লেখার তারিখঃ আগস্ট ০২, ২০১৫ । ১০.৩৬ পি এম
Stars : A very Short Introduction বই টা পড়তে পড়তে অনেক কিছু ভাবা যায়। হয়তো পড়তাসি একটা জিনিশ কিন্তু ভাবতে ভাবতে গেসি গিয়া অনেক দূর। ওই জন্য মাঝে মাঝে পড়ার বিরতি ও দিতে হইসে। এই যেমন গ্রাভিটি নিয়া পড়ার সময় ভাবতাসিলাম, আচ্ছা এই যে গ্রহ গুলা সূর্যের চাইরপাশে এরম গোল গোল ঘুরতাসে এর কারন ডা কি? এমন তো না যে কেউ পৃথিবীর ইশটিয়ারিং ধইরা বয়া রইসে আর হারাক্ষন উস্তাদ ডাইনে ভেনাস বামে মার্স, সুজা গিয়া ডাইনে কাটেন বরাবর এরম করতাসে। যদি পৃথিবী আর সূর্যের মধ্যে গ্রাভিটি থাইকাই থাকে আর গ্রাভিটি শুধু আকর্ষণ ই করে, তাইলে ক্যান আমরা ও হট বন্ধু আমার বইলা সূর্যের দিকে ছুইটা যাইতাসি না?
প্রশ্ন মাথায় নিয়া আর সামনে পড়া ঠিক না। তাইলে খালি পইড়াই যামু কিন্তু মাথার প্রসেসর বিজি থাকবো প্রশ্নডা লওয়াই। তাই বই খান উলটাইয়া থুইয়া চোখ টা বন্ধ কইরা ভাবতে শুইলাম। বেপারটা এসো নিজে করি টাইপ কোন পরীক্ষা কইরা কি উত্তর পাওয়া যায় কিনা চিন্তা করতে লাগলাম।
কল্পনা করলাম একটা টেবিল এর মধ্যে একটা পেরেক গাথা। ধরি এইটা সুর্য। এই বার একটা আংটি রাখলাম টেবিল এর উপর পেরেক থিকা একটু দূরে। ধরি এইটা পৃথিবী। এখন তাইলে পেরেক আর আংটির মধ্যে একটা দরি বান্দি। এমন ভাবে রাখি যাতে দড়ি টা টান টান হয়া থাকে। ধরি এই দড়িটা রিপ্রেজেন্ট করে সুর্য আর পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ। যেহেতু মাধ্যাকর্ষণ শুধু আকর্ষণই করে, তাই উচিত ছিল আংটিটা পেরেকের দিকে ছুউটা যাবে আর দড়ী টা ভাজ হয়া যাবে। কিন্তু বাস্তবে তো তা হয় না , পৃথিবী তো ঘুরে। তাইলে কেমনে কি?
একটা আঙ্গুল এর মাথা আংটিতে ঢুকায়া টান দিয়া দড়ীটারে টান টান করি। এইবার আঙ্গুল দিয়া আসতে আস্তে ট্রাই করি আংটিটা দূরে নিয়া আস্তে। দেখা যাইব আংটি তো দড়ী ছিরা বাইর হইতে পারতাসে না। কিন্তু আঙ্গুলের টান এর কারণে পেরেকের চারপাশে গোল গোল ঘুরতাসে।
পৃথিবী ঘুরেও এই কারণে। এই খানে দড়ীটা সূর্য আর পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ বা গ্রাভিটি। আর আমরা যে আঙ্গুল ভইরা টান দিলাম, সেইটা হইল পৃথিবীর উপর আশে পাশের গ্রহ নক্ষত্রের সাথে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। এই দুই শক্তির মাঝখানেই এমন এক জায়গায় পরসে পৃথিবি। যাতে সে উলটা দিকে যাইতে গেলে সূর্য টানে। আর সূর্যের দিকে যাইতে গেলে পিসের অন্যান্য গ্রহের গ্রাভিটী টানে। আর বেচারা গোল গোল ঘুরে।
এদ্দুর ভাইবা মনে হইল, আহা বুইঝা ফালাইসি। এইবার আগে বারি। আরেকটু আগে যাইয়া লেখক প্রশ্ন করলেন, আইচ্ছা, যদি দুইটা জিনিষের মধ্যে গ্রাভিটী থাকে তাইলে তো পৃথিবীর উপরের লেয়ার (আমরা যার উপর থাকি) আর নিচের লেয়ার মধ্যেও গ্রাভিটির টান আছে। তাইলে কেন উপরের লেয়ার টা ডাইব্বা গিইয়া নিচের লেয়ার এর সাথে মিশা যাওয়ার চেষ্টা করতাসে না?
এইটার উত্তর পাইসি আরো কয়েক পেজ পরে গিয়া। তয় এইটা এখন লিখুম না। আরেকদিন।