২১৯/৩৬৫

লেখার তারিখঃ অক্টোবর ০৫ , ২০১৫

ছোটদের ফটোগ্রাফি শিক্ষা ৩

গত দুই টা লেখায় আমরা শিখসি Exposure কি আর Exposure এর যে তিনটা নিয়ন্ত্রক আছে তার প্রথম টা যা ছিল Aperture. আজকে শিখবো ২য় টা যা হইল Shutter Speed ।

শাটারস্পিড (Shutter Speed)

আপনের বাসায় জানলা আসে না ? ওই জানালায় পরদা আসে না? অ্যাপারচার যদি হয় এই জানালার সাইজ তাইলে শাটার হইলো সেই জানালার পরদা । যেই আলু মিয়া (Light) লেন্সের গ্লাস এর ভিতর দিয়া আইসা, অ্যাপারচার টারে পাস করার পর, ক্যামরার ভিতরে আসলো, তিনি কতক্ষণ ক্যামরার ভিতরে থাকবেন সেইটা ঠিক কইরা দেয় শাটার স্পিড ওরফে “পর্দার গতি” ভাইজান।

এইডাতো আবুলেও (মাল ছাড়া আবুল) বুঝে যে, পর্দা যদি অল্প সময় খুইলা রাখি তাইলে ঘরে আলো কম সময় ধইরা ঢুকবো, আর পরদা যদি সারা জীবনের লাইগ্গা খুইল্লা রাখি তাইলে দিনের বেলায় আলো ঢু্কতেই থাকবো, মানে বেশি সময় ধইরা ঢুকবো। (আর রাইতে ঢুকবো মশা ) ।

শাটার স্পিডের একক হইলো সেকেন্ড (second)। যদি কই, শাটার স্পিড 1/4 second তার মানে হলো, আলোটা ১ সেকেন্ডের ৪ ভাগের এক ভাগ সময় মাত্র ক্যামেরার সেনসর অথবা ফ্লিমের উপর পড়বে।

আবার যদি শাটার স্পিড হয় 8 second তাইলে সেনসর অথবা ফ্লিমের সামনের পর্দাটা ৮ সেকেন্ড ধইরা খুলা থাকবো। অনেক সময় একটা কথা শুইনা থাকবেন কাউরে কাউরে কইতে যে “ফটুকটা স্লো শাটার স্পিডে তোলা হইসে”। স্লো শাটার স্পিড মানে হইলো এট্টু আইলশা টাইপের শাটার এর স্পিড যেই শাটার কিনা বন্ধ হইতেই চায়না। খুলার পর অনেক সময় ধইরা খুলা থাকে, আস্তে ধীরে লাগে, তাই এইটারে বলে স্লো শাটার স্পিড।

একটা ক্যামারায় শাটার স্পিডগুলা সাধারনত এইরকম থাকে :

1/8000 s
1/4000 s
1/2000 s
1/1000 s
1/500 s
1/250 s
1/125 s
1/60 s
1/30 s
1/15 s
1/8 s
1/4 s
1/2 s
1 s
2 s
4 s
8 s
B – এইডা মানে বাল্ব। এইডা সিলেক্ট কইরা যতক্ষন বাটন টিপ্পা রাখবন ততক্ষন শাটার খুলা থাকবো, বন্ধ হইবো না। ছাইড়া দিলেই বন্ধ হয়া যাইবো।


উপরের ভ্যালু গুলা এক্টু খিয়াল কইরা দেখেন, উপরে বা নিচে যাইতে শাটার স্পিড হয় ডাবল হইতাসে, না হয় অর্ধেক হইতাসে। যেমন ১/২ সেকেন্ড থেইকা বারলে হয় ১ সেকেন্ড (Double Speed) আর ১/২ সেকেন্ড থেইকা কমলে হয় ১/৪ সেকেন্ড (Half Speed)। এই অর্ধেক আর ডাবল হউনের সম্পর্কটা অ্যাপারচারেও আসে। আগের লেখা টা বাইর কইরা দেইখেন খেয়াল কইরা। সামনে যখন আই.এস.ও নিয়া কথা কমু তখন দেখবেন ওইহানেও একই তামশা।

এই এক ধাপ এক্সপোজার বাড়ানি বা কমানি রে বলে এক্সপোজার এক স্টপ বাড়ানি বা এক স্টপ কমানি। উপরের প্যারাগ্রাফ টা যদি বুইঝা থাকেন তাইলে এই টা নিশ্চই বুঝসেন যে, এক্সপজার এক স্টপ বাড়ানো বা কমানো মানে এক্সপোজার দ্বিগুণ বা অর্ধেক করা। ডিজিটাল ক্যামেরায় এই দ্বিগুণ বা অর্ধেকের মধ্যে আরো কিছু স্টপ থাকে। এগুলারে বলে হাফ স্টপ। যেমন ১/১৫ সেকেন্ড এর ১/৩০ সেকেন্ড এর মদ্ধ্যে আছে ১/২০ আর ১/২৫। এই ১/২০ আর ১/২৫ হইলো গিয়া হাফ স্টপ অথবা কোয়ার্টার স্টপ।

এই তো গেলো শাটার স্পিড কি বা হুয়াটিজ শাটার স্পিড। এখন তাইলে আসি এই শাটার স্পিড দিয়া আমাদের কি ফায়দা তা নিয়া।

শাটার স্পিড কমায় বাড়ায় ফটুতে অনেক রকম মজা করন যায়। ধরেন একটা ব্যস্ত রাস্তায় আপনে যদি স্লো শাটার স্পিড দিয়া ফটুক তুলেন তাইলে দেখবেন গাড়ি গুলার হেড লাইট আর টেল লাইট একটা লম্বা শাদা আর লম্বা লাল রেখার মতো তৈরি করসে। অনেকটা এইরম:

আবার শাটার স্পিড বাড়ায় দিয়া (ধরেন 1/125 sec) যদি কনো ঝরনার ফটুক তুলেন তাইলে পানি গুলা বরফের লাহান ফিরিজ হয়া গেসে। যেমুন:

Shutter Speed এর বারানি কমানির কারনে কি হয় তার আরো কিছু উদাহরন এইখানে দিলাম ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। ছবি গুলা এক্টূ সময় নিয়া দেখেন

তাইলে এই পর্যন্ত আমরা কি শিখলাম? অ্যাপারচার দিয়া আলোর পরিমান (Amount of Light) কন্ট্রোল করন যাইতাসে আর শাটার স্পিড দিয়া কন্ট্রোল করন যাইতাসে এই আলোটা কত সময় ধইরা সেনসর/ফ্লিমের উপর পরবো (Time of Exposure)।

এরপরের লেখায় আই.এস.ও নিয়া লিখুম নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *