১৮৫/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ৩১, ২০১৫ । ১১.১১ পি এম

 

গত দুই দিন যা বাল সাল লিখসি তা আসলে আগের লেখা। গত বছরের লেখা। কপি পেস্ট করে ছেড়ে দিসি। দিন এর কোটা পুরা করসি।

লিখি নাই কারন লিখতে পারতেসি না। সবার একটা ইনার ভয়েস থাকে। যেইটা মানুষের একমাত্র ফ্রেন্ড। সারাদিন তার সাথেই আমাদের অনেক কথা বার্তা হয়। লিখতে বসলে এই ইনার ভয়েস ই বলে বলে দ্যায় কি লিখতে হবে। গত দুই দিন আমার এই ইনার ভয়েস চুপ মাইরা আসে। কথা বার্তা বিশেষ বলতাসে না। বল্লেও যা বলতাসে দ্যাট ইজ মেকিং মি মোর স্যাড।

তাই আপাতত লেখা লেখি হইতেসে না। ইনফ্যাক্ট কিছুই হইতেসে না। এই দীর্ঘ অর্থহীন জীবনের গন্তব্যে পৌছানোটা দেখতে আর ভাল্লাগতাসে না। যদি এই সিনেমা ভাল লাগতেসে না, পয়সা ফেরত দাও ব্যাপারটা কিভাবে করা যায় ফিগার আউট করতে পারি, যা আল্লাহর কসম আমি সত্যই চেষ্টা করতেসি, তাইলে আবার ঠিক ঠাক মত লিখতে পারবো আশা করা যায়।

আর না লিখলেই কি। আমার শব্দ দের শব্দ যেখানে শুধুই শব্দ দূষন করে সেখানে না লেখা টা মানে পরিবেশ এর বিরাট একটা উপকার কিন্তু। পৃথিবীটা বোকাদের জন্য না। এখানে অভিমান এর জায়গা শুধু মনের ভিতর ই।

তাই আকাশের দিকে মুঠো পাকিয়ে “আমিই কেন” জিজ্ঞেস করা নিষেধ। আল্লাহ ঠাডা মারবে কিন্তু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *