১১৬/৩৬৫

লেখার তারিখঃ জুন ২৩, ২০১৫ । ১১.১৪ পি.এম

অইভ্যা রে নিয়া আরো কিছু কাহিনী মনে পরসে। আমি আর অভি যহন বাসাবো থেইকা কলেজে যাই তখন হে বেশ তাগরা জুয়ান ভোঁটকা আসিল। পাঠার মত শইল। হেরে আসে পাশে রাখলে বুলি টাইপ পুলাপান আমার কাছে আসনের সাহস পাইত না।

কিন্তু শইল্ডা এত্ত বড় হইলে কি হইব, হালায় আসিল একটা ভিতুর ডিম। আমাদের বাসার সামনে তখন বিরাট ঝিল। ঝিল এর এই পারে বাসাবো , ওই পারে গোরান। একবার গোরান এ কি জানি হইসে, পোলাপান পটকা ফুটাইতাসে অর সামথিং, আমি বারান্দায় গেসি দেখতে। হঠাত শুনি অভির চিৎকার, ওই ইথাইরা , কি করস তুইইই, তারাতারি ভিতরে আয়। ওই পারে গুলা গুলি হইতাসে। গুলি লাগবো গুলি।

আমি কইলাম, আব্বে তোর কি মাথা মুতা খারাপ হইসে? গুলি হইতাসে গাংগের ওই পার। আর এই পারে তুই ডরাস? দারা তামশা দেইখা লই। কিন্তু বেপারটা অইভ্যার পছন্দ হইল না। ওই পালোয়ান পাঠা বারান্দায় আইসা আমারে লিটারেলি কোলে উঠাইয়া ঘরে নিয়া ফ্লোর এর সাথে চাইপ্যাঁ ধইরা রাখলো। কারন যদি গোরান থেইকা গুলি বাইচান্স বাসাবোর বাসার পাঁচ তালায় আইসা পরে?

উপরে দিয়া খুব ভাল মানুষ দেখা গেলেও অইভ্যা আসিল বিরাট বদ এর বদ। মেয়েদের প্রতি তার লোলুপ দৃষ্টি এর কোন কমতি ছিল না। এমনকি ক্লাস এর নতুন আগত ইংরাজি শিক্ষিকা ও তার কু দৃষ্টি থেইকা রক্ষা পায় নাই।

আমি একবার আমাদের ক্লাস বাঙ্ক মাইরা অইভ্যা দের ক্লাস এ গেসি। অদের ইংলিশ এর ক্লাস নিতে একটা নতুন ম্যাডাম নাকি আসছে উনারে দেখতে। আমি যখন ভক্তি শ্রদধায় পরিপূর্ণ দৃষ্টি তে সেই গ্যাং পিপাসু থুক্কু জ্ঞান পিপাসু মহীয়সী নারি কে দেখছিলাম্, তখন বদ অইভ্যা হালায় গলার নিচে লুলদানি পইরা তার বিখ্যাত জুলু জুলু লুক দিতাসিল।

মেডাম নাম ডাকার জন্য এক খানা কলম চাইল। আর বালক দিগের মধ্যে রাগবি খেলার ন্যায় হুড়াহুড়ি পরিয়া গেল। সেই ব্যপক রয়েল রাম্বল এ কে জয়ী হইসিল আজ আর স্মরণে নাই, কিনতু তার পরে যা ঘটসিল তা এখনো মনের ডিম লাইট জালানো অন্ধকার ঘর এ মোবাইলে দেখা শিক্ষামূলক ভিডুর মত জল জল করে।

নাম ডাকা শেষ হওয়ার পর ম্যাডাম সরল মনে যার কলম তাকে ফেরত দিতে চাইল। জিগ্যেস করল, “এই কে দিয়েছিলো কলম? Whose pen is it” আর যায় কই। পরবি পর অভির সামনে। অইভ্যা হালায় ম্যাডাম এর হাত থেইকা ছো মাইরা কলম খানা কাইরা নিয়া রুম ফাটাইয়া ছিতখার করিয়া উঠিল,

“এএএএএই এই পেনটি কার? এই পেনটি কার? ম্যডাম জানতে চাইসে এই পেনটি কাআআর? হাত তুল , এই পেনটি কার হাত তুল”

রুম ভর্তি হাত তুলা দেখিয়া সেই দিন “আমরা শক্তি আমরা বদ, আমরা ছাত্র বদ” গানটাই মনে পরিয়া গিয়াছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *