লেখার তারিখঃ নভেম্বর ৫, ২০১৫, ১১.৪০ পি এম
আজকে জ্যাজ ফেস্টিভাল এর প্রথম দিন ছিল। আমার আর রাশার যাওয়ার কথা ছিল। আমরা যাই নাই। মহান রাশার ফুড পয়জনিং হইসে। তাই সে শয্যাশায়ী। আর আমি ব্যস্ত ছিলাম আম্মাকে নিয়া। আম্মাকে রিলিজ দিয়া দিসে আজকে। ওরা যখন এপলো থেইকা বাসার উদ্দেশ্যে রউনা দিসে তখন বাজে সন্ধ্যা ৭ টা। তাই আমার আর একা একা জ্যাজ ফেস্টিভাল দেখতে যাইতে ইচ্ছা করলো না। কাল্কেও আসে। কাইল্কা যামুনে যদি রাশা যাইতে পারে।
আজকে অনেক দিন পর লন্ডন পার্ক এ সকালের নাস্তা খাইতে গেসিলাম। আজিব ব্যাপার হইল ওরা আমারে মনে রাখসে। ওয়াটার বয় পিচ্চি টা বড় হয়া গেসে। আমারে আইশা জিজ্ঞেস করসে মামা ভাল আসেন? আর আসেন না যে এদিকে?
এই টুকু লেখার পর মনে হইসে আর কি লিখব। সারাদিন তো লেখা শেষ। তারপর মনে হইল অনেক দিন তো উঠাই না নতুন কিছু। উকুলেলে টা নিয়া একটা নতুন গান উঠাই। একটা নতুন গান উঠানো একটা টাইম মেশিন এর মত। শুরু করলে কই যে যায়গা সময়। ঠুস ঠাস মাঝরাত হয়া যায়। এই লেখার প্রথম প্যারা আর তৃতীয় প্যারার মধ্যে তাই দূরত্ব ২ ঘন্টার। এই দুই ঘন্টা আমি একটা নতুন গান উঠাইসি। যদি লিরিক্স ঠিক ঠাক মুখস্থ হয় তাইলে হয়ত একদিন ভিডূ কইরা পোস্ট ও করব। আনন্দ লাগতাসে গান টা উঠাইতে। আই উইশ আমার গলা ভাল হইত আর যুইত মত গাইতে পারতাম।
আম্মার অবস্থা এখন বেটার। ডাক্তার বলতে বাসায় নিয়া যাইতে। রবিবার আবার আসতে হবে । হার্ট এ একটা অল্প সল্প ব্লক আসে। যেইটা নিয়া আম্মা অনেক টেনশন করে। সাইকোলজিকাল কারণে আরো বেশি অসুস্থ হয়া যায়। তাই রবিবার স্টেন্ট পরানোর জন্য ভর্তি করানো হবে ইনশাল্লাহ। আজকে ছুটি নিসিলাম অফিসে। মনে হয় রবিবার এও নিতে হবে।