লেখার তারিখঃ জুন ১৮, ২০১৫ । ১১.১৬ পি.এম
এই নোট লেখা শুরু করলাম সি এন জি তে বইসা। কুন জীবনে বাসাবো পৌছামু আল্লায় জানে। চাক্কা এক ঘুরান্তি দিতে না দিতেই জ্যাম। হা কইরা এক দফা ঘুম ও দিয়া ফালাইসি। উইট্টা দেহি জেই বিলবোর্ড টা সি এন জির সাম্নে ছিল ঐ টা এখন সাইডে আইসে। তাই আবার ঘুম আহনের আগে ভাব্লাম লেখা লেখি করা যাক।
বাসাবো যাইতাসি প্রথম ইফতার টা একসাথে করতে। বাবা, আম্মা অপেক্ষা কইরা থাকে। ভইন ও দেশে নাই। যাই এক্টু।
রেডিও তে খেলা শুন্তাসি। মনে হইতাসে বাংলাদেশ আজকে জিত্তা যাইব।
সি এন জি অলা মামায় স্কোর জিগাইল। পাশের রিকশার চাউলের বস্তার উপ্রে বইসা থাকা ছেলেটাও জিগাইল, তার রিকশা ওলাও বেশ এক্সাইটেড। আমি, সি এন জি মামা, রিকশা মামা আর বস্তা মামা মিল্লা “বারত আজকে হারবে” বিষয়ে আলাপ আলুচনা করলাম।
বাসায় আসছি। আম্মা দেখি খুবি বিপদে আসে। খেলাও চলে আবার জি বাংলার সিরিয়াল ও চলে। বেচারি দুই টার ব্রেক এর মধ্যে সিনক করার ট্রাই করতাসে অনেক। আমি আইসা সেই সমস্যার সমাধান করসি। জি বাংলা দেখাই অফ কইরা দিসি। উনার এক্টু মুন্টুন খারাপ হইসে।
টাইগার রা, আমার আম্মার জন্য এক্টু জিত্তা ফেল তো আজকে।