লেখার তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ | ১২.৪১ এ এম
ছোটদের পিয়ানো শিক্ষা ৪
আগের তিনটা লেখায় পিয়ানোর নোট গুলা কি কি থাকে তা তো আমরা শিখলাম। কিন্তু জিনিষ টা হইসে স্বরে অ , স্বরে আ, ক, খ, গ ইত্যাদি মুখে মুখে শিখার মত। আমরা কিভাবে পড়তে লিখতে শিখি কি মনে আছে?
প্রথমে আম্মার মুখে মুখে শুনে শুনে বলি, শুধুই বলি, কোন টা কি রকম দেখতে কিছুই জানিনা। তারপর আম্মা কাগজে লিখে দ্যায়, এই দিলাম একটা ছোট গোল্লা, তারপর দিলাম একটা বড় গোল্লা, তার পাশে দিলাম একটা টান, হয়ে গেল স্বরে অ। তার পর আমরা নিজে নিজে ট্রাই করি লিখতে, আর এক সময় পারি ও।
আমরা যখন কাউকে বুঝাতে চাই যে এইটা স্বরে অ তখন সেটা লিখে দেখাই। তাকে বুঝাই এই যে আমি ঠোট গল কইরা অ বলতাসি, এইটা লিখতে গেলে এমনে লিখতে হয়। স্বরে অ এর প্রতীক হইল – অ। মিউজিক এর ক্ষেত্রেও ব্যাপার টা সেম। C, D, E এই সব নোট গুলা আমরা পিয়ানো তে কই থাকে দেখসি। এখন আমরা শিখবো এই নোট গুলা যখন লিখবো তখন কিভাবে লিখবো। আই এম টকিং এবাউট রিটেন মিউজিক। যার অন্য আরেকটা নাম হইল Sheet Music.
আপনারা কখনো Sheet Music দেখসেন? আমি শিউর দেখসেন। বিশেষ কইরা অর্কেস্ট্রা গুলাতে যে লোকজন সামনে এই রকম লেখা কাগজ নিয়া বসে আর দেইখা দেইখা বাজায় আর সামনে এক ব্যাডা একটা কাডি লয়া দাঁড়ায়া দাঁড়ায়া লারা চারা করে। নিচের ছবি টা দেখেন। এইটা মেটালিকার বিখ্যাত গান Nothing Else Matters এর পিয়ানোর জন্য লেখা মিউজিক শিট
অবাস্তব মনে হইলেও সত্য যে আমরা এখন এই জিনিষ শিখবো। মানে এই রকম একটা মিউজিক শিট দেইখা দেইখা আপনে কেমনে কি বুঝবেন সেই জিনিষ গুলাই আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। তাড়াহুড়ার দরকার নাই। আমাদের পুরা জীবন পইরা রইসে সামনে। আর আমি তো আগেও বলসি কোন কিছুই কঠিন না যদি আমরা সেইটারে ভাইঙ্গা ভাইঙ্গা ছোট ছোট ভাগ গুলা কে জয় করি।
শিট মিউজিক কেমনে পড়তে হয় তা শিখার প্রথম ধাপঃ স্টাফ এবং নোটেশন
যে কোন শিট মিউজিক এ স্টাফ জিনিষ টা থাকে। স্টাফ কি? স্টাফ হইলো সমন্তরাল এ আঁকা কিছু লাইন এবং লাইন এর মধ্যের গ্যাপ। এই লাইন গুলা এবং লাইন এর গ্যাপ গুলার আলাদা আলাদা মানে আছে যা আমরা একটু পরেই শিখবো। এই স্টাফ এর উপর বিভিন্ন নোটেশন/সিম্বল বসায়া বিভিন্ন নোট, সময়, থামতে হবে কিনা, জোরে বাজাইতে হবে না আস্তে বাজাইতে হবে, একটা নোট কত সময় ধইরা বাজবে ইত্যাদি জিনিষ বুঝানো হয়। একটা ফাইভ লাইন স্টাফ দেখতে এমন হয়ঃ
এখন ঘটনা হইল, একই শিট মিউজিক দেইখা তো পিয়ানো ওয়ালারাও বাজায়, ভাইওলিন ওলারাও বাজায় আবার গিটার ওয়ালারাও বাজায়। তাইলে সব ইন্সট্রুমেন্ট এর জন্যই কি একি শিট মিউজিক হবে? না। আলাদা আলাদা ইন্সট্রুমেন্ট এর জন্য স্টাফ নোটেশন আলাদা আলাদা হবে। শুধু যিনি শিট মিউজিক টা লিখতেসেন তাকে স্টাফ এর শুরু তে কষ্ট করে বলে দিতে হবে এইটা কি ধরনের ইন্সট্রুমেন্ট এর জন্য। এই বইলা দেওয়া টা স্টাফ এর এর একদম শুরু তে থাকে আর এইটা প্রকাশ করা হয় Clef নামের একটা সিম্বল দিয়া। ক্লেফ দেখলেই মিউজিসিয়ান রা বুঝতে পারে এইটা কোণ ইন্সট্রুমেন্ট এর জন্য।
ক্লেফ (Clef ) অনেক রকম এর হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় দুইটা ক্লেফঃ “ট্রেবল ক্লেফ (Treble Clef) বা G Clef” আর “বেজ ক্লেফ (Bass Clef) বা F-Clef”. ক্যান এই গুলার নাম জি ক্লেফ বা এফ ক্লেফ তা আমরা পরে শিখবো।
ট্রেবল ক্লেফ দেখতে এরকম
যে সব ইন্সট্রুমেন্ট এর স্বর চিকন টাইপ এর মানে যাদের পিচ বেশি অর্থাৎ ইন্সট্রুমেন্ট এর সাউন্ড এ ট্রেবল এর প্রাধান্য বেশি, সেই ইন্সট্রুমেন্ট এর স্টাফ নোটেশন লেখার সময় ট্রেবল ক্লেফ সাইন টা দেওয়া হয়। যেমন বাশি, ভাইওলিন, স্যাক্সোফোন ইত্যাদি। পিয়ানোর হাই নোট গুলা মানে যেগুলা ডান হাতে বেশি বাজানো হয় সেগুলার জন্যও ট্রেবল ক্লেফ দিয়া শুরু কইরা তারপর স্টাফ নোটেশন লেখা হয়।
আর বেজ ক্লেফ দেখতে এরকম
যে সব ইন্সট্রুমেন্ট এর স্বর মোটা টাইপ এর মানে যাদের পিচ কম অর্থাৎ ইন্সট্রুমেন্ট এ বেজ এর প্রাধান্য বেশি , সেই ইন্সট্রুমেন্ট এর স্টাফ নোটেশন লেখার সময় বেজ ক্লেফ দেওয়া হয়। যেমন চেলো, টুবা, বেজ গিটার ইত্যাদি। পিয়ানো তে লো নোট গুলা মানে যেগুলা বাম হাতে বেশি বাজানো হয় সেগুলার জন্যও বেজ ক্লেফ দিয়া তারপর স্টাফ নোটেশন লেখা হয়।
হোম ওয়ার্কঃ উপরে মেটালিকার যেই শিট মিউজিক টা দেওয়া আছে তার মধ্যে ট্রেবল ক্লেফ দিয়া শুরু স্টাফ আর বেজ ক্লেফ দিয়া শুরু হওয়া স্টাফ খুইজা বাইর করেন।
আগামী লেখায় আমরা শিখবো স্টাফ এর কোন লাইন আর কোন লাইন এর মধ্যের ফাঁক কি মিন করে। হ্যাপি লার্নিং।