৮০/৩৬৫

লেখার তারিখঃ মে ১৮, ২০১৫ । ১০.৩২ পি.এম

আমি জীবনে প্রথম লিরিক্স লিখি নটরডেম কলেজ এ পড়ার সময়। আমি তখন ফার্স্ট ইয়ার এ। ঋজু (আইকন্স এর ভোকাল) এর সাথে তখন মাত্র পরিচয় হইসে আর আমি অল্প অল্প গিটার বাজাই। খুবি অল্প কিছু মেজর মাইনর কর্ড পারি। ফার্স্ট ইয়ার এ আমাদের ক্লাস হইত সকালে। নটরডেম এ হোস্টেল/অডিটোরিয়াম এর সামনে একটা বকুল তলা আছে। দুপুর থিকা দুইজন দুইটা গিটার নিয়া বয়া থাকতাম বকুল তলায়। আর বিরামহীন গান গাইতাম। পারি না পারি তবু গাইতাম। আমাদের সাথে অনেক এই আইসা বসতো গান গাইত। বাচ্চু ভাই এর গান, ওয়ারফেজ এর গান থেইকা শুরু কইরা ওরে নীল দরিয়া আর অঞ্জন দত্ত পর্যন্ত।

তখন আমি কবিতা লিখতাম অনেক। ব্যাপক সিরিয়াস কবি ছিলাম। ক্লাস পালায়া পাবলিক লাইব্রেরি গিয়া কবিতার বইএ ডুইবা থাকতাম এমন কবি। জাতীয় কবিতা উৎসব এ দুদু বার করে স্টেজ এ কবিতা পড়তে সিলেক্ট হইসি এমন কবি 😛 কিন্তু গান ও যে লেখা যায় আবার সেইটাতে সুর ও বসে এইসব নিয়া ধারনা ছিল না। তখন অঞ্জন দত্ত হঠাত ঢাকা আসলো শো করতে।

প্রিয় একজন শিল্পী ক্যাসেটের ফিতা থেইকা বাইর হয়া ঢাকা আসছে সেইটা আমার শিশু 😛 মনে ব্যাপক প্রভাব ফেলে। শো এর টিকিট কাটার সামরথ তো ছিল না, বাপ এর কাসে কন্সার্ট এ যাওয়ার টাকা চাইলে লাত্তি মাইরা ফালায়া দিত তিন তালা থেইকা। তাই অপেক্ষা করলাম আর অঞ্জন দত্ত এর ঢাকা নিয়া একটা ক্যাসেট বাইর হইল ওইটা কিন্যা লাইলাম লগে লগেই। ওই খানে একটা গান ছিল “বেইলি রোড এর ধারে আমি দেখেছি তোমায়, আমার বউ বাজারে আমি দেখেছি তোমায়, ডলার এর দাম কমলে তাদের দর বদলায়, চোখের জল কিংবা পানি, সে তো নোনতাই থেকে যায়”

এই গান আমাদের এতই ভাল লাগতো যে টানা তিন চারদিন আমরা এই গান ই গাইলাম খালি বকুল তলায়। তারপর যখন একি গান এত বার গাইতে গাইতে পচাইয়া ফালাইলাম তখন ঋজু একদিন বলল, তুই গান্টার সুর ঠিক রাইখা কথা গুলা পালটায় ফেল। আমি তো পুরাই উড়ন্ত প্লেন থেইকা পরলাম। খাইসে, এমন ও করা যায়, কিন্তু দোস্ত এইডা নকল হইব না? ঋজু বলল আরে বেটা আমরা কি এই গান এর ক্যাসেট বাইর করুম? নিজের জন্য তো। লিখা ফেল।

আমার ঘুম খাওয়া দাওয়া সব হারাম হয়া গেল। সারাদিন এই গান এর সুর গুন গুন করি আর আর শব্দ বসাই। রিকশায় বসলে রিকশা ওলা রে গান সুনাই। নামার পর এতক্ষণ শাস্তি দেওয়ার জন্য ২ টাকা বেশি চায়া বসে। গান এর পুরাটাই রিক্সায় বইসা ঢাকা শহর হুদাই ঘুরতে ঘুরতে লিখসিলাম।

এই টা ১৯৯৯ সাল এর কথা। তখন তো আমরা স্মার্ট ছিলাম না, তাই আমাদের স্মার্ট ফোন ও ছিলনা। লেখা লেখি সব কাগজে কলমে । অনেক কাটা কুটি পাতা ছিরা ছিঁড়ির পর একটা মোটামুটি গান দাঁড়াইল। কি লিখসিলাম পুড়াটা এখন মনেও নাই। এখন পড়লে অনেক দুর্বল লিরিক্স লাগে। আমি এতো সরাসরি কিছু লিখিনা এখন আর। কিন্তু তখন নিজের লেখা শব্দে সুর এর জুরে যাওয়া টা প্রেম এ ইতিবাচক সারা পাওয়ার মত একটা অনুভূতি ছিল। এই টা যে কি এক নেশা। যেই নেশা তা পরেও ছারে নাই আর ফলাফল আইকন্স এর পুরা এলবাম এর লিরিক্স

প্রথম লেখা লিরিকস টা ছিল এমন (সুরঃ অঞ্জন দত্ত এর বেইলী রোড গানটার)

বলে দিও তারে
আর দিন দুই পরে
আসবে পূর্ণিমা
ওই আকাশ টাকে ভরে।
সে যেন আসে
তার বাড়ির ছাদে
সে যেন তাকায়
ওই চোখ রেখে চাঁদে।

দেখবো আমি তার দু চোখে
চাঁদের মধ্য দিয়ে
চাঁদ আসবে মোদের বাড়ী
মেঘের গল্প নিয়ে ।

[১৯৯৯]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *