১১৪/৩৬৫

লেখার তারিখঃ জুন ২১ ২০১৫ । ১০.৫৮ পি.এম

ছোটদের প্লেন পরিচিতি – ৩

 

ও মিহি, আগের দিন আমরা কি কি শিখেছিলাম মনে আছে?

— মনে আছে তো প্যাক প্যাক মামা। আগের দিন শিখেছিলাম সব প্লেন দেখলেই তিনটা জিনিষ বাইর কইরা ফালানো যায়।

 

বাহ, গুড । বল তো তিনটা জিনিষ কি?

— Fuselage, Wings আর Tail। আর এই ছবিটা দেখেছিলাম

ওয়াও, ভেরি গুড। আজকে আমরা তাইলে আরেকটু ভিতরে ঢুকি?

— আমরা প্লেন এর ভিতরে ঢুকবো? উউউউউউ। তাহলে ওহিকেও নিয়ে আসি।

 

হি হি, আচ্ছা নিয়ে আসো। আমরা আসলেই আজকে প্লেন এর ভিতরে ঢুকব। মানে আজকে আমরা Fuselage এর ভিতরে ঢুকবো, আর দেখব Fuselage  এ কি কি থাকে।

— উফ। Fuselage এ কি কি থাকে মামা?

 

বলতেসি মিহি। তুমি আগে এই ছবি টা দ্যাখ।

— ওয়াও। কি সুন্দর লাল প্লেন।

 

 

হ্যাঁ। সাদা লাল। ডিসি টেন এর কালার স্কিম 🙂

— ডিসি টেন কি মামা?

 

ডিসি টেন আমার একটা প্রিয় প্লেন। তোমাকে আরেকদিন বলবো নে ডিসি টেন এর গল্প। আজকে শুধু Fuselage এর গল্প বলি।

— আচ্ছা বল। একদম প্রথম থেকে বলবা কিন্তু ?

 

প্রথম থেকে বলব তো মিহি বেবি। Fuselage এর একদম শুরু তে থাকে Cockpit. এইখানে পাইলট রা বসে।

— আর ককপিট এর জানালা থাকে আমি দেখেছি। আর ককপিট এর নিচে চাক্কা থাকে। চাক্কাটা প্লেন উড়ে গেলে ঠুশ করে ভিতরে ঢুকে যায়।

 

একদম ঠিক। ককপিট এর বাইরে যে জানালা থাকে সেটাকে বলে Windshield.

— Windshield তো আমাদের গাড়ির ও আছে মামা।

 

হ্যাঁ। উইন্ডশিল্ড যে কোন কিছু তেই থাকতে পারে তো। আর ককপিটের ভিতরে তুমি যদি দাঁড়াও আর Windshield এর দিকে মুখ করে দাঁড়াও তাহলে দেখবা যে দুই জন পাইলট বসে আছে। একজন বাম পাশে। একজন ডান পাশে।

— দুইজন পাইলট কেন মামা? আর দুইজন ই কি পাইলট? নাকি একজন পাইলট আর একজন তার ফ্রেন্ড?

 

নাহ। দুই জন ই পাইলট। প্লেন চালানো ব্যাপারটা কত ইম্পরট্যেন্ট ব্যাপার না? কত মানুষ, কত তাদের মালপত্র। কোন ভুল হলে বা একজন যদি অসুস্থ হয়ে যায় চালানোর সময় তাহলে কত অসুবিধা হবে না?

— হু হু। হবে তো। এই পাইলট দের কি বলে মামা? রোল ওয়ান আর না রোল টুঁ?

 

 

হি হি। না । তুমি যদি ককপিট এর ভিতরে Windshield এর দিকে মুখ করে দাড়াও, তাহলে বাম পাশের জন হল ক্যাপ্টেন, আর ডান পাশের জন হল কো পাইলট। কো পাইলট একজন ফার্স্ট অফিসার ও হতে পারেন আবার একজন ক্যাপ্টেন ও হতে পারেন। এইটা ডিপেন্ড করে কে কত সিনিয়র, কার পদবী কি তার উপর।

— ও বুঝসি। আর নিচের চাক্কা টা?

 

নিচের চাক্কাটা একটা Landing Gear মামা। ওইটার নাম Nose Gear

— Landing Gear, Nose Gear এগুলা কি প্যাক প্যাক মামা?

 

Landing Gear হল প্লেন এর সাথে লাগানো চাক্কা, যেগুলা প্লেন যখন মাটিতে থাকে তখন প্লেন যাতে চলা চল করতে পারে তখন কাজে লাগে।

— আচ্ছা প্যাক প্যাক মামা, এটা কে Landing Gear বলে কেন? প্লেন তো টেক অফ ও করে। Take Off Gear বলে না কেন?

 

ভাল কথা জিজ্ঞেস করসো তো। এইটার একটা ইতিহাস আছে। প্রথম প্রথম যখন প্লেন আবিষ্কার করার ট্রাই করতেসিল মানুষ, তখন তো ল্যান্ডিং গিয়ার বলতে কিছু ছিল না। ইনফ্যাক্ট রাইট ব্রাদারস দের প্লেন The Wright Flyer এও কোন ল্যান্ডিং গিয়ার ছিল না। কিন্তু মানুষ দেখলো যে প্লেন গুলা উঁচু কোন যায়গা, পানিতে ভাসা বড় নৌকা, ঢালু প্ল্যাটফরম ইত্যাদি থেকে টেক অফ করানো গেলেও নামার সময় মাটির সাথে লেগে Fuselage এর ক্ষতি হয়। তাই এক জন বুদ্ধি করে Fuselage এ চাক্কা লাগায় দিল আর নাম দিল Landing Gear. ব্যাস এর পর থেকে নাম হয়ে গেল Landing Gear.

— এখন বুঝতে পারসি মামা। তাইলে ককপিট এর নিচে থাকে একটা Landing Gear । আর Fuselage এর মাঝখানের জায়গায় মানে Wings এর কাছে থাকে আরো দুইটা ল্যান্ডিং গিয়ার?

 

 

এই তো বুঝতে পারসো। তাইলে আমরা বুঝলাম যে প্লেন এর ল্যান্ডিং গিয়ার দুই প্রকার। Under carriage আর Nose Gear । ককপিট এর নিচের চাক্কাটা কে বলে Nose Gear. ।. আর প্লেন এর মাঝা মাঝি পাখার কাছে যেটা থাকে সেটা কে বলে Under Carriage । কিছু প্লেন এ Under Carriage টা Wings এও লাগানো থাকে Fuselage এর ভার কে ব্যালেন্স করার জন্য।

— তুমি কত্ত কিসু বলে ফেলছো। আজকে আর এই গল্প শুনবো না মামা। সব ভুলে যাব নাহলে।

 

আচ্ছা ঠিক আসে। আজকে এইটুক ই থাক। শুধু বল যে আজকে আমরা কি কি শিখলাম?

— আজকে তো আমরা অনেক কিছু শিখলাম। Windshield, Cockpit, Captain, Co Pilot, First Officer, Nose Gear, Under Carriage আর Landing Gear

 

 

 

ভেরি গুড মিহি বাবুটা 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *