লেখার তারিখঃ অক্টোবর ২৯, ২০১৫
কিছু পুরানো কবিতা খুইজা পাওয়া গেসে। কবিতা গুলার কোন শিরনাম নাই। তাই তাদের লেখার সময়কালটাই শিরোনাম হিসাবে দিয়া দিলাম।আমার লেখা তো আমার নিজেরই মনে থাকে না, আর আমার কোন কবিতার খাতাও নাই। এইখানে ওইখানে লিখা রাখি। আর হঠাত অনেক দিন পর পড়তে গেলে মনে হয়, এইটা আবার কবে লিখসিলাম !
১৯শে ডিসেম্বর , ২০০৬
দিনের শেষ ফোনটা শেষ হলো এই মাত্র
এইবার ঘুমানো যাক একটু
মাথার ভেতর শুধু ওয়েব পেজ আর ওয়েব পেজ
মনে হয় সব মনে রাখতে হবে, সব মুখস্ত রাখতে হবে
যদি ঘুমের মধ্যে পড়া ধরে কেউ ? কি বলব তখন ?
ইদানিং অনেক বেশী চাকরী খোজা হচ্ছে
ইদানিং অনেক বেশী ব্লগ পড়া হচ্ছে
অনেক বেশী কষ্ট পাওয়া হচ্ছে
অনেক বেশী ইচ্ছে হচ্ছে বড় কিছুর অংশ হই
২১শে ফেব্রুয়ারি, ২০০৯
আমার বুকের রক্তে তারা,
হাত রাঙিয়ে আত্মহারা,
তাদের যত ঘৃনার বুলেট,
তোমার সুখের জন্যে গো মা,
বুকে নিতে পারি,
মাগো আমার হয়না ফেরা বাড়ি
১৭ই ডিসেম্বর, ২০০৮
যদি খোজো আমায়
বিজয়ের পরে,
যখন ঢেকে যায় আকাশ তোমার
সবকিছু হয়ে আলোকিত ;
আমি শুধু আধারের রঙে
তোমার মুখ দেখি মানুষের ভিড়ে
একা হয়ে,
হয়ে পরাজিত
তুমি ভেসে যাও দুর থেকে দুরে
তোমার স্রোতে ডেকে নাও আমায়
আমি তবু জানি, এখানে থেমে যেতে হয় ;
অসময়ে শুরু আমার সময়,
এভাবেই শেষ হতে হয় ।
১৪ই নভেম্বর, ২০০৭
তোমাকে ভালবাসতে হলে যেতে হয় অনেকদুর,
পৃথিবীর মাঠ ঘাট পার হয়ে হয়ে,
পথে বোধহয় নদীও পরে একটা..
যখন হারিয়েছি পথ, সেই সব ঘুম ঘুম দিন
ভুলেছি কবেই..
শুধু তোমার দিকেই হেটে গেছি,
কখনো পাশাপাশি, কখনো পায়ে পায়ে।
তারপর যখন তুমি প্রায় ছুই ছুই ;
আমার বুকে ডুবে যেতে যেতে বলেছিলে,
“আমার পৃথিবী কেমন এক অন্য আলোয় আঁধার হয়ে আসে !!”
আমি শুধু কানের কাছে মুখ নিয়ে বলেছি ফিসফিস…
“সন্ধ্যা নামতে কি কখনো দেখনি আগে ? “