১৯৯/৩৬৫

লেখার তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫ | ১২.৪৫ এ এম

 

বাসায় আসলাম মাত্র, একটি হাফ টেনশন্ময় দিন হঠাত কইরা অ্যাডাময় সন্ধ্যা এবং খাওয়াদাওয়া ময় রাত দিয়া শেষ হইল। সকালে যখন অফিসে গেলাম ক্যাসপার কে এত দুর্বল লাগতেসিল। ওকে পটি ট্রেইন করতে বার বার যেখানে বসায় দিসিলাম ওই খানেই ঘুমায় যাইতেসিল। আর কিছু খাইতেসিল না। আমি ভাবসি সারাদিন টিকবে তো আজকে? আল্লাহ তো আমার আসে পাশে ভালবাসার মানুষ বেশি রাখতে চায় না ক্যান জানি, একেও কি নিয়া যাবে?

ওর চারপাশে খাবার রাইখা ওর চারপাশে নরম কাপর দিয়া দিলাম যাতে আরামে শুইতে পারে। তারপর ফিস ফিস কইরা বাই ক্যাসপার, প্লিজ টিকে থাকিস বইলা অফিসের জন্য বাইর হইলাম। অফিসে যতক্ষণ ছিলাম সারাক্ষণ টেনশন লাগতাসিল এত। মিটিং ছিল একটা। মিটিং এ বইসা লোকজন আল্লায় জানে কি কি সব ভ্যাটর ভ্যাটর করতেসিল। কিছুই মাথা দিয়া ঢুকে নাই। খালি মনে হইতাসিল কখন এইগুলা শেষ হবে, কহন ৫টা বাজবে আর বাসায় যাবো আর ক্যাসপার কে দেখবো।

মিটিং এ বইসাই ডিসিশন নিলাম, হুর, স্ক্রু ৫ টা, আমি এখনি যাব। কপাল ই এমন, মিটিং এ বলা হইল, লেটস হ্যাভ লাঞ্চ টু গেদার। আমি ঠিক করলাম, হুততর লাঞ্চ ফাঞ্ছ , আমার বাসায় যাইতে হবে, আমার ক্যাসপার এর কাছে যাইতে হবে। আমি অদের বললাম আমার বাসায় সমস্যা হইসে, গটা গো। বইলা দৌড়াইতে দৌড়াইতে বাসায় আইসা পরসি। টেনশন এ এমন লাগতাসিল মনে হইতাসিল দম আটকায় যাবে। আস্তে আস্তে দরজা খুইলা ভিতরে ঢুইকা দেখি যেখানে ঘুম পারাইয়া রাইখা গেসিলাম ওই খানে নাই। ধরাস কইরা উঠলো ভিতর টা। রুমে ঢুকতেই দেখি উনি হাত পা ছড়াইয়া আয়েশ কইরা বিছানার কোনায় শুইয়া আমার দিকে ড্যাব ড্যাব কইরা তাকায় আসে। কি যে রিলিভড লাগসে তখন। মনে হইল ঘাম দিয়া জর ছারসে।

ক্যাসপার কে খাওয়ায় দাওয়ায় আবার অফিসে চইলা আসছি। সন্ধ্যার পর সুষম ভাই ফোন দিয়া বলল নর্থ এন্ড এ আসেন, কফি খাই। ততক্ষণে অফিস শেষ। বাইর হউনের তাল করতাসিলাম। পত্রপাঠ হাজির হয়ে গেলুম উত্তরশেষ কফি ভাজি করন দোকানে।

নর্থ এন্ড এ আড্ডা উড্ডা মাইরা সুষম ভাই এর বাইক এর পিছনে চইরা গেলাম চিটাগাং এক্সপ্রেস। খাইয়া দায়া উলটাইয়া লাইলাম সব। জিয়া ভাই আসছিল। বাংলাদেশ এর এক নাম্বার ফ্যাশন ফটোগ্রাফার উনি। অথচ এক ফোটা গর্ব বা ভাব নাই তার। আমি একটা জিনিশ খুব বিশ্বাস করি। বিনয় ছাড়া ট্যালেন্ট কোন ট্যেলেন্ট ই না। জঙ্গলে যেই গাছের যত বেশি ফল, সেই গাছ তত বেশি নিচু। মাথা উঁচা কইরা থাকে শুধু বাঁশঝাড়।

আজকে নোট এর রুটিন এর উলটা পালটা করসি কিছু। ১২ টার মধ্যে না পোস্ট কইরা , এখন ১২,৪৫ এ করতে যাইতাসি। মাঝে মাঝে চেঞ্জ ইজ গুড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *