১৭১/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ১৭, ২০১৫ । ১০.৪৬ পি এম

 

তিন দিন না হাটার পর আজকে হাটতে পারসি ফাইনালি। তিন দিন হাটি নাই কারন অফিস থেইকা বাইর হয়া লারাচারা করনেরি এনার্জি থাক্তোনা, হাটা হাটি তো দূর এর কথা। আর সাথে আমার এতদিনের জমানো আইলসামী তো আছেই। একটু কেমন জানি অপরাধী লাগতাসিল। তিনদিন ধইরা না হাইটা খালি আরাম করতাসি। ছিঃ অন মিঃ।

কিন্তু আজকে সকল অলসতা কে পেছনে ফেলে, এনার্জি পাবে পেয়ারা খেলে, কিই আছে দুনিয়ায় ভাইবা হাটা শুরু করসি। অলসতা তো থাকবোই। আইলসামির সময় আইলসামি আর হাটার সময় হাটা। আসা করতাসি আগামী দিন গুলোতেও আমি এই গা হাত পা টিপা আইলসামি ভুত এর প্রভাব থেইকা নিজেকে মুক্ত করতে পারবো।

হাটা শেষ হওয়ার পর এন্ডোমন্ডো তে ডাটা দেখতে গিয়া দেখলাম, আজকে হাটা হাটির ২ লম্বর আর ৪ লম্বর কিলোমিটার এ আমার হাটার পেস বেস ভালও। ঘটনা কি? ভাবতে গিয়া বাইর করলাম, ২ কিলোমিটার এর সময় কানে লাগানো হেডফোনে বাজতাসিল, আর্টসেল এর “এই বিদায়”। আর ৪ নাম্বার কিলোমিটার এ বাজতাসিল, কুইন্স এর “এনাদার ওয়ান বাইটস দা ডাস্ট”। এই দুই গান এর সময় পেস বাইরা গেসিল। বিশেষ কইরা কুইন্স এর গান্টার কথা আমার ইস্পেশালি মনে আসে। টুড টুড টুড কইরা যখন বেজ টা বাজা শুরু হইসিল, আমি ট্রাই করতাসিলাম তার লগে পা ফেলার সিঙ্ক করতে। আর ফলাফল, পেস বাইরা গেসিল হাটার।

হাটতে হাটতে অনেক আইডিয়া আসে মাথায়। আজকে যেমন ভাবতাসিলাম, আমরা কত হাজার বছর ধইরা প্রেজেন্টেশন বানানোর কাজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এ আটকা পইরা আসি। এইটার বিকল্প কিসু বাইর হয়া না ক্যান। পাওয়ার পয়েন্ট এর গ্রাফিক্স এত বাজে লাগে আমার কাছে। এইটা আমাদের ইউনিভার্সিটির পোলাপান দের ক্রিয়েটিভিটি নষ্ট কইরা দিতাসে। এত লিমিটেশন আর আর এত ফালতু গ্রাফিকস এর সফটওয়ার টা আমাদের নতুন প্রজন্ম এর স্বাধীন ভাবে ভিজ্যুয়ালস চিন্তা করার ক্ষমতা পুরাপুরি নষ্ট কইরা দিতাসে এইটা বুঝার মত , প্রতিবাদ করার মত পর্যন্ত আমাদের কেউ নাই। আমরা এই ধারনা নিয়া বড় হই, Algerian একটা সুন্দর ফন্ট। এইটারে বড় কইরা বোল্ড কইরা টাইটেল দিলে সেইটা ভাল লাগে দেখতে। পারসোনালি কেউ প্রফেশনাল কোন কাজে Algerian ফন্ট টা ইউজ করসে দেখলে আমার তারে গুলি করতে ইচ্ছা করে। আমাদের কেউ একবার এর জন্য ও বলে না, Algerian, Times New Roman, Calibri এগুলা ভাল ফন্ট না। এগুলা আমাদের মাইক্রোসফট বলতাসে ভাল ফন্ট, কিন্তু আসলে এগুলা দুনিয়ার আগলি ফন্ট।

তারপর ভাবলাম, আমাদের দেশে এত এত আইটি এর লোকজন, এত প্রোগামার, এত গ্রাফিক্স ডিজাইনার, এত ওয়ার্ড প্রেস এর থিম ডেভলপার, আমাদের কি উচিত ছিল না একটা পাওয়ার পয়েন্ট এর বিকল্প সফটওয়ার বাইর করা। যেইটা তে সুন্দর দেখতে ফন্ট ব্যবহার করা যাবে, Auto Shapes এর মত বিদঘুটে শেপ এর বদলে সুন্দর সুন্দর ইনফোমার্শিয়াল টাইপ শেপ ব্যবহার করা যাবে। আমাদের প্রেজেন্টেশন গুলা হবে সিম্পল, স্লিক আর সুন্দর। মাঝে মাঝে অফিসের প্রেজেন্টেশন গুলা দেখতে আমার কান্দা আসে। কিছু কিছু প্রেজেন্টেশন এর কালার কম্বিনেশন দেখলে মনে হবে, একটা জলহস্তী আর একটা গণ্ডার উইড খাইয়া হাই হয়া মেক আউট করসে আর তখন এই জিনিষ পয়দা করসে।

কোথাউ এমন কোন আইন আসে যে অফিসের প্রেজেন্টশন কাঠ খোট্টা টাইপ হইতে হবে? আমরা সিম্পল করতে গিয়া ভয় এর চোটে ব্যাকগ্রাউন্ড একেবারে সাদা রাইখা দেই নাইলে খুব আর্ট এর ছোঁয়া দিসি প্রেজেন্টশন এ চিন্তা কইরা বিসরি বিসরি ক্লিপ আর্ট এড করি। দোষ টা পুরাপুরি যে প্রেজেন্টেশন বানাইতাসে তারেও দেওয়া যায় না। সে ছোটবেলা থেইকা দেইখা আসছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। হোয়াট বেটার সেন্স ইউ এক্সপেক্ট?

দেশ এবং জাতিকে আগলি সেন্স অফ ভিজুইয়ালস থেইকা বাচাইতে হইলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর একটা বিকল্প অতি সত্তর প্রয়োজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *