২৬/৩৬৫

লেখার তারিখঃ মার্চ ২৫, ২০১৫ । ৯.৪৮ পি.এম

 

ঘুমায়া পড়নের আগে তিন লম্বরটা লিখা লাই। এই তিন নম্বর কারণ ডা বুঝতে এট্টু টাইম লাগসে কারণ কুনু এক জায়গায় সব কিছু লেখা নাই। এই হানে এট্টূক , ওই হানে অট্টূক, সব পইড়া পইড়া শেষে অ অ অ বোজ্জি বোজ্জি বইলা মাথা লারানি লাগসে।  কিন্তু আসলে যে কি বুজ্জি আল্লায় জানে।

 

***কুন কুন সম প্রেম করবেন না***

**একটি উত্তপ মস্তিস্ক দি বারনিং ব্রেইন পরিবেশনা**

*লিখেছেন ফয়সাল আকরাম ইথার [বেশি বুজার কারনে লেখক এখনো ছিংগেল]* 

 

৩। থামেন, যদি আপ্নের মনে হয় উহার প্রেম পাওয়া আমার অধিকার, থাক ওই প্রেমটা কইরেন না।  

 

উদাহরনঃ

 

আপ্নে কাউরে হেল্প করলেন। অথবা কাউরে বাসায় পোউছায় দিয়া আসলেন। অথবা তার হোম ওয়ার্ক এ সাহায্য করলেন। এমন কি তার ব্রেক আপ এর পর সে আপ্নের কাছে কশটের কথা কইতে কইতে চোখের পানি/ নাকের পানি/ বাত্রুমের হ্যান্ড শাওয়ার এর পানি দিয়া আপ্নের শার্ট/শাড়ী ভিজায়া লাইল (মমমমম, ভিজা শাড়ি…)

 

আপনি তারপর ভাবা শুরু করলেন ওউ মাই ঘট আমি ওর জন্য এত কিছু করলাম, অয় তো আমার প্রেম এ পরতে বাধ্য। এখনো ক্যান পরতাছে না। অউফ, আমি একটা জুয়ান/ছেড়ি/ছেড়া, আর কত দিন সইজ্য করি। তারপর দিন যায়, কথা থাকে, অয় তো আর প্রেম এ পড়ে না। আর আপ্নের মিজাজ খারাপ হয়। হেরে অকৃতজ্ঞ, বেইমান, সুবিধাবাদি, ইংরেজিতে “সমুদ্রের পার” ইত্যাদি ভাবা শুরু করেন। আসলে সমস্যটা হের না। সমস্যাটা ইজ দা ইউ।

 

ব্যাখ্যাঃ

 

এর পেছনে অনেক টা দায়ী আমাদের সিনেমা আর এড গুলা । নায়ক নায়িকা কে ছেড়ে দে শয়তান থেকে উদ্ধার কইরাই মাঠে ঘাটে গাছ ধইরা গান গায় আর এর এইখানে অইখানে ধইরা লারা চারা শুরু করে। আর আমরা ভাবতে শিখি, হুমম কাউরে বিপদ থিকা রক্ষা করা মানে তার পশ্চাত দেশে আমার নাম এর ছিল মাইরা দেওয়া, হমমমম…

 

কিন্তু আপ্নে ভুইলা যাইতাসেন যে প্রেম মানে এইটা না যে আমি তোমারে এক্স দিলাম তুমি আমারে ওয়াই দাও। এই ডা তো আর আপ্নের মুরগি ওয়ালার লগে আপ্নের সম্পর্ক না তাই না? যে টেকা দিসি, হে গরম মুরগি ছানা তুমি আমার। বা আপ্নে রাজকন্যারে ড্রাগন এর হাত থিকা রক্ষা করসেন বইলাই যে আপ্নের মত তেলচুরা রে সে ভালবাসতে বাধ্য এইডা আপ্নে কেম্নে ভাইবা লন?

 

আপ্নে তার লগে একটা সুন্দর ভবিষ্যত কল্পনা কইরা লইতেই পারেন। কিন্তু সেও যদি আপ্নের লগে কোন ভবিষ্যৎ না দ্যাখে, তাইলে আপ্নে তারে অন্ধ, নাবুঝ ভাবতে পারেন না।

 

জানি আপ্নে বেসিকালি একটা ভাল মানুষ। কখনো কারো অপকার করেন নাই। তাই আরেক চোকভোদ যখন আপ্নের সামনে আরেকটা মানুষের বিশ্বাস রে এবিউজ করে আর সেই মানুষ টা আপ্নেরে দেইখাও দ্যাখে না , তখন আপ্নের মনে হাহাকার যাগতেই পারে। কিন্তু আপ্নে কি ওই চোকভোদ এর লগে দৌড় প্রতিযোগিতায় নামসেন? হোক না, সে ফার্স্ট হোক না। আপ্নে কি প্রাইজ চান? না খোরাইতে খোরাইতে বাসায় ফিরার সময় হাত ধরার কেউ চান?

 

তাই উপকার করলে নিঃস্বার্থ হয়া করেন, নিজেরে ঢাইল্লা দেন। বন্ধু হইলে বন্ধুই হন, না হইতে পারলে সইরা আসেন। তবু কাজের বিনিময়ে খাদ্য প্রথা রে রিলেশনশীপ এর মধ্যে এপ্লাই কইরেন না। অপমান হয়। আপ্নেরো। তারো। ভালবাসারো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *