লেখার তারিখঃ নভেম্বর ৮, ২০১৫ ১.১৯ এ এম
আজকে জ্যাজ ফেস্টিভাল এর শেষ দিন ছিল। ফাইনালি আমি আর মহান রাশা এক সাথে কন্সার্ট দেখতে যাইতে পারসি। বেচারা রাশা ফুড পয়জনিং এ দুই দিন বাসায় পইড়া ছিল। তাই প্রথম দুই দিন যাইতে পারে নাই। ওর উপর দিয়া অনেক ঝড় ঝাপটা যাইতাসে। ফাশ্টে ঠ্যাং এ মুচুরা খাইলো বাসায় পইড়া থাক্লো এক মাশ। এহন যহন এট্টু ক্রাচ ছাড়া হাটা চলা করতাসে তহন আবার এই ফুড পয়জনিং। অরে একটা তাবিজ টাবিজ কিসু বাইন্দা দিতে হইব কোমরে। লগে একটা ঝুন ঝুনিও বাইন্দা দিত হইব। যাতে লারা ছারা করলে ঝেন ঝেন শব্দ হয়।
ঝেঝ এন্ড ভুলুজ ফেস্টিভাল ভালাই লাগসে। Soulmate বইলা একটা শিলং এর ব্যান্ড আসছিল। ভোকাল এক মহিলা। কাপাইসে পুরা। সে এপলজাইস করসে যে তার গলা ভাঙ্গা তাই ঠিক মত গাইতে পারতাসে না। কিন্তু এই ভাঙ্গা গলা লয়াও সে যা গাইল, এক্কেরে শরীরের লুম্বা উম্বা খারায়া গেছে গা।
এর পর মঞ্চে আসে একটা ব্রাজিলিয়ান জ্যাজ ব্যান্ড। আমার মনে ময় আমার জ্যাজ শোনার কান টা ঠিক তৈরি হয় নাই। ব্লুজ তাও ধরতে পারি। জ্যাজ যে কই থিকা কই যায়গিয়া ঠাহর করতে পারি না। আমরা তাই হাটা হাটি করতাসিলাম । অনেক খাওন দাওন আর কফির দুকান খুলসে। আমরা Sbarro তে পিজ্জা খাইলাম, Live Kitchen এর বারগার খাইলাম আর নর্থ এন্ড এর কফি খাইলাম। অনেক পরিচিত লোকজন এর লগে দেখা হইসে। গতকাল ব্লুজ ব্রাদারস এর সাথে কাপাইলো যে মেয়েটা, কাশফিয়া, সে আবার রাশার পরিচিত। তার লগে দেখা হইসে, আড্ডা উড্ডা হইসে অনেক খন। কাশফিয়া বলসে, ইথার ভাই, আমি আপ্নের লেখা অনেক আগে থেইকা ফলো করি। ইউ আর সো ফানি। আমি তো খুশি তে পারলে তখনি বিশ্ব দন্ত প্রদর্শনী শুরু কইরা দেই। কিন্তু পরে ডরায়া যাইতে পারে লুকজন, তাই আর ক্যালাইনাই।
আমাদের সাথে আর্টসেল এর এরশাদ ভাই এর সাথে দেখা হইসে। উনি কইল, ব্রাজিলিয়ান জ্যাজ ব্যান্ড যে কি বাজাইলো, কিছুই তো বুঝলাম না। শুইনা শান্তি পাইসি। আহা। এরশাদ ভাই ই যদি না বুঝে তাইলে আমি কোন তুচ্ছাতিতুচ্ছ ধুল পরিমান।
এরপর মঞ্ছে আসেন এ বি ব্লুজ। আউয়ুব বাচ্চু এর ব্লুজ প্রজেক্ট। উনার মিউজিক নিয়া তো আমার বলার মত স্পরধা করা উচিত না। তবে উনার বেজিস্ট স্বপন ভাই রে দেইখা খুশি লাগসে। স্বপন ভাই আমার ফ্রেন্ড লিস্ট এ আসে ফেসবুক এর। মনে হইতাসিল এই যে এ এ , স্ব প অ অ অ ন ভ্যা আ আ আ ই আমি এখানে এ এ এ বইলা হাত পাও মাথা সব নারি। কিন্তু এত দুড় থেইকা আমারে দেখা পসিবল না , বিরাট আফসুস। এরপর থিকা টচ লাইট লয়া যামু। যার দ্রিশটি আকর্ষণ করা লাগবো তার চোখ বরাবর টচ মারুম। না দেইক্কা যাবি কই।
এরপর আমরা আয়া পরসি। আর দেখতে ইচ্ছা করতাসিল না। রাশা আমারে জিজ্ঞেস করসে ব্লুজ এর লিরিক্স বাংলায় লেখা পসিবল কিনা। কারন অনেক কিছু ভাব সাব ওলা ইংলিশ আছে যেগুলা ব্লুজ এ খুব ভাল যায়, কিন্তু বাংলা করলে ঠিক যুইতের হইব না। রাশা কইল এই যে বি বি কিং এর দা থ্রিল ইজ গন গান টার কথা ধর। এইটা বাংলা করলে কি হইব? আমি কইলাম, “মজা গেসে গা”। রাশা খুবি বিরক্ত। ব্লুজ নিয়া ফাইজলামি!
সে আমারে ইগ্নোর কইরা কইলা, তারপর ধর “ওন্ট ইউ গিভ মি ইওর লাভ বেবি” এইটার ফিল ওলা বাংলা কি করা সমভব? আমি কইলাম সম্ভব তো। এইটার বাংলা হইব, “ভালবাসা দিবি কিনা বল”।
রাশা অধিক শোকে নীল রঙ এর পাথর হয়া গেল।