৩০/৩৬৫

লেখার তারিখঃ মার্চ ২৯, ২০১৫ । ১১.৩৭ পি.এম

 

কবি বলেছেন, “মু হা হা” । কবি “মু হা হা” ছাড়াও বলেছেন, “ওলো সই, আমার ইচ্ছে করে, তোদের মত, মনের কথা কই। তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই”। এই চিন্তা ডা আমারো মাঝে মাঝে মাথায় আহে। এত কি বলিবার আছে? আর যদি এত কিছু বলিবারও থাকে তাইলে সেইটা ক্যাম্নে কইতাম কাউরে এক্টুও বিব্রত ফিল না করায়া?

 

৫ বছর আগে একদিন অফিস করতাসি মনোযোগ দিয়া ( খুব সত্যি কথা ), এমন সময় তখনকার একজন ম্যানেজার (এখন প্রবাসী), দৌড়াইতে দৌড়াইতে আমার কাছে আসলেন। আইসা বললেন, ফয়শাল, তুমি নাকি কবি? তুমি নাকি কবিতা লেখ। হে হে হে হে হে।

 

আমার তো মনে মনে পুরাই, “হে ফলস সিলিং, দ্বিধা হউ, আমি মাথা হান্দায় দি” অবস্থা। তবু মুখে এক্টা বিগলিত হাসি দিয়া কইসিলাম, না মানে ইয়ে আরকি ভাইয়া, লিখি অল্প সল্প, তেমন কিছু না। উনিও খুশি হয়া গেলেন গা, যাক আমি তাইলে এমন কোন কুতুব না। ম্যানেজার এর চেয়ে কুতুব লোকজন টিম এ থাকলে সমস্যা। টিম চালাইতে অসুবিধা হয়। আমিও বাঁচলাম হুদাই এইটা লয়া পচানি খাওয়ার থিকা।

 

কিন্তু তাই বইলা কি আমি ওইদিন লজ্জা পাইসিলাম নিজেরে কবি হিসাবে স্বীকার করতে? আমার মনে হয়, না। তাইলে আমি পুরাই অস্বীকার যাইতাম। “আল্লাহ ভাইয়া, কি বলেন এগুলা, ছি ছি ছি। তউবা আস্তাগফিরুল্লাহ। এসব কবিতা ববিতার ভিত্রে আমি নাই” এসব বলতাম। কিন্তু আমি প্রথমে স্বীকার করসি যে, হ লিখি। তারপর বিনয়ের সাথে এইটাও বুঝাইসি এইটা এমন আহামরি আলোচনা যোগ্য কিছু না।

 

আমার মনে হয় বিনয় একটা প্রচন্ড রকম দরকারি বিষয়। আমি আল্লাহর রহমতে জীবনে অনেক প্রতিভাবান লোকজন দেখসি। কিন্তু বিনয় ছাড়া প্রতিভা আমার কাসে “হালায় হুদাই ভাব লয়” ছাড়া আর কিছু হয়া উঠে নাই।

 

যদি আপ্নে একজন নারড হন এবং আপনার নারডি কিছু হবি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপ্নে ওগুলা সাধারন লোক জন এর সাথে শেয়ার করতে একটু সংকোচে থাকেন। যেমুন আপ্নের কমিক্স ভাল্লাগে, এনিমে ভাল্লাগে, ভিডিও গেম ভাল্লাগে, লেগো ভাল্লাগে, একশন ফিগারস ভালাল্গে ইত্যাদি।

 

কিন্তু মাইন্সে যদি “এহ এক্কেরে পুলাপান” কয়? তাই বেশিরভাগ সময় ই আপ্নে এডি নিজের ভিত্রেই রাখেন। আর এইটা এমন না যে শুধু ছেলেদের মধ্যে থাকে। একটা মেয়ের হয়তো ডেথ মেটাল বিরাট পছন্দ। কিন্তু সে একটু চিন্তায় থাকে, ছেলেটারে কি কমু যে আমার মেটাল গান পছন্দ? হে যদি আবার ভাইগা যায় শুইনা? থাক কি দরকার বলার।

 

এই ক্ষেত্রে আপ্নের সবার প্রথমে যেইটা করতে হইব তা হইল নিজের হবি রে নেগেটিভ লি দেখা বন্ধ করতে হইব। শখ এর চর্চা কইরা আপ্নে কোন অপরাধ করতাসেন না ( যদি না আপ্নের শখ হয় মেয়েদের কানের দুল জমানো যা কিনা আপ্নে প্রত্যেক শুক্রবার রাত এ রাস্তা থেইকা টান দিয়া ছিনতাই কইরা আনেন, অথবা যদি না আপ্নের শখ মানে বন্ধু দের নিয়া মুম্বাতি জালায়া শনিবার রাতে “আয় আয় লুসিফার” বইলা প্রেত সাধনা করা)।

 

আমার কাছে এইটা খুবি আজাইরা একটা ব্যাপার লাগে যদি কেউ তার নিজের শখ এর জন্য একটু একটু পর পর সরি বলে। না মানে ইয়ে ইথার ভাই, আমি আসলে একটু কমিক্স টমিক্স বেশি পড়ি, সরি। ইথার ভাই, পিসি তে গেম খেলাটা আমার একটু বেশি ই প্রিয়, সরি।

 

কি বিস্রি লাগে শুনতে । কল্পনা করেন আপ্নের যেই কাজ টা করতে এত ভাল লাগে সেইটা যদি আপ্নে “আমার না লেসবিয়ান পর্ণ দেখতে খুব ভাল্লাগে” এই রকম নিষিদ্ধতা মিশানো ফিশ ফিশ টোন এ কন তাইলে কেরম শুনাইব?

 

বুক ফুলায়া (মমমমম বুক) নিজের শখ এর কথা কন। প্যাশন এর কথা কন। কারো সেইটা পছন্দ না হইলে হে দূরে গিয়া, হা কইরা মুড়ির সাগরে ডুইবা মরুক (এই গালি টা আজকে উদ্ভাবন করসি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *