লেখার তারিখঃ মার্চ ২৩, ২০১৫ । ১২.৩৪ এ.এম
গত লেখা শেষ করসিলাম কুন কুন সম পেম করভেন্না তার ১ লম্বর কারন দিয়া। আইজা লিখসি ২ লম্বর। ২ লম্বরি হইলেও ইহার গুরুত্ব অপরিসীম।
***কুন কুন সময় প্রেম করবেন না***
**একটি উত্তপ মস্তিস্ক “দি বারনিং ব্রেইন” পরিবেশনা**
*লিখেছেন ফয়সাল আকরাম ইথার [বেশি বুজার কারনে লেখক এখনো ছিংগেল]*
২। থামেন, যদি আপনে মনে করেন প্রেম কল্লে আপ্নের জীবন কম্পিলিট হবে, থাক, প্রেম কইরেন না,
উদাহরনঃ
যখন আমরা শুনি “অয় আমারে কমপ্লিট করসে” আমাগো চোউখখে ভাসে একটা চাইর আনা আরেক টা চাইর আনার লগে মিল্লা আটানা হইসে। আমরা ভাবি যে যার লগে পেম করুম এ আমার আত্তার বন্দু (সোউল মেট) হইব । কি ধরনের সঙ্গী খুজছেন এই ধরনের মেগাজিন মারকা প্রশ্নের জবাবে বেশিরভাগ ই দেখবেন আবেগে মুইত্তালচি হয়া গিয়া বলে, এমন কাউকে খুচ্চি যে কিনা আমার আমাকে একদম বদলায় দিবে, জন্মের মত লাইনে আইনা দিবে।
এই সময় আমরা মনে করি পেম করলে আমাদের ভিতরে যেই গ্যাপ টা আছে সেইটা ভরাট হবে। আমরা জীবনে যা কিছু মিস করসি সব পায়া যাবো। আমাদের ভাবতে ভাল্লাগে যার লগে পেম করুম সে আইসা আমাদের ওই দোষ টা যেইটা আমাদের নিজেদেরো ভাল্লাগে না, একদম রাবার দিয়া ঘইসা ঘইসা মুইছা দিবে।
আমরা ভাবি পেম করলে সে আইসা আমাদের জীবন নাম এর এই এডভেঞ্চার এ হাত ধইরা হাটি হাটি পা পা করা শিখাবে।
এডি ভাবতে ভাবতে আমরা তার মধ্যে এমন কিছু গুনাবলি কল্পনা কইরা ফালাই যেইটার সবগুলা মানুষ হিসাবে কারো মধ্যে থাকা এক্কেরে অসম্ভব।
ব্যাখ্যাঃ
এগুলি ভাবা খুবি রোমান্টিক। আমি অফিসে কাজ এর নাম কইরা বেশিরভাগ সময় এডি চিন্তা কইরাই কাটাই। কিন্তু একটা জিনিষ খেয়াল করেন জীবন সঙ্গী কন আর প্রেম এর সঙ্গী কন, সেও কিন্তু আরেকটা মানুষ ই। সে আপ্নের জীবনের লগে লাইগা যাওনের জন্য জন্মায় নাই। আপ্নে তারে (আপ্নের জীবনের লগে) “লাগাইলেই” সে পত পত কইরা পতাকার মত আপ্নের জীবনের মহাত্ত ঘোষনা করতে শুরু করব না। সে একটা মানুষ। কোন এক্সেসরিজ না। সে আর একটা পা। আপ্নের পায়ের মুজা না।
সে আপ্নের পারটনার। রিপেয়ারম্যান, টেক সাপোর্ট বা মেস্তুরি না যে আপ্নের জীবন ও যৌবনের ছেদা ঠিক করবে। দুই দিন পর পর “এখনো ক্যান ছেদা ঠিক হইল না, সব দোষ ওর, ও আমাকে এক্টুও বুঝে না” এরম ব্লেম করবেন এইটা ঠিক না। আপ্নের কলিজায় যেরুম কারো কইরা যাওয়া ছেদা আসে, তার কলিজা তেও আসে। কেউ কারো ছেদা ঠিক করতে পারে এইটা ভাইবা প্রেম করতে গেলেই ধরা খাইবেন।
আপ্নের যদি মনে হয় আপনার লাইফ এ কিছু গ্যাপ আছে, কিছু অপূর্ণতা আছে, কিছু দোষ আছে তাইলে আগে নিজে নিজে এগুলা মেরামত করেন। তারপর অন্যজন এর লগে প্রেম করনের কথা চিন্তা করেন। হে আইসাই হাতুরি বাটাল লয়া আপ্নেরে মেরামত করতে নাইমা যাইবো এইডা আশা কইরা প্রেম করতে যায়েন না।
বরং আপ্নে যদি নিজেই নিজের অপূর্ণতা গুলারে ওভারকাম করতে পারেন তাইলে অনেক কনফিডেন্টলি আরেকজন এর সমস্যা গুলা শেয়ার করতে পারবেন। তারে কইতে পারবেন, আরে এই জিনিশ? এইডা কুনু ব্যাপার ই না। আমারো এই সমস্যা আসিল। আমি এই এই আর ওই ওই করসি। ঠিক হয়া গেসে। তাইলে দেখবেন আপ্নের জায়গাটা আরো কত উপ্রে উইঠা যায় তার চোখে।
২ লম্বর কারণ এইখানে শেষ। আর ৩ খান বাকি। আল্লায় বাচাইলে আবার কাইল্কা লিখুম নে। যাই গা। ঘুমাই।