লেখার তারিখঃ মার্চ ২২, ২০১৫ । ১.১৮ এ.এম
আগের দিন কইসিলাম রিলেশনশীপ সাইকোলজি নিয়া লেখুম। তাই এই বার সাহস কইরাই ফালাইলাম। এই বিষয়ে ওয়েবসাইট গুলা একটু খুইজা পাওয়া কঠিন। বেশিরভাগ ওয়েব সাইটেই ডেটিং এডভাইস দিয়া ভরপুর থাকে। সস্তা অনলাইন পোর্টাল গুলা যেখান থিকা লেখা মারে ওই গুলায় সয়লাব ইন্টারনেট। কোন ১০ টি কাজ করিলে মহিলা আপনার বিছানায় ফাল দিয়া পড়িবে, কোন ৫ টি কাজ করিলে জীবনে পেম আসিবে এই টাইপ এর লেখা দিয়া ভর্তি।
আমি এডি পইড়া মজা লইসি আর মনে হইসে আরো গোড়ার দিকে যাইতে হইব। লাইক পেম অখনও হয় ই নাই কিন্তু হই হই করতাসে। তখন কনফিউজড লাগে । কিত্তাম, কার কাছে জিগাইতাম , লরছুইন তো মরছুইন টাইপ এর ডিলেমা ভর করে। টেনশন করার কিসু নাই। আমি থাকতে কারো কোন ভরসা নাই এনশাল্লাহ। তয় পরের প্যারা পড়নের আগে যাইনা রাখা ভাল যে, আমি আমার দোস্ত রে প্রেম বিষয়ক উপদেশ দিসিলাম। হের পর বিশাল কেরফা লাগসে আর দোস্ত আমারে কইসে, খবরদার তুই আর কাউরে প্রেম বিষয়ক উপদেশ দিবি না। খালি কেউ কিছু জিগাইলে উপ্রে নিচে ডাইনে বামে মাথা লারবি। তাই যা পড়বেন জান হাতে লয়া পড়বেন। বিরাট রিস্ক এর এলাকা আসে সামনে।
***কুন কুন সম প্রেম করবেন না***
**একটি উত্তপ মস্তিস্ক দি বারনিং ব্রেইন পরিবেশনা**
*লিখেছেন ফয়সাল আকরাম ইথার [বেশি বুজার কারনে লেখক এখনো ছিংগেল]*
১। থামেন, প্রেম করবেন না, যখন আপনি কিছু প্রমান করতে চাইতাসেন
উদাহরনঃ
হয়তো আপ্নে ভাবতাসেন, “নাহ জীবনে প্রেম ই কল্লাম না তো কি কল্লাম। আমি আর “দি লাস্ট ভার্জিন অফ বিডি” হয়া থাকতে চাইনা”। প্রমান করতে চাইতাসেন সবাই আপ্নের লগে যেম্নে মজা লয় আপ্নে আসলে অতটা বেকুব কেউ না।
হয়তো আপ্নে দুনিয়ার কাছে একটু স্বীকৃতি , একটু দাম চাইতাসেন। আর পাশে একটা গালফ্রেন্ড/ বয়ফ্রেন্ড লয়া ঘুরার চেয়ে ভাল ব্যানার আর কি হইতে পারে যে “এই ব্যাক্তি আর লুজার নহে, সে এখন উইনার, তারে সালাম দেন” ।
হয়তো আপ্নের ব্রেক আপ হইসে রিসেন্টলি। আপ্নে সেই “ওরে” একটা শিক্ষা দেওনের মউকা মউকা খুজতাসেন। “ওরে” দেখাইতে চাইতাসেন যে আপ্নের আর ওর লাইগা কুনু ফিলিংস ই নাই। আপনি প্রমান করতে চাইতাসেন যে আপ্নের আসলে ব্রেক আপ হয় নাই, আপ্নে নিজেই বেটার কাউকে বাইছা নিসেন। আপ্নের ইচ্ছা করতাসে ফেসবুকে আপ্নের প্রেম করার ছবি দিয়া দিয়া “ওরে” জেলাস বানাইতে।
ব্যাক্ষাঃ
বিশ্বাস করেন আমি নিজে যতবার এই কারনে প্রেম করার কথা ভাবসি ততবার আপ্নে ক্রাশ ও খান নাই। আপ্নে এই জন্য প্রেম করতে যাইতাসেন না যে আপ্নের আর ওর মধ্যে অনেক কমন জিনিষ আসে, অফফ্, মার লাফ। আপ্নে আসলে প্রেম করতে যাইতাসেন কারন আপ্নের নিজের উপ্রে ভরসা নাই। আপ্নে আরেকজন রে যাস্ট একটা প্লেকারড, একটা চকচকা খেলনা হিসাবে ব্যাবহার করতে যাইতাসেন যেইখানে আপ্নে তারে মাথায় উঠায়া দেখাইবেন আর কইবেন, “দেখসত? দেখসত?”
একজন মানুষ হিসাবে আপ্নের তার সাথে এইটা করাটা খুব ই খারাপ একটা কাজ হইব। আপ্নের গালফেন/বয়ফেন রে ট্রফির মত মাথায় উঠায়া দেখাইলেও আসলে আপ্নের বেপারে কারো ধারনা চেঞ্জ হইব না। হুদাই আরেকজন এর লাইফ টাই নশট হইব, লগে আপ্নের টাও।
এই কারনে প্রেম করলে এইটা প্রমান হইব যে, আপ্নে যতই চেঞ্জ হন না কেন, আপ্নে এখনো অন্যদের এপ্রুভাল এর লাইগা কাঙ্গালের লাগান হয়া থাকেন।
“প্লিজ তরা ক, ওয়াও।
প্লিজ তরা ক, নাইস কাপল।
প্লিজ তগ তিন্ডা পায়ে ধরি ক যে, লুকিং কিউট”
এইডা শুনতে কি খুব ভাল্লাগে। কিন্তু আপ্নের কাজ কারবারে এইটাই নিঃশব্দ চিৎকার হিসাবে প্রকাশ পাইবো ।
শুধু এই প্রমান করার উদ্দেশ্যে প্রেম করাটা আসলে একটা লক্ষন যে ভিত্রে ভিত্রে আসলে আপ্নে চেঞ্জ হন নাই। বেটার কিছুই হন নাই। আপ্নে শুধু চান অন্যরা ভাবুক আপ্নে চেঞ্জ হইসেন। আর এই কারনে প্রেম করলে এর পরে ই যে ব্রেক আপ টা হইব, কলিজার টুকরা খুইজা কুল পাইবেন না, এক্কেরে চুরমাচুর চানাচুর হয়া যাইব কয়া থুইলাম।
আরো ৪ টা কারন এর কথা চিন্তা করসি যখন পেম করা উচিত না। ওই গুলা নিয়া আরও ডিপ থ্রোট থুক্কু ডিপ থোট দিতে হইব [ডিপ থ্রোট জোক এর কপিরাইটঃ জিকো ভাই] । আজকে ঘুমায় যাই। কালকে অপিশ আসে।