লেখার তারিখঃ মার্চ ৩, ২০১৫
I was in the middle of sleep and awake. Suddenly, I started to think, what does the Quran says about sleeping. An impatient google search and I found this verse from the Quran. I really liked this one. It says,
“And it is He who has made the night for you as clothing and sleep [a means for] rest and has made the day a resurrection. [Al-Furqan, 25:47]”
The verse pretty much explains it self if you go for the literal meaning. For me sleep is like a retirement. Okay, I had a long day, let me just sleep it over. Okay, it’s more than a long day, it’s the worst day , let me sleep it over. No matter what, I never had a sleeping problem. I’ve read and heard that when your heart breaks, all the sleeps drips through it and your sleepless nights kind of starts. But it never happened to me. May be the heart is not broken enough which is very unlikely or I am so full of sleeps that it doesn’t matter if a drop or two falls off. I am gonna sleep through zombie apocalypse , I am gonna sleep through a burning house and I am pretty sure I am gonna sleep through the judgment day too.
When all will be gathered in the field of Arafah for the judgment day, you will see a tall guy will join the crowd very late after everyone with a awkward smile saying “ammm… sorry… I overslept”
ঘুমের সমস্যা আমার কোনদিন ই হয় নাই। আমি সব খানে সব অবস্থায় ঘুমায় যাইতে পারি। ইচ্ছা ঘুম। অনেক সময় ইচ্ছা না থাকলেও ঘুমায় যাই। কিন্তু দুনিয়া ভাইসা যাক, কলিজা ফাইটা যাক, সব প্রিয় মইরা যাক, আমি তবু ঘুমায় পরতে পারি। কোন ব্যাপার ই না। গল্পে টল্পে লেখে, সারা রাত এপাশ ওপাশ করতে করতেই কেটে গেল। কিন্তু আমার যদি ঘুমানোর ইচ্ছা থাকে তাইলে খালি এক পাশ হইলেই হইল। ঘররর ঘররর জজজজজ।
আজকে তামিম ভাই এর বাসায় গেসিলাম। সেখানেও ঘুমায় গেসি। পরে আমারে ঘুম থিকা উঠায় নিয়া খাইতে বসাইসে। তামিম ভাই হইল আমার জীবন্ত টেডি বিয়ার বন্ধু। উনার আবার একটা বাবু টেডি বিয়ার টিয়ারাও আছে। উনাগো বাসায় গেলে আমার মনে হয় আমি শান্তি নিকেতন এ চিল করতে আসছি। আমি সারা শহর এ এরকম শান্তি নিকেতন ছড়ায় ছিটায় রাখসি। জিকো ভাই এর বাসা, মিশু আপু দের বাসা, উত্তরায় রাশা দের বাসা ইত্যাদি। আমার গরাগরি করার ইচ্ছা হইলে আর ফ্রি ডিনার এর চান্স এর থাকলে আমি এই সব বাসায় গিয়া পইড়া থাকি।
তামিম ভাই এর আম্মা আমার মাথায় হাত বুলায় দ্যায়। আমি তামিম টেডি ভাই রে জড়ায় ধরি, টিয়ারা রে জরায়া ধরি, ভাবিরে জড়ায়…না থাক, ভাবি রে ভয় পাই। আবার তামিম ভাই রে জরায় ধরি। আর আমার আরাম আরাম লাগে। একটু পরে ফায়েক আইসা জাব্রাজাব্রি করার ট্রাই করে। আমি ওরে দেখায়া টিয়ারা রে এলিফেন্ট বানান করা শিখাই।
ভাবি আজকে সাদা গরুর মাংশ খাওয়াইসে। গরুর মাংশের মত রেড মিট রে উনি ক্যাম্নে সাদা বানাইল সে এক বিরাট রহস্য। আমার মুনে লয়, গরুর মাংশ পাতিলে নিয়া, চুলার উপ্রে রাইখা কড়া চোখে তাকাইসে। আর বেচারা মাংস ভয়ে সাদা হয়া গেসে। ভাবি এম্নিতে ভাল। রাগি টাইপ না। কিন্তু আমার খালি ডর লাগে।
খাওয়ায় দাওয়ার পরে তামিম টেডি ভাই ডেসার্ট হিসাবে দুইডা প্যারাসিটামল ও খাওয়ায় দিল। কুন এক সময় কইসিলাম, শীত শীত লাগতাসে, মনে হয় জর আইব, ওই লাইগা।
আমার যখন শীত শীত লাগতাসিল, তামিম টেডি ভাই এর তখন শিট শিট লাগতাসিল। কারন উনার স্টমাকের মন খারাপ। বাথ্রুমের সেই চুম্বকাকর্ষণ উপেক্ষা কইরা উনি আর ফায়েক আমারে এক্কেরে মেইন রোড পর্যন্ত আগায় দিলেন। রাতের বেলা সোডিয়াম লাইট গুলা এত ভাল্লাগে। মনে হয় খাম্বা গুলারে নিচে রাইখা মাঝ বরাবর উইড়া যাই। দুই পাশে হলুদ বাতি সাঁই সাঁই কইরা সইরা যাইব। ভাবতেই বেশ উফফ ফিলিংস হইতাসে।
আমরা রাস্তায় আইসা কুক টুক খাইলাম। হেরা আমারে প্রায় কোলে কইরা রাস্তা পার কইরা ধমক ধামক দিয়া সি এন জি মাঝ রাস্তায় দাড় করায়, সি এন জি তে তুইলা দিল। থাইকা যাইতে কইসিল কিন্তু শইল্ডা যুইত লাগতাসে না বইলা আয়া পরসি।
এত ভালবাসা কই রাখি। এক্টা ব্যাক প্যাক কিনা দরকার।
And nobody seems to like him
They can tell what he wants to do
And he never shows his feelings
But the fool on the hill
Sees the sun going down
And the eyes in his head
See the world spinning around