২১৬/৩৬৫

লেখার তারিখঃ অক্টোবর ০২ , ২০১৫

আমার কাছে বাংলাদেশের সব অঞ্ছলের ভাষা ভাল্লাগে। আমি ট্রাই করি সব ভাষা থেইকা কিছু না কিছু শিখতে। অনেক সময় মনের ভাব প্রকাশ করার জন্য এইগুলা এত পারফেক্ট ভাবে ব্যবহার করা যায় যা কিনা যেই ভাষায় কথা বলি তা দিয়া যায় না। যেমন, তরে ঝারু দিয়া পিডামু বলার চেয়ে নোয়াখালির ভাষায় তরে হিসা দি হিডামু বলাটা কত ফিলিংস লাগে। আবার আয়হায়, কি বলস এগুলা এর চেয়ে চিটাগাং এর ভাষায় অবুক, এইয়া কিয়া কস বললে মনে হয় ঠিক মত বুকের বাতাস বাইর করলাম।

আমার দাদাবাড়ি নানাবাড়ি কিশোরগঞ্জ। এই টা আগে বৃহত্তর ময়মনসিংহ এর অংশ ছিল। তারপর ভাইঙ্গা আলাদা জেলা হইসে। কিন্তু ভূ খন্ডের সীমা রেখা দিতে পারলেও সংস্কৃতি কে তো আর বেড়া দিয়া আটকায়া রাখা যায় না। সে বেড়া পার হয়া এই পারে আসবেই। তাকে রাখা না রাখা মানুষের নিজের ব্যাপার। তাই কিশোরগঞ্জের মানুষেরা ময়মনসিংহ এর ভাষা অনেক টা নিজেদের মধ্যে এডপ্টেড অবস্থায় পাইসে, আর অনেক কিছু নিজেরা নিজেদের মত বানায় নিসে। আমি ভাষাবিদ হইলে হয় এই সব এর ব্যুতপতি গত অর্থ এবং তার আলোকে একটি নিরীক্ষাধর্মি আলুচনা ও টক শো এর মাধ্যমে বেপার গুলা খোলসা করতে পারতাম। কিন্তু সে সুযোগ নাই। তাই আম্মা খালার কাছে শুনে শুনে শিখে ফেলা কিছু কিশোরগঞ্জের ভোকাবুলারি নিচে দেওয়া হইল। কুনদিন কিশুর গঞ্জে গেলে এইডা প্রিন্ট কইরা নিয়া যাওয়াই বুদ্ধিমান এর কাজ হবে।

শব্দ – অর্থ – বাক্যে ব্যবহার

কুইরা – অলস – তুই এত কুইরা ক্যারে, হারাদিন খালি হুইত্তা থাহস

হুইত্তা থাকা – শুয়ে থাকা – ওহন আর গিয়া কি কর্বি, হুইত্তা থাক এইহানো।

হাবাং – সারকাস্টিক ওয়েতে কোন কিছু কে পচানো – এহ, যবর হাবাং এর অনুষ্ঠান, আরেকটু থাকলে মারাই যাইতাম।

তব্দা – হ্যাং খাওয়া – কিরে এরম তব্দা মাইরা রইসস ক্যারে, মুহো রাও নাই?

মগা – স্টুপিড – হালায় আস্তা মগা একটা

মাইগগা — মেয়ে মেয়ে টাইপ – অই পোলাডা পুরাই মাইগগা, দ্যাখ ক্যাম্নে হাডে।

আইচ্চা – ওকে – আইচ্চা আইতাসি, খাড়া।

থুক্কু – সরি – আমার মন গলে পানি থুক্কু মঙ্গলে পানি পাওয়া গেসে।

ও মায়া মায়া গো — ওউ মাই গড – ও মায়া মায়া গো, কত বুইত্তা ব্যাডা ডা

হগ লে – মাত্র – তুই হগ লে এদ্দুর আইসস? আয় তাড়াতাড়ি।

বাদে — পরে — হের বাদে কি হইল?

ছালুন — তরকারি — মুরগির ছালুন দিয়া দুইলা বাত কায়া লাও।

সৌরা — তরকারির ঝোল – দুইলা সৌরা দেও সে, মাহায়া বাত কায়াম।

এহাবেহা — আকাঁবাকাঁ — এরম এহা বেহা কি লেকসস এডি। টিক কইরা ল্যাক।

দুক্কু — আঘাত – মেয়া বাই, দুক্কু পাইসুইন?

ব্যাদ না — ব্যাথা – ফেডে ব্যাদ না করতাসে

পাও — পা – পাও না দুইয়া ঘর ঢুক্লে তুমার খবর আসে আইজ

আত – হাত – আত পাও ব্যাদ না করতাসে

হাগ — শাক – হাগ রাঞ্চনি আইজকা?

মইচ — মরিচ – কি মইচ দিলা, এট্টুও জাল নাই

বগলো — কাছে – বুড়িগঙ্গা কই? ঢাকার বগলো।

ভুইত্তা — বড় – অ আম্মা দেহ আয়া, ইথার নামের ইয়া ভুইত্তা এক ব্যাডা আইসে

আবুডা — বাচ্চা কাচ্চা /শিশু – এরুম ভাব ধরসস ক্যারে, তুই জেন এক্কেরে আবু ডা।

খেতা – কাথা – খেতা মুরি দিয়া আর কত হুইত্তা থাকবি, উট এইবার।

মুইত্তা দিসে — প্রস্রাব করেছে – আবু ডা খেতায় মুইত্তা দিসে

আইগ্গা দিছে –পায়খানা করেছে – আবু ডা খেতাত আইগ্গা দিসে

ইচা মাছ — চিংড়ী – আইজকা ইচা মাস রাঞ্ছনি?

হাছুন — ঝাড়ু – হাছুন ডা আন সে, ঝারু দিয়াম।

আক করা — হা করা – এরম আক কইরা চায়া আসস ক্যারে, কতা ক।

ব্যাড়া ছ্যাড়া লাগসে – ঝামেলা হয়েছে – তরে পাডানি ই বুল অইসে, অহন ব্যারা ছ্যারা লাগসে একটা

হুইনগা দেহ — শুকে দেখ / ঘ্নান নাও – হাসা কইতাসি না মিসা কইতাসি তুমি নিজেই হুইনগা দেহ

কোম্বালা – কখন – আরে তুই, তুই কুম্বালা আইলি

হাইঞ্জা – সন্ধা – হাইঞ্জার আগে সুজা বাসাত আবি।

কুইচ্চা মুরগি — ডিম দেয়া শেষ মুরগী – কিরে এরুম কুইচ্চা মুরগীর লাহান ঝিমাস ক্যারে।

বেহেই — সবাই – বেহেই করলে তর ও হেইডা করন লাগবো?

হাতেকুতেও – কখনোই – এরম ইশটাইল তো আম্রার হাতেকুতেও দেখসিনা।

লুডা লইসে – ফেইল করেছে – হ্যাতে তো ইলেকশন এ এইবার লুডা লইসে

কাইজ্জা – ঝগড়া – তরা দুইডা এতু কাইজ্জা করস ক্যারে খালি

আলুগুডা – গোলআলু – পড়ালেহা না করলে পরীক্ষাত আলুগুডা ফাইবা।

হাপ – সাপ – জানস না? হেরে ত হাপে কামরাইসে।

পুসকুনি — পুকুর — পুসকুনিত্তে দুইডা ডুব দিয়া আয় তাত্তারি।

বেইল — দিন এর বেলার সময়টা – কত বেইল ওইসে, অখনো ঘুমাস? উট উট

আইনদার — অন্ধকার – এই আইন্দার এর বিত্রে কই যাস?

পাগার — ডোবা – পাগার অ ফারা দিলে ফাও এ প্যাক লাগবো

প্যাক — কাদা – কইসিলাম না ফাও এ প্যাক লাগব?

চুক্কা — টক – এই কমলাডি এট্টূও মুজানা, হুদা চুক্কা

হুগায়া যাওয়া — শুকিয়ে যাওয়া – না খাইতে খাইতে হুগায়া যাইতাসি, আফসুসস

কিরম – কিরকম – কিরম যে একটা লাগতাসে আমার মন এর বিত্রে, বুঝায়া কইতারুম না

কোনসুম — কোন সময় – আমি তাইলে কোনসুম আসুম?

আসুইন – আছেন – মেয়া বাই বাইত আসুইন?

খাইসুইন – খাইছেন – মেয়া বাই খাইসুইন?

তগর – তোদের – তগর কুরবানি শ্যাশ?

বিলাই – বিড়াল – বিলাই মেও, কাডা কাও, ফয়সা দিলে , দুক্কু পাও

চহি — চৌকি – চহির তলাত বিলাইডা বয়া আসিলো।

অইলদা – হলুদ – তর চখ মুক এরম অইলদা লাগতাসে ক্যারে? ঝন্ডিস অইসে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *