লেখার তারিখঃ মে ২১, ২০১৫ । ৯.৩৩ পি.এম
আজকে কোন লেখা নাই। শরীর অনেক খারাপ লাগতাসে হঠাত। সাভার থেইকা বাসাবো আসছি। রাস্তা তেই অনেক খারাপ লাগতাসিল। এখন মনে হইতাসে আংগুল নারানির ও শক্তি নাই। কিসু খাইতে ইচ্ছা করতাসে না। অনেক দুরবল লাগতাসে। বমি আইতাসে হমানে আর পেট খারাপ। ডি হাইড্রেশন হয়া গেসে বেশি। থাক আজকে আর কিছু না লিখি।