লেখার তারিখঃ অক্টোবর ২৩, ২০১৫
প্রিয় পেইন্টিং পরিচিতি – ১
একটু যদি ভাবি, আমরা থাকি পৃথিবী তে, কিন্তু আমাদের অনেক গুলা জগতে একসেস আছে। আমাদের কেউ কেউ সে সব জগতের এস্ট্রোনাট, কেউ কেউ সেই সব জগতের এলিয়েন। এই জগত হইল বিভিন্ন রকমের আর্ট ফর্ম এর জগত। যেমন, কবিতা একটা জগত, উপন্যাস-গল্প একটা জগত, সংগীত একটা জগত এমন। পেইন্টিং ও এরকম ই একটা বিশাল জগত। কত যে রহস্য আর রস লুকায় আছে এর আনাচে কানাচে তার ইয়ত্তা নাই।
আ্মাদের জ্ঞ্যান আহোরোনের যে প্রসেস, তাতে পেইন্টিং এর ব্যাপার স্যাপার গুলা আমাদের ঠিক মত বুঝানো হয় না। আমরা বড় হই পেইন্টিং মানে একটি গ্রামের দৃশ্য এই ধারনা নিয়া। তাই কবিতার মত পেইন্টিং ও একটা দুরবধ্য কিছু আমাদের কাছে। অথচ এই জগত টা সকল জগত এর চেয়ে বেশি রঙ্গিন। রঙ দিয়ে তৈরি যে, রঙ্গিন না হয়ে উপায় আছে?
এই জিনিষ টা যখন আমি রিয়ালাইজ করলাম তখন আমার মনে হইল যদি এখন থেইকা প্রত্যেকদিন এক ঘন্টা আমি পেইন্টিং নিয়া স্টাডি করি তাইলে সপ্তাহ শেষে ৭ ঘন্টা আর মাস শেষে ৩০ ঘন্টা পাওয়া যাবে পেইন্টিং নিয়া স্টাডি করার। ৩০ ঘন্টা তো অনেক সময়।
আজকে আমি যেই পেইন্টিং টা স্টাডি করসি তার নাম , “A Wheatfield with Cypresses”। এইটা Vincent van Gogh এর আঁকা একটা ছবি। এইটা আঁকা হইসিল ১৮৮৯ সালে। এই ছবি টা ভ্যান গগ মোট ৪ বার আকসেন। প্রথম বার একটা ওয়েল পেইন্টিং, ২য় বার রিড পেন ভার্সন, ৩য় এবং ৪র্থ বার আবারো ওয়েল পেইন্টিং।
পরবর্তি আলোচনায় যাওয়ার আগে পেইন্টিং টা দেখি । এই খানে ৪ টাই পর পর দিলাম।
১
২
৩
৪
মে ১৮৮৯ থেকে মে ১৮৯০ সন পর্যন্ত ভিন্সেন্ট ভ্যান গগ, স্বেচ্ছায় এক মানসিক রোগিদের আশ্রয় কেন্দ্র ছিলেন। এই সময়ের জুলাই মাসে তিনি উপরের #১ ভার্সন আকেন। আশ্রয় কেন্দ্রে উনার রুম থেইকা এই ভিউ টা দেখা যাইতো।
মানসিক রোগের আশ্রয় কেন্দ্র থেইকা আসার পর উনি প্রথমে একটা রিড পেন ভার্সন করেন (উপরের #২)। তারপর স্টুডিও তে তেল রং এ আরো দুইটি ভার্সন (#৩ এবং #৪) আকেন। এই দুইটার মধ্যে একটার সাইজ #১ এর সাইজের সমান ছিল। আর পরের টা আরো একটা ছোট ভার্সন।
এই সময় ভ্যান গগ এর সাইপ্রাস গাছ প্রীতি বেশ লক্ষ্যনীয়। কারন এই ছবি আঁকার কিছু দিন আগেই তিনি The Starry Night আঁকা শেষ করেন যার মধ্যে বিশাল এক সাইপ্রাস গাছ দেখতে পাওয়া যায়।
ছবিতে মেঘ আকার জন্য ভ্যান গগ Zinc White ব্যবহার করেছেন। আকাশের জন্য Cobalt Blue । হুইট ফিল্ড এর অংশটার জন্য Chrome Yellow এর শেড, ঝোপঝাড় এবং সাইপ্রাস এর জন্য Viridian এবং Emerald Green, ফোরগ্রাউন্ড এর পপি গুলা আঁকার জন্য Vermilion এবং Synthetic Ultramarine ব্যাবহার করেছেন।
ছবির ধরন বিচার করলে #১ ভার্শন টাকে En Plain Air বলা যার আর #৩ আর #৪ নম্বর কে স্টুডিও ভার্শন। En Plain Air হলো যখন একটা ছবি একেবারে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সাব্জেক্ট কে সামনে রেখে আঁকা হয় সেটা।
এই এক ছবির ৪ টা ভার্সন কোনটা কোথায় আছে তা বলে লেখাটা শেষ করি।
১। Metropolitan Museum of Art, New York City
২। Van Gogh Museum in Amsterdam
৩। The National Gallery, London
৪। Private collection