লেখার তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০১৫ | ১২.৩৭ এম
ছোটদের পিয়ানো শিক্ষা ২
আগের লেখায় আমি বলসিলাম পিয়ানোর এক একটা “কি” আসলে এক একটা “নোট”। একটা সাদা কি এর ঠিক ডান পাশে যদি একটা কাল “কি” থাকে তাইলে সেইটা সাদা নোট টার শার্প নোট। যেমন একটা সাদা কি তে নোট যদি হয় “সি”/C (কোন নোট টা সি সেইটা আমরা একটু পরেই দেখবো) তাইলে ঠিক তার ডান পাশের কালো কি টাই হইল সি শার্প/C# ( সি হ্যাশ না কিন্তু)। আবার উলটা দিক থেইকাও কালো কি গুলার নাম করা হয়। যেমন একটা সাদা কি তে নোট যদি হয় D, তাইলে ঠিক তার বাম পাশের কালো কি টাকেই বলা যাবে ডি ফ্ল্যাট/Db
আজকে আমরা শিখব কি বোর্ড এ সি থেইকা বি পর্যন্ত নোট গুলা কেমনে থাকে। আমরা আরো শিখবো এই নোট গুলাকে কিভাবে রিটেন মিউজিক বা স্টাফ নোটেশন দিয়া প্রকাশ করা হয়। তাইলে চলেন জীবনের প্রথম পিয়ানো নোট শিখি। যার নাম সি/C.
একটু এক্সারসাইজ করা যাক। আপনার সামনে যদি পিয়ানো থাকে, বা না থাকলে গুগল কইলা একটা পিয়ানোর কি গুলার ছবি বাইর কইরা দেখেন। এই বার এর মধ্যে থেইকা দুই টা কালো কি পাশা পাশী এরকম বের করেন। তিনটা পাশা পাশী কালো কি হইলে হবে না। কালো কি হইতে হবে। দুইটা পাশাপাশি কালো কি এর একবারে বামের কালো কি টার উপর হাত/চোখ রাখি। এই কালো কি টার ঠিক বামে যেই সাদা কি টা আছে তার নাম “সি” । সি হইল এইটা,
খেয়াল করলে দেখা যাবে, এইরকম দুইটা দুইটা কালো কি অনেক থাকতে পারে একটা কি বোর্ড এ। এই প্রত্যেকটা কালো কি এর বাম পাশের টাই সি। অনেক শময় নাম্বারিং করা হয় সি গুলাকে। একদম বাম পাশের প্রথম সি টার নাম C1, িউতার পাশের টা C2 . তার পরের অক্টেভ এর সি এর নাম C3 এইরকম.। সি এর ডান পাশের কালো নোট টার নাম C#.
আজকে এই টুক ই থাক। আর লিখতে ইচ্ছা করতাসে না। আগামী দিন এর লেখায় লিখিত মিউজিক/Stuff Notation কিভাবে পড়তে হয় ওইটা নিয়া লিখার ইচ্ছা রাখি।