লেখার তারিখঃ নভেম্বর ৮, ২০১৫, ২.৪৮ এ এম
বাসায় ফিরসি একটু আগে। ফোক ফেস্টিভাল এ গেসিলাম। আজকে ছিল ফেস্টিভাল এর প্রথম দিন। ৬ টা দল এর পারফরমেন্স। বিচিত্র সব অভিজ্ঞতা হইসে। ঘুমায়া যাওয়ার আগে দেখি কতদুর সেগুলা লিখতে পারি।
অফিস ছিল, তাই অনেক গুলা রুট হপিং করতে করতে যখন আর্মি স্টেডিয়াম এর সামনে পৌছাইলাম তখন বাজে প্রায় সাড়ে ছয় টা। ফুটপাথ দিয়া যখন গেটের দিকে হাটতাসি তখন এক ব্যাডা খুবি হাসি হাসি মুখে আগায়া আসলো। আমি ভাবসি পরিচিত হয় তো কেউ। ওই বেডায় আমার মুখের দিকে তুলি আগায় দিয়া বলল, স্যার , অনুষ্ঠান উপলক্ষে আঁকায় দেই। আমি তারাতারি ব্যাডারে কোন মতে ডজ দিয়া গেট এর কাসে আয়া পড়লাম। এই খানে সব গুলা চেইন খুলায় (শুধু ব্যাগ এর) চেক করল। তারপর বল্লো, জা আ আ ন। থুক্কু, পুলিশ আমারে জান বলবে ক্যান। বলল, যান যান। এই যে পুলিশ চেক করল এবং ব্যাগ নিয়া যাইতে বলল, এইটা তথ্য টা মনে রাখা প্রয়োজন। একটু পরে কাজে দিবে।
আমি ৬ টা ৩২ এ লাইন এর শেষ খোজার জন্য হাটা শুরু করলাম। এবং যখন পৌছাইলাম তখন বাজে ৬ টা ৪১। আচ্ছা থাক, এত কোটি কোটি মানুষ। সময় তো লাগবেই। যখন সাপের মত আইকা বাইকা আগাইতে আগাইতে গেট এর কাছে আশ্লাম, তখন বাজে সন্ধ্যা ৭ টা ৪৫। আরেকটু পরেই ঢুক্তে পারবো। কিন্তু বাধ সাধলো পুলিশ।
একজন সাব ইন্সপেক্টর আইসা ধমকা ধামকি লাগায় দিল। ক্যান আমরা ব্যাগ আন্সি। পোলাপান চিল্লা চিল্লি করতেসিল। তাদের একটা হাবিলদার দিয়া ধইরা নিয়া গেল। বলল, ওই , ধর এইটারে। এরেস্ট কর। বেশি গলাবাজি করতাসে এইডা। অথচ এগুলা কিছুই লেখা ছিল না টিকিট এ যে ব্যাগ আনা যাবে না ।
আমার এত মন খারাপ হইসিল। আমি চুপ চাপ আইসা মিশুক এর নিচে বইসা ছিলাম। কিছু পরিচিত লোক জন দেখলাম। দুর্বা কে দেখলাম হাস্তে হাস্তে ঢুক্তে। রোয়েনা রাসনাত রে দেখলাম দুইটা মেয়ের সাথে হাইটা যাইতাসে। ডাক্তার ফাহমিদ ভাই এর লগে দেখা হইসিল। ফারাহ দিবা তাস্নিম আমারে হোন্ডা থেইকা হাই দিসে। আমি বেকুব এর মত হা কইরা তাকায় ছিলাম। আর দুই টা পিচ্চি মেয়ে আমারে ইথার ভাই ভাল আসেন বলসে, তবে এদের নাম মনে নাই।
একটু পরে আইসা উদ্ধার করলো মহান রাশা। ও গাড়ি নিয়া আসছিল আর আমি ব্যাগ রাখার একটা জায়গা পাইলাম। ততখনে আজকের প্রথম পারফোরমার ফরিদা পারভিন এর গান শেষ। বাইরে থেইকাই শুনতে যত মধুর লাগতাসিল।
আমরা যখন বসার জায়গার কাছি কাছি আসলাম তখন ২য় পারফরম্মিং দল , চন্দনা মজুমদার আর কিরন চনদ্র রায় গান গাওয়া শুরু করলেন। উনাদের গান গুলা ভালই লাগসে। ৩য় পারফরমেন্স ছিলেন দা অর্ক মুখার্জি। ইনার গান ভালই তবে এরে বেশি সময় দিয়া ফালাইসে। দুই তিনটা গান শোনার পর আর ভাল্লাগতাসিল না।
ধুরো চোখ ভাইঙ্গা ঘুম আইতাসে। ঘুমের জন্য লিখতেই পারতাসি না। আবার কালকে রাইত আট্টার সংবাদের পর লিখুম নে।