লেখার তারিখঃ মার্চ ২৭, ২০১৫ । ১১.৩৯ পি.এম
আজকে পাঁচ লম্বর এবং শেষ কারণ ডা লিখতে বইসি। এত্ত সব কারন মারন পইড়া আপ্নের যুদি মনে হয়, ধুর হালা প্রেম ই করুম না, তাহলেই লেখক তার উদ্দ্যেশ্য সফল হয়েছে বলে মনে করবেন। মনে রাখবেন, কবি বলেছেন, “মু হা হা”
***কুন কুন সম প্রেম করবেন না***
**একটি উত্তপ মস্তিস্ক দি বারনিং ব্রেইন পরিবেশনা**
*লিখেছেন ফয়সাল আকরাম ইথার [বেশি বুজার কারনে লেখক এখনো ছিংগেল]*
৫। থামেন, যখন আপ্নে প্রেম করার জন্য রেডি ই না, কইরেন্না থাক।
উদাহরনঃ
আপ্নে হয়তো এই কয়দিন আগে একটা রিলেশনশিপ থিকা বাইর হইসেন। আপ্নের মনে হইতাসে, হইসে তো, আর কত, আর কষ্ট পাইতে পারুম না, আহারে আমি টা, এইবার প্রেম কইরা কলিজা ঠান্ডা করুম।
হয়তো আপ্নে এমন এমেজিং একটা মানুষের দেখা পাইসেন যারে দেইখা আপ্নের মনে হইতাসে আরে এরে তো ছাড়া যাইবোনা, অখনি বুক করতে হইব এরে। এর লাইগা মানসিক ফিলিংস আসে কিনা দেখনের এখন টাইম নাই, শারীরিক ফিলিংস তো হইতাসে, রেডি ওয়ান টু থ্রি, প্রোপোওওওজ।
হয়তো আপ্নে জানেন না প্রেম করতে হইলে কেম্নে কি করতে হয়, কুনুদিন সৌভাগ্য হয় নাই প্রেম করনের, তাই আপ্নের কাছে “প্রেম করতাছি” এই আইডিয়াটা খুব ভাল্লাগে। তাই আপ্নে কাউরে ভাল লাগা মাত্রই মাথা সামনে দিয়া ডাইভ মারেন। সিমেন্টে পরবেন না গদিতে পরবেন না উনার কোলে গিয়া পরবেন অত কিছু ভাবার টাইম কই আপ্নের। আগে প্রেম কইরা লই, ভালুবাসা লয়া পরে ভাবুম নে।
এগুলান খারাপ। খুব খারাপ। আরেকজন হয়তো আপ্নের আবেগের তিব্রতা দেইখা আপ্নেরে একটা চান্স দিয়াই দিব। কিন্তু আমি শিউর কয়দিন পর আপ্নে আবার প্রেম এ পরবেন কিন্তু এইবার অন্য আরেকজন এর। আর দা কেরফা উইল বিগিন ।
ব্যাখ্যাঃ
এই খানে আপ্নে এক্কেরে ইনোসেন্ট। মাসুম বাচ্চা। এই খানে আপ্নের কুনু দোষ নাই। আমি সরকারকেও দোষ দিতাম কিন্তু আমারে ধইরা লয়া যাইতে পারে তাই দিতাসি না। এই দোষ সমাজের। আমাদের সমাজ বই এর পরথমেই শিখানো হয়, মানুষ সামাজিক জীব। সে একা বাস করতে পারে না। আব্বে হালায়, সুভাস্তু আয়া দেইখা যা আমি একা বাস করতাছি কিনা।
এই সমাজ আমাদের ধ্যান ধারনা এম্নেই তৈরি করে যে, একা থাকা মানে আপ্নের সমস্যা আসে মাথায় নাইলে সমস্যা আসে গুপন কুথাউ। গানে, বইয়ে, ঘরে, বাইরে সব জায়গায় আপ্নেরে ঠেল্বো দোকা হউ, দোকা হউ। একা থাকা মানে নিশচই কুথাউ গন্ডগোল আছে তোমার।
এই প্রেসার এর কারনে আপ্নে ভাবা শুরু করেন, প্রেম না করলে জেবন নষ্ট। আমরা যত বেশি ই চাই না কেন, কোন কোন সময় আমরা আসলেই প্রেম করার জন্য রেডি থাকি না। আপ্নে ছ্যাক খাইসেন, অখনো তারে ভুলতারেন নাই, অথচো প্রেম এ পইড়া যাইতাসেন সকাল বিকাল। এইডা আর কিছুই না, আপ্নে রিলেশনশীপ এর বাইরে থাইকা অভ্যস্ত না যে। তাই আপ্নের আতংক লাগতাছে। আপ্নে মনে করতাছেন একা থাকলে আপ্নেরে বাঘ, সিংহ, ভুত আইসা খায়া ফালাইব।
কিন্তু বিশ্বাস করেন, আপ্নের অবশ্যই কিছু সময় এর জন্য সিংগেল থাকা উচিত । প্রেম এ সফল হওয়ার মুল বিষয় ই হইল নিজেকে আপ্নে কট্টূক চিনেন সেইটা। আগে যেই সব ভুল গুলা কইরা আসছেন সেই সব যাতে আর না করেন, সেই চিন্তা ভাবনা গুলা কিন্তু সিংগেল থাকা অবস্থা তেই সাইরা ফেরা উচিত । তাইলে নিজের উপ্রে আর যার লগে প্রেম করতে চাইতাসেন তার উপর “কি চাই জানি না “এর অতিরিক্ত প্রেসার টা আসে না।
প্রেম তো করবেন ই। হৃদয় মন ঢাইলা দিয়া করবেন। কিন্তু তার লগে লগে “কুন কুন সময় করবেন না” এইটা বুঝাও অইত্যান্ত জরুরি জিনিশ। আয়াই ধুম ধাম চাইর ছক্কা মারলেন আর আউট হয়া গেলেন এর চেয়ে এট্টু সেট হয়া তারপর পিডানি শুরু করা উচিত না?
পাঁচ পর্বের এই টপিক টা শেষ হইল আজকে। কাইল্কা যে কি লয়া লিখুম। খালি খালি লাগতাসে। প্রেম করুম নাকি একটা? 😛