লেখার তারিখঃ আগস্ট ১৬, ২০১৫ । ১০.৫০ পি এম
জীবনে চাওয়ার শেষ নাই। কিন্তু কত টুকু আমি চাই আর কত টুকু পাইলে ভাল না পাইলেও ক্ষতি নাই সেই টা বুঝা তা জরুরি। একটা কমন চাওয়া হইতেসে টাকা পয়সা। এইটা এমন একটা জিনিশ যে কারো কারো স্বভাব কেমন হবে তাও ঠিক কইরা দ্যায় এই চাওয়াটা। টাকা পয়সার জন্য একটা মানুষ খারাপ হইতেও চিন্তা করে না কিছু। নিজেরে সান্তনা দ্যায়, ভাল থাকার জন্য করতেছি। ছেলে মেয়ে বউ রে ভাল রাখার জন্য করতেসি।
এই ভাবনা টা আমার কাছে খুবি অবাক লাগে। একটা সময় দুনিয়াতে টাকা পয়সা ছিল না। তারপর মানুষ তার প্রয়োজনে টাকা পয়সার সিস্টেম চালু করলো। তার পর টাকা পয়সা এমন একটা ব্যপার হয়া গেল যা কিনা মানুষ কে নিয়ন্ত্রণ করে। সব কিছু ঘুরাইয়া পেঁচাইয়া শেষ হয় ওই টাকা পয়সার প্রয়োজন এই। মানুষের তৈরি একটা জিনিশ আজকে মানুষ কে নিয়ন্ত্রণ করে। কি অদ্ভুত।
আমি অফিস যাওয়ার সময় দেখি লোকজন ৬ নাম্বার নাইলে তুরাগ বাস এ উঠার জন্য কত্ত হুড়াহুড়ি পাড়াপাড়ি করে। ক্যান করে? সে কেন একটা রিকশা বা সি এন জি নিয়া যায় না? কারন টাকা পয়সা। অগুলাতে গেলে খরচ বেশি। নিজেকে খরচ করতে অসুবিধা নাই, টাকা পয়সা খরচ করলেই জীবনে প্যাচ লাইগা যাবে। এই যে অফিসে এত কাজ কাম, এত বক বকানি, ত্যানা প্যাচানি সব কিছু চিন্তা করলে দক্ষা যায় এই সব করলে উপরে উঠা যাইব, উপরে উঠলে টাকা ডা একটু বেশি পাওয়া যাইব এই। এ সব লোক আর বসুন্ধরার গেট থেইকা অফিস পর্যন্ত ২০ টাকা ভাড়া চাওয়া রিকশাওয়ালার মধ্যে আমি খুব বেশি পার্থক্য দেখি না। রিকশাওয়ালা বরং বেটার, যা চায় সরাসরি বইলা দ্যায়।
আমাকে নির্লোভ সাধু সমন্ত ভাবার কোনই কারন নাই। টেকা টুকা আমারো দরকার হয়। কিন্তু আমার সমস্যা হইল আমি টেকা টুকা কে অনেক ইম্পরট্যান্ট কিছু ভাবতে পারি না। থাকলে ভাল। না থাকলেও কি আর করা। এই রকম ভাবি। টাকার জন্য আমার এখন রুড হইতে হবে, সবাই এসহোল ভাবলে ভাবুক আমাকে নিচু মন মানুষীকতার হইতে হবে নাইলে আমাকে সবাই ঠকাইয়া নিয়া যাবে এই রকম আমি জীবনে ভাবতে পারিও নাই। পারবো ও না।
টাকা পয়সাই জীবনে সবকিছু না এই ধরনের কথা সাধারণত দুই ধরনের লোক বলে। এক, যার ভালই টাকা পয়সা আছে। আর দুই, যার টাকা পয়সা নাই বললেই চলে। প্রথমটা বিলাসিতা থেইকা বলা আর দ্বিতীয় টা আক্ষেপ থেইকা। টাকা পয়সা এখন আমরা না চাইলেও জীবনের অনেক কিছু। তাই এইটাকে ইগ্ণোর করা যাবে না। কিন্তু আমরা যা করতে পারি তা হইল টাকা পয়সা আমাদের কত টা নিয়ন্ত্রণ করবে এইটা ঠিক করার ক্ষমতা আমার হাতেই।
যাদের বাবার ওঢেল টাকা পয়সা আছে তাদের আমি এই আলোচনায় আনতে চাই না। কারন ব্যাপারটা আমি বললেও জীবনে চেঞ্জ হবে না। আমি অনেক বার অনেক কে বোঝানোর চেষ্টা করসি যে তোমার পরিবার এর আয় করা টাকা তোমার টাকা না। তোমার আয় করা টাকা তোমার । লাভ হয় নাই কোন, বরং শুনসি, “আমার বাবার টাকা আসে তো কি হইসে, এইটা কি আমার দোষ নাকি।“ “আরে বাবার কাছ থেইকা নিবো না তো কার কাছ থেইকা নিবো” । আমার মনে হয় এইটা ঠিক না। আসলে হয় তো ঠিক। কিন্তু আমার কাছে ঠিক না।
আমার মনে হয়, যতটুকু টাকা পয়সা আমি ইনকাম করতেসি তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত, ভবিষ্যতে টাকা ইনকাম করা বাড়বে এইটা আশা করা উচিত। কিন্তু কখনোই বর্তমানে টাকা পয়সা নাই ভাইবা পাগলা হয়া নিজের উপর এবং সবার উপর অবিচার শুরু করা টা কাম্য না।