১৭/৩৬৫

লেখার তারিখঃ মার্চ ১৬, ২০১৫ । ১২.২৪ এ.এম

Am I really living for “now” ? This spectacular “Now”?  I mean this is not how people in general are like right? Having no plans for future at all? This is crazy. But it feels so right. I see people who have aligned themselves so well with this funny thing called Life that sometimes I wonder why am I not like them? They prosper in career, they produce children, they save for retirement, they attend family occasions, they apply for PR in Australia or Canada and they say prayers. They are living this life and also saving for that afterlife. How clever is that? They are awesome.

 

I can only pretend to be like them but not for so long. Sooner or later they will find out that I am not one of them. This is not normal, I am not normal. I can’t think ahead, I just can’t. I only can assess “Now” and act upon it. The future is scary. If I think of it, it will never be like what I think of it and my heat will break eventually. So I only focus on the Now. Amazingly there is always a new “Now” tomorrow and I have to wait in my folded wings for it to come to me. Which inspires me to live for another “Now” and then another and then another until this “Now” kicks me so hard right in the balls.

 

রাশা বলসে আমার লেখা দিন দিন ডিপ হইতাসে। এত ডিপ হইতাসে যে ওর আর পড়তে ইচ্ছা করে না। বেশি আধ্যাত্মিক হয়া যাইতাসে। কি করতাম দোস্ত। লেবু চিপ্লে রশ বাইর হইব আর চম চম চিপ্লে শিরা। আমার মত করল্লা ধইরা চিপা চিপি করলে হেলদি তিতা জুশ ছাড়া আর তো কিছু বাইর হইব না।

 

আমি ভাবতাসি আমার বাসা টারে একটা মেক ওভার দিমু। দুই কারটন বই বাইর ই করা হয় নাই এখনো, অগুলার জন্য একটা বুকশেলফ কিনতে হইব। আর একটা অনেক আরাম দায়ক কাউচ টাইপ এর কিছু যেইটাতে হুইতা, বইসা, চেগায়া, কাইত হয়া, চিত হয়া বই পড়ন যায়। লগে একটা টেবিল ল্যাম্প। টু সেট দা মুড।

 

আমার একটা বড় টিভি আসে। এইটার লগে একটা এক্স বক্স লাগামু তইলে বেশ খেলা ধুলা করন যাইব। আমার বেশ কয়েকটা সাদা দেয়াল আসে বাসায়। ওগুলায় বড় বড় কইরা গ্রাফিতি পেইন্টিং আকুম। বাড়ীওয়ালা কি ভাব্বো পরে দেখা যাইব।

 

রান্না ঘর এর জন্য চুলা কিনতে হইব। যাতে রান্না বান্না কইরা সব উল্টায়া লাইতারি। আমি সবার বাসায় খালি ফ্রি ফ্রি খাইতে চইলা যাই। তখন সবাইরে দাওয়াত দিয়া খাওয়াইতেও পারুম। একটা ফ্রিজ পামু মইম্মার কাছ থেইকা এই এপ্রিল এ । ভাবতাসি এসি লাগামু কিনা। বড় স্পিকার কিনতে হইব ভালা দেইখা , বেজ ওয়ালা। টিভিতে সিনেমা দেখুম কোপায়া।

 

ল্যাপ্টপ দিয়া জুইত মত ফটো এডিটিং করতে পারতাছি না। ডেস্কটপ এর যুগ তো আবার ফেরত আস্তাসে। একটা হাই কনফিগ এর ডেস্কটপ কিনুম আর একটা ভালা দেইখা মনিটর। টিভির লগেও লাগায় দিতারি। ঠিক করি নাই অখনো। ব্রডব্যান্ড কানেকশন লইতে হইব, হারাদিন যাতে ডাউনলোড চলে ।

 

কার্পেট কিনতে হইব, ঘর মুস্তে আর ভাল্লাগে না। অনেক অনেক বালিশ কিনতে হইব। যাতে বালিশ দিয়া দুর্গ বানাইতে পারি। এল ই ডি স্ট্রাইপ নাইলে মরিচা বাতি কিনুম কিছু। মজা লাগে অন্ধকার ঘরে। ফ্রিজ ভর্তি কইরা খাবার রাইখা দিমু। ওভেন লাগবো একটা। আম্মা যেডি রান্না কইরা দিব ওইডি তো গরম কইরা খাইতে হইব।

 

সব কিছুর পর একটা গাড়ি কিনুম। একটা ডারক এশ কালার এর টোয়োটা আই এস টি। তারপর ডাহা শহর ঘুইরা বেরামু।

 

যাক, এখন নিজেকে বেশ সময়োপুযোগি মনে হইতাসে। কত প্ল্যান কইরা ফালাইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *