১৮৩/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ২৯, ২০১৫ । ১১.১৫ পি এম

 

ছোটদের ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শিক্ষা ( পর্ব ১)

 

১৪১.৫ স্কয়ার কিলোমিটার এর শহর সারায়েভো (Sarajevo ).  Bosnia and Herzegovina এর রাজধানি। দেখতে খুবি সুন্দর শহর। ২০১১ সালে নমিনেশন পাইসিলো European Capital of Culture 2014 হউনের । কিন্তু পরে রিগা আর উমেয়া এর কাসে হাইরা যায়। এ হানে ২০১৭ সালে ইউরোপিয়ান ইউথ অলিম্পিক ও হইব। কিন্তু এই শহর এই যে প্রথম বিশ্বযুদ্ধের সুইচ টিপা হইসিল, সেইটা আজকের আগে আমি জানতাম ই না।

ঘটনা হইল গুগুল ম্যাপ খুইলা জার্মানি এর উপ্রে গেলে হের দক্ষিণ পাশে ( ম্যাপের নিচের দিক মানে দক্ষিণ দিক ) তাকাইলে অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেক রিপাব্লিক এরম আরো কিছু দেশ আর পূর্ব দিকে তাকাইলে পোলেন্ড, ইউক্রেন, রোমানিয়া এরম কিছু দেশ এর নাম দেহা যায়। কিন্তু ১৯১৪ সালে ম্যাপ এরুম আসিল না। জার্মানির দক্ষিনে আসিল অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য আর পূর্ব দিকে ( ম্যাপ এ পূর্ব পাশ মানে ডাইন পাশ) আসিল রাশিয়া।

এই অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যে একটা অংশ চাইতো নিজেদের একটা স্বাধীন রাজ্য হউক। পাশের দেশ সার্বিয়া এই সব বিদ্রোহী দের সাপোর্ট দিত। কইত তরা চিল্লাফাল্লা করতে থাক, আমরা আসি পিসে দিয়া। এর লাইগা অস্ট্রিয়া-হাঙ্গেরির রাজারা সার্বিয়া রে দেখতে পারতো না। প্রায় এই নিয়া দুই প্রতিবেশি দেশ এর মধ্যে কামরা কামরি লাগতো। তহন সার্বিয়া রে সাপোর্ট দিত অখন্ড রাশিয়া আর অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য রে সাপোর্ট দিত জার্মানি। অস্ট্রিয়া-হাঙ্গেরির রাজা তো প্রকাশ্যেই ঘোশনা দিসিল, “সার্বিয়া একটা সাপ, হেরে ফারা মাইরা পেড টা গাইল্লালবাম”

যাউক গা, মেইন পেসপুস লাগোন টা শুরু হইল ২৮শে জুন, ১৯১৪। ওই দিন অস্ট্রিয়া-হাঙ্গেরির সিংহাসন এর উত্তরাধিকার জনাব ফারডিন্যান্ড (Archduke Franz Ferdinand) সারায়েভো তে আইসিলেন তার বউ সোফি (Sophie, Duchess of Hohenberg) সহ সরকারি সফর এ। এদিকে সারবিয়া থেইকা ছয় জন এর একটা জংগি দল ও গোপনে আইসা পৌছায় এইহানে।

সফর শেষে খোলা গাড়ি বহর নিয়া ফিরার সময় সেই ছয় জন এর দলের একজন, ২০ বছর বয়সি গ্যাভ্রিলো (Gavrilo Princip) খুব কাছে থেইকা দুইটা গুলি করেন। ফারডিন্যান্ড এবং তার স্ত্রী সোফি লগে লগেই নিহত হন।

এই ঘটনা অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য খুবই পারসোনালি নেয়। তারা সার্বিয়া রে আল্টিমেটাম দ্যায় লাইনে আসার লাইগা, কিন্তু সার্বিয়া এই সব আল্টিবাল্টি মেটাম রে পাত্তা পুত্তা না দেওন এর টাল্টিবাল্টি করনের ডিসিশন লয়। তার পর পর ই অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য সার্বিয়া এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে।

এই খান থেইকাই শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার ১ এর । যাতে আস্তে আস্তে জড়ায় পরে আরো দেশ। মারা যায় ৯ মিলিয়ন সৈন্য আর ৭ মিলিয়ন সিভিলিয়ান। এই সব নিয়া পরের পর্বে লিখুম নে।

তথ্য সুত্রঃ

World War I (http://en.wikipedia.org/wiki/World_War_I)Assassination of Archduke Franz Ferdinand of Austria (http://en.wikipedia.org/wiki/Assassination_of_Archduke_Franz_Ferdinand_of_Austria)Sophie, Duchess of Hohenberg (http://en.wikipedia.org/wiki/Sophie,_Duchess_of_Hohenberg)Gavrilo Princip (http://en.wikipedia.org/wiki/Gavrilo_Princip)Sarajevo (http://en.wikipedia.org/wiki/Sarajevo)European Capital of Culture (http://en.wikipedia.org/wiki/European_Capital_of_Culture)Google Map (https://www.google.com/maps/@47.6828144,17.9797679,5z)Map during the 1914 (http://www.classzone.com/cz/books/north_carolina_08/resources/images/chapter_maps/nc19_powersineuropem.jpg)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *