২২৩/৩৬৫

লেখার তারিখঃ অক্টোবর ০৮ , ২০১৫

ছোটদের ফটোগ্রাফি শিক্ষা ৭


ফটোগ্রাফির একটা বড় অংশ জুইরা আসে ক্যামেরা আর লেন্স। যদিও বলা হয় ফটো আসলে তৈরি হয় মাথায়, ক্যামেরায় না, তারপরও যেই বন্দুকটা দিয়া গুল্লি করবেন সেইটার ট্রিগারটা কই আসে ওইটাই যদি না জানেন তাইলে ক্যামনে চলবো কন?

দুনিয়ায় যত ক্যামেরা আসে তার সবটিরে আসলে অনেক গুলা ভাবে প্রকারভেদ করন যায়। যদি ছবি তুলনের মাধ্যমটা বা যার উপ্রে ছবি উঠে তা চিন্তা করেন তাইলে দুনিয়া তে ২ রকমের ক্যামেরা আসে:

১) ফিল্ম ক্যামেরা
২) ডিজিটাল ক্যামেরা

ফিল্ম ক্যামেরার প্রসঙ্গে যাওনরে আগে এট্টু ফিল্ম লইয়া কথা কইয়া লই। ফিল্ম এর ভাগ হইলো ৩টা:

১) স্মলফরম্যাটফিল্ম : এইটা সবচেয়ে বহুল ব্যবহৃত ফিল্ম টাইপ। জর্জ ইস্টম্যান ছিলেন এই ফরমেট এর ফিল্ম এর জনক। দুকানে ফিল্ম চাইলে যে ফিল্ম দেয় এটার সেই ফিল্ম। এইটার মাপ হইলো

৩৬ মিলিমিটার বাই ২৪ মিলিমিটার।

এইটার প্রচলিত নাম হইলো ৩৫ মি.মি ফ্লিম কারন বর্ডার বাদ দিলে এইটার ছবি তোলার প্রস্থের সাইজ ৩৫ মি.মি। এইটার আবার ৪ রকম আই.এস.ও তে পাওয়া যায়। আই.এস.ও হইলো ফ্লিম অথবা সেনসরের লাইট সেনসিটিভিটি। আই.এস.ও যত বেশি ফিল্ম তত তাড়াতাড়ি আলোর লগে বিক্রিয়া করবো। আই.এস.ও নিয়া আগের পোস্টে আলোচনা করসি মনে লয়, তাই আর বেশি কিসু কইলাম না। ৩৫ মি.মি ফিল্ম ৪ ধরনের আই.এস.ও তে পাওন যায়: ১০০,২০০,৪০০ আর ৮০০। আমার মনে আসে দুকানে ফিল্ম কিনতে গেলে ব্যাটায় হেভি ভাব নিয়া যিগাইতো ১০০ পাওয়ারের টা নিবেন না ২০০ পাওয়ারেরটা? তহন ভাবতাম নিমু যহন কম নিমু ক্যা , ২০০টাই দেন


) মিডিয়ামফরমেটফিল্ম: এইটা অনেকটা বড়লুকগো ফিল্ম, তাই আম জনতার মইদ্যে ব্যবহার কম। এইটার সাইজ হইলো গিয়া

৬ ইন্চি বাই ৬ ইন্চি।

মিডিয়াম ফরমেট আমাগো দেশে বেশি প্রচলিত না কিন্তু ফ্লিকারে খুজলে এরুম অনেক ফটোগ্রাফার বাইবেন যারা খালি মিডিয়াম ফরমেটেই ফটুক তুলে। বাংলাদেশে কিছু ফ্যশন স্টুডিও ফটোগ্রাফার এই ফর্মেটে তুলে বইলা শুনসি। এইটাতে ৩৫ মি.মি. এর চেয়ে ডিটেইল অনেক বেশি পাওন যায়


৩) লার্জফরমেটফিল্ম: এইটা আরো বড়লুকগো ফিল্ম। বিদেশের ব্ড় বড় ফ্যশন ম্যাগাজিনগুলান তাদের কাভার পেজে যে ফটু দেয় তার ৮০% ই এই ফরমেটে তুলা। এইটা সাইজ হইলো

৮ ইন্চি বাই ১০ ইন্চি

আর এইগুলান ৩৫ মি.মি এর মতোন রোল অবস্থায় পাওন যায় না বরং একটা একটা কইরা ক্যামেরায় লাগায়া ফটু তুলা লাগে।

যারা অর্ডে হেপবার্নের ফানি ফেস সিনামাটা দেখসেন তারা হয়তো খেয়াল করসেন সিনামাটার নায়ক একটা ভুমা সাইজের ক্যামেরা দিয়া ফটু তুলে, ওইটাই হইসে লার্জ ফরমেট ফিল্ম ক্যামেরা। এই ফিল্মে তোলা ছবির ডিটেইল দেখলে মাথা খারাপ হইয়া যায়।


আরো কিছু স্পেশাল টাইপের ফিল্ম আসে তয় সেগুলা ঠিক তেমন প্রচলিত না তাই এইখানে আর বল্লাম না।

ফিল্ম যেহেতু তিন রকম তাই ক্যামেরাও তিন রকম:

১) স্মলফরম্যাটফিল্মক্যামেরা

২) মিডিয়ামফরম্যাটফিল্মক্যামেরা

৩) লার্জফরম্যাটফিল্মক্যামেরা


ক্যামেরা নিয়া আরো অনেক প্যাচাল বাদ আসে। কিন্তু আজকের জন্য ইনফরমেশন ওভারলোড হয়া যাবে। আবার কালকের লেখায় ক্যামেরা এবং এর বেসিক কার্যপদ্ধতি নিয়া লিখব নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *