১২১/৩৬৫

লেখার তারিখঃ জুন ২৮, ২০১৫ । ১০.৪২ পি.এম

ইফতারির পর চোখ মুখ ঠেইল্লা যেই ঝিমানিটা আশে তার সাথে একমাত্র প্রেম এ পরার ই তুলনা করা যাইতে পারে। আমি ঝিমাইতে চাইনা তবু ঝিমাইতে হয়। তখন সিনেমা খাওয়া দাওয়া জরুরি কাজ কিছুই ঝিমানি থেইকা আটকাইতে পারে না। মনে হয় খালি ঝিমাই আর ঝিমাই।

ভাললাগা থেকে ভালবাসার মত ঝিমানি থেকে ঘুমানি যে কখন আইসা পরে বলতেই পারি না। জানতে পারি সকল সর্বনাশ ঘইটা যাওয়ার পর। আই মিন ঘুম ভাঙ্গার পর আরকি।

এরুকুম ই এক ঘুমের মধ্যে পরসি। ঘুম এর মধ্যে মনে হইতাসিল আহা নোট তো লেখা শেষ, ঘুমাই ঘুমাই। তারপর আতকা মনে হইল, ওহ না, এত ছোট বেলায় ঘুমের মধ্যে হিসু পাইলে কল্পনায় বাথরুমে যাওয়ার মত অবস্থা হইসে। নোট তো আসলে লিখি নাই। তাই এক চোখ রে ঘুম এ আরেক চোখ রে জাগ্না অবস্থায় রাইখা এই নোট লিখিতে বসিয়াছি। খুব গুরুত্বপূর্ণ নোট। দেশ ও জাতিকে উদ্ধার কইরা ছাড়বেই এমন শপথ করসে টাইপ নোট। এই নোট এতই গভীর যে আমি যে কি লিখতাসি আন্দা গুন্দা, তা একমাত্র আমার আঙ্গুল ই জানে। আঙ্গুল যা লিখতাসে আর চোখ যা পরতাসে সেই সব সিগন্যাল মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানোর আগেই বাষ্প হয়া যাইতাসে।

আমি ঘুমাইয়াই থাকতাম যদি না আমার বাড়িওয়ালার কেয়ার টেকার মিস্টার ইলিয়াছ আমারে ১৯ বার কল না দিত। এই লোক এর স্বভাব হইল এই লোক মাস এর শেষ হইলেই আমারে ফোন দিবে আর স্লামালিকুম স্যার বইলা চুপ কইরা থাকবে। আর কুন কথা না। কেমন আসেন, ভাড়া ডা কি আজকে দিবেন, এগুলা কিচ্ছু না। খালি এক মহান স্লামালিকুম স্যার এর মধ্যে নিহিত থাকে জগতের সকল রহস্য। আর আমারে সেই কিশোরীর অব্যাক্ত প্রেম নিবেদন এর মত স্লামালিকুম স্যার থেইকা বুইঝা নিতে হয় যে ভাড়া দেওনের টাইম হইসে। প্রত্যেক বার একি রুটিন। প্রথমে ফোন , তারপর স্লাআআ মালিকুম স্যার। তার পর চুপ চাপ। তারপর আজকে আসবেন ভাড়া নিতে? তারপর ফোস ফোস শাস এর আওয়াজ। তারপর আচ্ছা ঠিকাসে আইসেন রাত্রে বেলা। তারপর আবার স্লাআআমালিকুম স্যার বইলা রাইখা দেওয়া। ব্যাপারটা এত ক্রিপি। ভাবতেও গিভস মি চিলস।

যাই হোক, আজকের দিন টা একটা স্যাড স্যাড দিন তাই যতটা পারি ঘুমাইয়া কাটাইতে ট্রাই করতাসি। সকাল বেলা অফিসে যাওয়ার সময় রিকশা পাইতে খুব অসুবিধা হইসে। কেউ যাইতে রাজি হইতাসিল না। শেষ মেষ বলা শুরু করসি, মামা যাবেন? কক্সবাজার ? চলেন না মামা। ভাড়া বারায় দিব। চলেন না? খুব মজা হবে। চলেন চলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *