লেখার তারিখঃ আগস্ট ৩০, ২০১৫ । ১০.৩২ পি এম
ছোটদের ওয়ার্ল্ড ওয়ার ওয়ান (পর্ব ২)
আগের পর্বে আমি শেষ করসিলাম কেম্নে একটা ফাউল ঘটনা নিয়া বাল্কান পেনিন্সুলার একটা ছোট দেশ Bosnia and Herzegovina তে প্রথম বিশ্বযুদ্ধের পানি বল্কাইতাসিল ।
অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য থ্রেট দিসিল সার্বিয়া রে। ৪৮ ঘন্টা সময় বাইধা দিসিল। এদিকে সার্বিয়ার বন্দু রাশিয়াও লুঙ্গি কাসা মাইরা রেডি হইতাসিল বন্দু রে হেল্প করতে। রাশিয়ার বন্দু ফ্রান্স ও হাত পা চেগায়া বইসা নাই, হেরাও উইট্টা খারানির তাল করতাসিল। অস্ট্রিয়া-হাঙ্গেরি এরও বন্দু কম আসিল না। রাশিয়ার লুঙ্গি কাসা মারা দেইখা জার্মানিও উইট্টা গলাবাজি করতাসিল আমার বন্দুর কিসু হলে ঝল্বে আগুন ঘরে ঘরে।
এদ্দুর পইড়া আমার মনে হইসে কিরুম জানি পেস পুস লাগতাসে। কার লগে কার দোস্তি আর কে কার এলাই এইডা না বুইজ্জা আগানি ঠিক হইতাসে না। আমার চোখে কম দেখা নানি যেমন সিনেমা দেখতে বসলে নায়ক রে মাইর খাইতে দেখলে উত্তেজিত হয়া “বেশ করসে, বেশ করসে, আরো মার, আরো মার” করতো, ব্যাপার টা পরে দিয়া সেরম হয়া যাইতে পারে। তাই অত্র এলাকার কৃতি সন্তান দের রাজনৈতিক ইতিহাস টা এট্টু জাইনা আগানি প্রয়োজন মনে করলাম।
(ভাব লয়া চশ্মা নাকের উপ্রে উডানির ইমো হবে) ঊনবিংশ শতাব্দি তে বড় বড় ইউরোপিয়ান হেডম রা তাদের হেডম গিরি বজায় রাখতে বদ্ধ পরিকর আসিল। তাই এর লগে হে, হের লগে এ এরুম বহুত রাজনৈতিক আর সামরিক বন্ধুত্ব হইসিল এই দেশ এর লগে হেই দেশ এর।
এইডা শুরু হয় ১৮১৫ সালের ২৬শে সেপ্টেম্বর নেপোলিয়ান এর পতন এর পর প্রুশিয়া, রাশিয়া আর অস্ট্রিয়া মিল্লা “দি হলি এলায়েন্স” বানানির পর। প্রুশিয়া নাম ডা হুনলে নটরডেম এর কেমিস্ট্রি ল্যাব এ করা “প্রুশিয়ান ব্লু” লবন এর কথা মনে হইলেও উইকিপেডিয়া পইড়া জানতে পারলাম প্রুশিয়া আসলে জার্মানির ই একটা কিংডম আসিল, পরে হেরা জার্মানির লগে মিল্লা ঝিল্লা গেসে।
জার্মানির ছোট বড় স্টেট গুলা এই প্রুশিয়ান লিডারশিপ এ ১৮৭১ সালে প্রুশিয়া-ফ্রান্স যুদ্ধের পর সম্পূর্ণ রঙ্গিন “জার্মান সাম্রাজ্য” প্রতিষ্ঠা করে। হের দুই বছর পর জার্মান চেন্সেলর অটো ভন বিসমার্ক (Otto von Bismarck) ১৮৭৩ সালে “লিগ অফ থ্রি এম্পেররস” নামে একখান হেডম ক্লাব টাইপ এলায়েন্স করেন যার মাথা আসিল জার্মানির কাইজার, রাশিয়ার জার আর অস্ট্রিয়া-হাঙ্গেরির সম্রাট। কিন্তু এই দোস্তি বেশিদিন টিকে নাই । বাল্কান পেনিন্সুলা নিয়া কাইজ্জা কাইজ্জি কইরা রাশিয়া এই তিন দল থিকা বাইর হওয়া যায়। তইলে ঘটনা দাড়াইল এরুম
এক পক্ষঃ অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি
আরেক পক্ষঃ রাশিয়া
কয়দিন পর ১৮৮২ সালে এক পক্ষ পটায় পুটায় ইটালি রেও তাগো দলে লয়া আসে। আর তাগো দল এর নাম দ্যায় “ট্রিপল এলায়েন্স”। তইলে ঘটনা দাঁড়াইল এরম
এক পক্ষ ( দি ট্রিপল এলায়েন্স ) : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি
আরেক পক্ষঃ রাশিয়া
এদিকে রাশিয়াও বয়া নাই। হেরা জানত যে প্রুশিয়া অরফে জার্মানি আর ফ্রান্স এর যুদ্ধের পর হেরা একটা আরেক্টারে দেখতারে না। তাই “আমার শত্রুর শত্রু আমার বন্ধু” এই নীতি ফলো কইরা রাশিয়া গিয়া ফ্রান্স এর লগে হাত মিলায়। জানুয়ারির চাইর তারিখ, ১৮৯৪ সাল এ গঠন হয় ফ্রাঙ্কো-রাশিয়ান এলায়েন্স। তইলে ঘটনা দাঁড়াইল এরম
এক পক্ষ ( দি ট্রিপল এলায়েন্স ) : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি
আরেক পক্ষ ( ফ্রাঙ্কো-রাশিয়ান এলায়েন্স): রাশিয়া, ফ্রান্স
এদিকে ব্রিটিশ রা ভাব্লো বেক্তে মিল্লা নিজেরা নিজেরা ভাবসাব কইরালতাসে, আমরা কি বয়া বয়া ফিশ এন্ড চিপ্স খামু? আম্মো এলায়েন্স করাম। তাই হেরা হেগো অনেক দিন এর কনফ্লিক্টিং প্রতিবেশি ফ্রান্স এর লগে ১৯০৪ সালে গিয়া করলো “এন্তেতে করডিয়াল” (Entente cordiale) ।
তইলে ঘটনা দাঁড়াইল এরম
এক পক্ষ ( দি ট্রিপল এলায়েন্স ) : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি
আরেক পক্ষ ( ফ্রাঙ্কো-রাশিয়ান এলায়েন্স, এন্তেতে করডিয়াল): রাশিয়া, ফ্রান্স,ব্রিটেন
তার আর মাত্র তিন বছর এর মদ্যে ১৯০৭ সালের আগস্ট এর একত্রিশ তারিখে ব্রিটেন আর রাশিয়ার মধ্যেও একটা একটা ভাবসাব হয়া গেল যার ফরমাল নাম “এংলো-রাশিয়ান কনভেনশন Anglo-Russian Convention”
তইলে ঘটনা দাঁড়াইল এরম
এক পক্ষ ( দি ট্রিপল এলায়েন্স ) : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি
আরেক পক্ষ ( ফ্রাঙ্কো-রাশিয়ান এলায়েন্স, এন্তেতে করডিয়াল, এংলো-রাশিয়ান কনভেনশন): রাশিয়া, ফ্রান্স,ব্রিটেন
যুদ্ধ শুরু হউনের পর এই এক পক্ষের নাম হওয়া গেসিল “সেন্ট্রাল পাওয়ারস” আর আরেক পক্ষের নাম হইসিল “দি এলাইস”। কারন টা পুরাই ভোউগোলিক। তাই পরের লেখা গুলাতেও এই পক্ষ গুলারে এই নামেই ডাকা হইব। “দি এলাইস” এ যুদ্ধের শেষের দিকে যোগ দিসিল জাপান আর আমেরিকা। আর বাল্কান পেনিন্সুলার অটোম্যান সাম্রাজ্য আর বুলগেরিয়া যোগ দিসিল “সেন্ট্রাল পাওয়ারস” এ।
তইলে ঘটনা দাঁড়াইসিল এরম
সেন্ট্রাল পাওয়ারস : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি, অটোম্যান সাম্রাজ্য আর বুলগেরিয়া ।
দি এলাইস: রাশিয়া, ফ্রান্স,ব্রিটেন, আমেরিকা আর জাপান ।
আরো কিছু গুরা গারা দেশ যুগ দিসিল দুই পক্ষেই তয় অইডা লেখা আগানির লগে লগে এড কইরা লমু নে। মাথার খেমতা কম তো, তাই এক বারে বেশি পড়ালেহা করতারি না।
তথ্য সুত্রঃ
World War I (http://en.wikipedia.org/wiki/World_War_I)
Otto von Bismarck (http://en.wikipedia.org/wiki/Otto_von_Bismarck)
League of the Three Emperors (http://en.wikipedia.org/wiki/League_of_the_Three_Emperors)
Triple Alliance 1882 (http://en.wikipedia.org/wiki/Triple_Alliance_(1882) )
Franco-Russian Alliance (http://en.wikipedia.org/wiki/Franco-Russian_Alliance )
Entente cordiale (http://en.wikipedia.org/wiki/Entente_cordiale )
Anglo-Russian Entente (http://en.wikipedia.org/wiki/Anglo-Russian_Entente )
Balkans (http://en.wikipedia.org/wiki/Balkans )
Prussia (http://en.wikipedia.org/wiki/Prussia )
Holy Alliance (http://en.wikipedia.org/wiki/Holy_Alliance )
BBC Documentory on WW 1 part 2 (https://www.youtube.com/watch?v=cqW1cH_q0EQ )