লেখার তারিখঃ জুন ২২, ২০১৫ । ১১.৩০ পি.এম
ছোটদের প্লেন পরিচিতি – ৪
কেমন আছো মিহি?
— ভাল আছি প্যাক প্যাক মামা। তুমি কি আবার প্লেন এর গল্প বলতে এসেছ?
আমি তো ওই একটা গল্পই পারি মামা। হ্যাঁ কালকের গল্পটা শেষ হয় নাই যে। আর একটু বাকি আছে।
— ওই যে Fuselage এর গল্প টা না?
হ্যাঁ, এই তো তোমার মনে আছে । কতটুক কি বলে ছিলাম বল তো?
— বলেছিলা যে আমরা যেটাকে প্লেন এর বডি বলি সেইটাকে আসলে বলে Fuselage । আর Fuselage এ Cockpit থাকে, Landing Gears থাকে, Wings গুলা লাগানো থাকে Fuselage এর সাথে আর একদম শেষে থাকে প্লেন এর Tail.
আরে গুড। এই তো অনেক মনে আছে। ককপিটে কারা থাকে মনে আছে?
— আছে তো । বাম পাশে পাইলট আর ডান পাশে কো পাইলট। বাম পাশের জন সবসময় ওই প্লেন এর ক্যাপ্টেন।
ঠিক ঠিক। আর ল্যান্ডিং গিয়ার?
— ওইটাও মনে আছে। ল্যান্ডিং গিয়ার দুই প্রকার। সামনে যেটা থাকে সেটার নাম Nose Gear আর Fuselage এর মাঝামাঝি তে যেটা থাকে সেটার নাম Undercarriage.
ভেরি গুড মিহি গার্ল। আমাদের Fuselage এর গল্প টা প্রায় শেষ। আসো আমরা দেখি Fuselage এ আর কি কি থাকে। এই দেখো
— ওয়াও। কত্ত নতুন দাগ দাগ আর লেখা লেখা। আরো তো কঠিন হয়ে গেল মামা।
একটু তো হবেই। আমরা আগাচ্ছি না? আচ্ছা কঠিন লাগলে কি করতে হয় বলেছিলাম?
— ছোট ছোট জিনিষ গুলার দিকে মনযোগ দিতে হয়। তাহলে পুরা বড় জিনিষ টা সোজা হয়ে যায়।
ইয়েস। তাহলে আমরা ছোট ছোট জিনিষ গুলা দেখি। ককপিট এর পিছনে প্লেনে ঢুকার একটা দরজা থাকে যাকে বলে Passenger Door। এরকম দরজা পিছনের দিকেও থাকতে পারে যদি প্লেন টা একটু বড় হয় আর সেইটা হয় তখন প্লেন এর Rear Door।
— দরজার কত নাম। আর আমরা যে বসেছিলাম ওইটাকে কি বলে মামা?
ওইটাকে বলে Passenger Seating Area. এই এরিয়াটা দুই রকম হইতে পারে। যদি শুধু মাঝখানে একটা হাটার জায়গা আর দুই পাশে বসার সিট থাকে তাহলে সেই প্লেন টাকে বলে Single Aisle(আইল) Aircraft. আর যদি দুইটা বা তার বেশি হাটার জায়গা বা Aisle (আইল) থাকে তাহলে সেই প্লেন টা কে বলে Wide Body Aircraft ।
— আর মা যে আমাদের ব্যাগ গুলাকে উপরে রেখেদিয়েছিল অগুলা কে কি বলে মামা?
অগুলে বলে Over Head Storage । যাত্রীবাহী প্লেন এ দুই রকমের স্টোরেজ এরিয়া থাকে। এক হইল এই Over Head Storage. যেগুলাতে যাত্রীদের হাতে বহন করা হাল্কা জিনিষপত্র রাখা হয়। আর আরেকটা হল Baggage Compartments। যেইটা থাকে Fuselage এর নিচের দিকে। ছবি তে দ্যাখো।
— কত কিছু থাকে এক টা মাত্র প্লেন এ। আর মামা প্লেন এর বাইরের একটা জানালায় চারকোনা দাগ দেয়া ছিল আর লেখা ছিল Emergency Door. ওইটা কি?
ওইটা হইল প্লেন যদি কোন বিপদে পরে তাহলে অগুলা নিজে নিজেই খুইলা যায় আর যাত্রীরা যাতে নিরাপদে বের হয়া আস্তে পারে।
— এগুলা কি একটাই থাকে মামা ?
না না। আন্তর্জাতিক নিয়ম অনুসারে একটা প্লেন এ যাত্রী সংখ্যার অনুপাতে Emergency Door থাকতে হয়। যাত্রী বেশি হলে Emergency Door বেশি থাকবে। সে জন্য একটা Boeing 737-800 এর চেয়ে একটা Boeing 737-900 এ Emergency Door বেশি থাকে যদিও দুইটাই B737।
— এগুলা কি বল মামা? আমি ত ছোট একটা। এই সব হিবিজিবি বুঝি না তো।
বুঝে যাবা তো মামা। আমি আছি না? টু স্পয়েল ইউ 😀 যাই হোক, Fuselage এ আরো থাকে Toilet। তারপর থাকে প্লেন এর ক্রু দের কাজ এর জিনিশ, যাত্রীদের জন্য খাবার,কম্বল,ওষুধ ইত্যাদি রাখার যায়গা যেটার নাম হল Galley.
Fuselage নিয়া গল্প এইটুক ই। এর পর Wings আর Wings এ কি কি থাকে সেইটার আলাপ করব নে, আচ্ছা?
–ইয়েই। Wings । আচ্ছা মামা। বা বাই ।
বা বাই মিহি কলিজা টা ।