৪৯/৩৬৫

লেখার তারিখঃ এপ্রিল ১৭, ২০১৫ । ১১.৩১ পি.এম

চ্যানেল ২৪ এ খবর চোখে পরসিল। রিপোর্টার গেসে বাংলাদেশ জিতসে তাই আপ্নের অনুভুতি কি জান্তে। রিপোরটার খালি বলা শুরু করসে, হ্যা হ্যা আপ্নাকে শুন্তে পাচ্ছি। আর লগে লগে লুকজন বন্যার পানির লাহান আওয়া শুরু করল। আমরা দেখলাম ভিডিওগ্রাফার পিছাইতে পিছাইতে রাস্তায় গেল গা। রিপোরটার এর মাইক উচা হাতটা এক্টু দেখা গেল। তারপর আবার লুকজন কেমেরার সাম্নে ঝাপায় পরলো টাটা দিতে। একজন আবার এক্টা টোকাই রে হাত দিয়া কেমেরার সাম্নে তুইলা ধরল। টোকাই পিচ্চি জিব্বা বাইর কইরা ক্যামেরার লেন্স চাইটা দেওয়ার ট্রাই করল। তারপর স্ক্রিন অন্ধকার। সংবাদ পাঠক ভাইজান কইলেন, দুঃখিত। উনাদের আম্রা হারিয়ে ফেলেছি। বইলা আবার এক্টা মিচকি হাসিও দিলেন।

গুলশান এর নান্দুস এর চিপায় যে Barrista আছে বিকালে আমরা গেসিলাম ওই টায় কফি খাইতে। গিয়া দেখি পরিবার এর পক্ষ থেইকা মেয়ে দেখা দেখি হইতাসে। পোলাটা লজ্জা লজ্জা মুখ কইরা বইসা রইসে আর মেয়েটা কনফিডেন্ট। এক্টু পর শুনলাম একজন বলতাসে, ভাইসাহেব আজকে যদি বাংলাদেশ ৩০০ এর উপ্রে করে তাইলে বিয়া ফাইনাল, যান।

আমরা আরেক্টা ইউকেলেলে কিন্সি আজকে। দুকানের সবাই খেলা দেখতাসিল। আমরা গিয়া ইউকে নামায়া টিউন কইরা বাজায়া যখন বলসি, এইটার দাম কত, তখন দোকান্দার চমকায় বলল, ওহ আপ্নারা কখন আসলেন। আমাদের কম্পলিমেন্টারি পান খাওয়াইসে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে ৩২৯ করসে তাই। ইউকির দাম ও কমায়া রাখসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *