লেখার তারিখঃ জুন ৭, ২০১৫ । ৯.২৫ পি.এম
আমার টোস্টার টা নষ্ট হয়া গেসিল। রুডি হান্দায়া চাপ দিলে রুডি নিচে যাইত ঠিকই কিন্তু গরম হইত না। টোস্টার হালার জীবনে কুনু উত্তেজনা নাই কেন, বুঝতে পারতাসিলাম না। টোস্টার কেমনে কাম করে তা দিয়া সার্চ দিলাম।
বুঝলাম যে টোস্টার এর বিত্রে একটা সার্কিট থাকে, যেই খানে একটা ক্যাপাসিটর থাকে। যখন রুডি নিচের দিকে নামানি হয় তহন এই ক্যাপাসিটর এর বিত্রে দিয়া কারেন্ট যায় টোস্টার এর নাইক্রম এর তার এর জালি তে। আঁর কিছু কারেন্ট যায় তলে লাগানি ইলেক্ট্রো মেগনেট টা তে। নাইক্রম এর তার এর জালি গরম হয় আর ইনফ্রারেড রেডিয়েশন দিয়া রুডি ও গরম হয়। আর অন্যদিকে ক্যাপাসিটর এ ভোল্টেজ একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছাইলে অইডা মেগনেট এ কারেনট পাডানি অফ কইরা দ্যায়। এর ফলে রুডি গুলা ফাল মাইরা উইঠা পরে।
টোস্টার টা খুইল্লা টুরকা টুরকা করলাম। দেখলাম এক জায়গায় ঝালাই নষ্ট হয়া তার খুইলা রইসে, ওই জন্য নাইক্রম এর তার এর জালি তে কাড়েন যাইতে পারতাসে না। কিনত ক্যাপাসিটর এ ঠিকই যাইতাসে। বাসায় তাতাল নাই যে তার ঝালাই কইরা লাগামু। অখন তাইলে কি করুম? পরে এট্টু বুদ্দি বাইর করলাম। দুধের টিন এর থিকা টিন কাইটা নিয়া তারের মাথায় পেঁচাইলাম। তারপর স্টেপ্লার মাইরা লাগায় দিলাম সার্কিট এর লগে। টিন আর এলুমিনিয়াম দুইডাই বিদ্যুৎ পরিবাহী। তাই কারেন যাইতে আর সমিস্যা হইব না। সব আবার ঠিক ঠাক জুরা লাগাইয়া রুডি ভইরা টিপা দিয়া দিলাম। মাশাল্লাহ, মস মসা রুডি টোস্ট হয়া বাইরইসে।
এই সব করতে করতে একটা চিন্তা মাথায় আসলো। আমরা ইশকুল কলেজে যে কি কি সব পইড়া আইসি, তার কয়ডা আমাগো বাস্তব জীবনে কামে লাগতাসে? আমার মনে আসে আমি ক্লাস এইট এর কৃষি শিক্ষা তে যমুনা পারি ছাগল লালন পালন শিখসি, গরু মোটা তাজা করন শিখসি, আধুনিক ভুট্টা চাষ শিখসি। এখন আমার যমুনা পারি ছাগল কই? মোটাতাজা করন এর গরু কই? পপ করন খামু, আমার ভুট্টা খেত কই? তৈলে ওই সময়ডা আমার থিকা চুরি করল না আমাগো এডুকেশন শিশটেম?
আমার মনে হয় ক্লাস ফাইভ থিকা ক্লাস টেন এই পাঁচ বছর এ অন্তত দশ টা লাইফ স্কিল শিখানো উচিত। যাতে পোলাপান অন্তত পড়ে কইতে পারে, নাহ, ইশকুল এ যাওন ডা ভালা ডিসিশন হইসে। যেমন কত জোস হইত যদি আমরা এমনে শিখতাম,
ক্লাস ফাইভ – সুইমিং আর সাইক্লিং
ক্লাস সিক্স – খালি ডাক্তার ইঞ্জিনিয়ার বিবিএ ছাড়াও যে জীবনে আরো অনেক কিছু হয়া যায় তার সাথে পরিচিতি।
ক্লাস সেভেন – রান্না করা, সেলফ ডিফেন্স
ক্লাস এইট – ইন্টারনেট এর আচরণ বিধি, বেসিক ফার্স্ট এইড, সিনেমা-মিউজিক-আর্ট এপ্রিসিয়েশন
ক্লাস নাইন – ব্যাঙ্ক এ একাউন্ট খোলা, ইউটিলিটি বিল দেওয়া, কিভাবে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট করতে হয়
ক্লাস টেন – ইনকাম ট্যাক্স , ড্রাইভিং , বেসিক ইলেকট্রনিক্স, মুক্তিযুদ্ধের উপর এসাইনমেন্ট
তয় এই ক্লাস গুলা ডিজাইন করনের সময় বাস্তবতা মাথায় রাখতে হইব। নম্বর পাওয়ার লগে জুইরা দিলে হইব না। নাইলে সাইন্স এর প্রেক্টিকাল ক্লাস এর মত স্যার এ বেঙ কাটসে, আমরা দেখসি টাইপ অবস্থা হইব।
আমার ১০০ টা নোট হয়া গেসে বাই দা ওয়ে। কি অদ্ভুত। এই মহা আইলশা বেডায় ১০০ ডা নুট লিখতে পারসে। আরো ২৬৫ টা বাকি। এট্টু ফিস ফিস কইরা হাত তালি দেন আমি ল্যাপটপ উঁচা কইরা দেখাই।
আম্মা, চেঞ্চুরি করসি আম্মা :’D