। ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ ২১ ভুপাতিত হয় ঢাকার কেরানিগঞ্জ এ। ক্যাপ্টেন সাহাব এবং ফ্লা. লে সিংলা কে পাঠানো হয় সেই পাইলট কে রেস্কিউ করতে। কিন্তু তারা ল্যান্ড করতে ব্যার্থ হন এবং পাইলট কেও আর ট্রেস করতে পারেন নি। পরে জানা যায় পাইলট কে রাজাকার রা হত্যা করেছে।