১৯৫/৩৬৫

লেখার তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০১৫ । ১১.৪৪ পি এম

 

বাসাবো আসছি এক্টু আগে। আম্মা ধইরা দুই গামলা ভাত খাওয়ায় দিসে মুরগির মাংশ দিয়া। স্বেচ্ছায় মাইর খাওয়ার ইচ্ছা হয় নাই তাই আম্মার সামনে ডায়েটের কথা বলি নাই। আজকে লিখতে বিশেষ ইচ্ছা করতাসে না। তাই নিজের লেখা লিরিক্স দিয়া ফাকিবাজি করা যাক।

এই গান টা ছিল আমাদের এলবাম এর একেবারে শেষ গান। আর আমার সবচেয়ে প্রিয় গান। গান টার নাম “স্নাত। গান এর নাম দেওয়া আমার জন্য অনেক কঠিন কাজ ছিল। আর আমরা এলবাম ডিজাইন ই করসিলাম ওম্নে যে প্রত্যেক্টা গান এর শুরুতে একটা ছোট লেখা থাকবে, তারপর গানের লিরিক্স লেখা থাকবে।

এদিকে ডেডলাইন চলে আসছে,রেকর্ডিং কাল্কেই। তখন আমি পড়ি ইউনিভার্সিটি তে। পরীক্ষা চলে অর এসাইন্মেন্ট কি নিয়া জানি ব্যাস্ত ছিলাম মনে নাই, কিন্তু মনে আসে অনেক টেনশন এ ছিল ব্যান্ডের সবাই।। টাইম নাই দেইখা পর পর দুুইটা ক্লাস মিস দিয়া এই লিরিক শেষ করসিলাম।

আইকন্স – স্নাত

তার দিকে তাকিয়ে
আমার চলে যাওয়া
হয় না সে ধরে
আছে আমায় তার মাঝে

চলে যাই তবু থেমে যাই
আমি এ-খানে
পেছনে তোমার ডাক
এসে থামে

আমি দাড়িয়ে থাকি
ঝড়ের মাঝে
সরে দাঁড়াবার ডাক
তুচ্ছ করে

চোখ মেলে দেখ চারিদিকে
তুমি একা নও
তোমার পাশে

আমারতো তাও তুমি আছ
তোমার মাঝে আমি লুকাই
আমার তুমি আছ বলেই
অন্ধকারে হাতটা বাড়াই
চোখের নিচ
কান্না চেপে
বুকের মাঝে শুনি
আমার আছ তুমি
আমার আছ তুমি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *