২৪৩/৩৬৫

লেখার তারিখঃ অক্টোবর ২৮, ২০১৫

ছোটদের অভিশাপ শিক্ষা


আজকের লেখা অনেক নেগেটিভ একটা লেখা । তাই সরল সুজা মনের অধিকারি রা এই লেখা না পড়লেই ভাল। এই লেখা পরলে আপনার সাদা মন, এশ কালার হয়া যাইতে পারে। আজকের লেখার বিষয় অভিশাপ। মানুষ মাত্রই জিদ উঠে। আর জিদ উঠলে আমরা সব চেয়ে খারাপ গালি গুলা দিয়া জিদ কমাই। কিন্তু এমন টাই হইতে হবে সেটা কোথাও লেখা আছে? আরো অনেক ভাবে রাগ কমানো যায়।

বাচ্চারা, এই খানে আমি কিছু ভদ্র অভিশাপ লিখা দিলাম। এই গুলা দিলে মন ও ভাল হবে, রাগ ও কমবে ইনশাল্লাহ।

১। তুই মুজা পরার পর সবসময় একটু ব্যাকা হওয়া থাকুক একটু যাতে জুতার ভিতর ব্যাথা লাগে ।

২। তুই মুজা পরার পর ফার্স্ট যেখানে পারা দিবি সেই জায়গাটা ভিজা হোক।

৩। তোর গিটারের পিক সব গিটারের ছিদ্রে পইড়া হারায়া যাক।

৪। তুই যখন ঘুমায় থাকবি তখন তোর বুয়া ঘর ঝাড়ু দিয়া ফ্যান অন করতে ভুইলা যাক।

৫। চা খাওনের সময় তোর চা অনেক গরম হোক যাতে খাইতেই না পারস, আর একটু পরে খাবি ভাইবা রাইখা দেওনের এক ঘন্টা পর খাওনের কথা মনে হোক যাতে চা ঠান্ডা হয়া আইস টি হয়া যায়।

৬। তোর বিস্কুট তোর চা এর কাপ এর চেয়ে বড় হোক।

৭। তোর গুরুত্বপূর্ন মানুষ দের সামনে দেয়া প্রেজেন্টেশন এর মাঝখান দিয়া কালকে রাত্রে অর্ধেক দেখা “শিক্ষামূলক” ভিডিও এর বাকি টুক আপনা আপনি চলা শুরু হয়া যাক।

৮। তোর জার্নির শুরুতে হেডফোন এ প্যাচ লাগুক আর প্যাচ ছুটাইতে ছুটাইতে ডেস্টিনেশন আয়া পরুক।

৯। তোর কম্বল দিয়া পা ঢাকলে মাথা বাইর হয়া যাক আর মাথা ঢাকলে পা বাইর হওয়া যাক।

১০। তোর নটিফিকেশন সব ক্যান্ডি ক্রাশ আর ক্লাশ অফ ক্লান এর ইনভাইটেশন হোক।

১১। তোর খালি মনে হোক ফোন বাজতাসে কিন্তু আসলে না বাজুক।

১২। তুই নিজে গাড়ি চালায়া কোথাউ গেলে জীবনেও গাড়ি পার্ক করার যায়গা যাতে না পাস।

১৩। তুই ল্যাপ্টপ থেইকা উঠনের সময় হেডফোন খুলতে ভুইল্লা যাতে যাস আর টান লাইগা ল্যাপ্টপ এর ইন্নানিল্লাহ হোক।

১৪। তুই চেয়ারে বসলে একটা বিস্রি আওয়াজ হোক, আর একবার ই হোক, যাতে সবাই ভুরু কুচকায় তাকায় নাকে হাত দ্যায়।

১৫। তুই টিকেটের জন্য যেই লাইনেই দাড়াবি সেই লাইন সব চেয়ে স্লো আগাক।

১৬। বিশাল স্ট্যাটাস লেখনের পর চাপ পইড়া সব মুইছা যাক আর তোর মনে পরুক মোবাইলে তো কন্ট্রোল+জেড নাই।

১৭। তুই দেরি কইরা সকালে উইঠা তারাহুরা কইরা বাইর হোওয়ার আগে আগে যাতে দেখস যে মোবাইলে চার্জ দিসিলি ঠিকই কিন্তু সকেটে প্লাগ না লাগায়াই ঘুমায় গেসিলি।

১৮। তোর পিচ্চি পোলা বা মাইয়া, মেহমান দের সামনে তোরে জিজ্ঞেস করুক , আব্বা তুমি রাত্রে বেলা আম্মাকে এত ডিস্টার্ব করো ক্যান? আম্মা যে শুধু এই কি হচ্ছে, এই কি হচ্ছে করে।

১৯। তোর বাস যাত্রা বিরতির পর আবার চলতে শুরু করার পর তোর মনে হোক, জরুরী বাথ্রুমে যাওয়া দরকার

২০। তোর বস অফিসের বাত্রুমে ঢুইকা দরজা লাগাইতে ভুইলা যাক, আর তোর তখনি ওই বাত্রুমেই যাতে যাইতে হয় আর সেই মিনি হার্ট এটাক মোমেন্ট এ উনার সাথে একটু আই কন্টাক্ট ও যাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *