২৫২/৩৬৫

লেখার তারিখঃ নভেম্বর ৭, ২০১৫, ১.৩২ এ এম

এতক্ষণ একটা ভিডু করসি তাই লিখতে আসতে দেরি হইসে। বিটলস এর “হেই জুড”। সেরম বেসুরা গাইসি আর লগে ভুল ভাল লিরিক্স। মাঝখান দিয়া ক্যাসপার আইসা মুবাইল ফালায় দিসে থাবা মাইরা । খুব কিছুই হয় নাই ভাব কইরা আবার বাজানি শুরু করসি। আমার গলা ক্যান এট্টু ভাল হইল না, কেনু কেনু কেনু।

আজকে জ্যাজ ফেস্টিভাল এ গেসিলাম। ভালা লাগসে। দুই টা দল এর পারফরমেন্স দেইখা আইসা পরসি। আজকে ছিল ডে টু। প্রথমে স্টেজ এ আসলো ফ্রান্স এর Florian Antier আর বাংলাদেশ এর Razef Khan এর ডুয়ো। তারা দুই জন ই ইয় ভুমা সাইজ এর দুইডা চেলো নিয়া উঠসিল। চেলো দিয়া যে এত কিসু বাজানি যায় তা আগে ইউটিউব এ দেখলেও লাইভ এই পরথম দেখলাম। আর বাংলাদেশের কেউ চেলো বাজায় এইটা তো দেইখাই খুশি হয়া গেসি।

তারা শুরু করসে আমার অনেক প্রিয় একটা গান AC/DC এর Thunderstruck দিয়া। এরপর মাইকেল জ্যাকসন এর স্মুথ ক্রিমিনাল এর চেলো ভার্শন, আরেকটা কি জানি “নাম ভুইলা গেসি” গান গাইল। উনারা শেষ করলো নিরভানা এর স্মেলস লাইক টিম স্পিরিট দিয়া। অনেক ভাল্লাগসে। শো এর পর উনাগো লগে গিয়া হাত মিলাইসি আর ফটুক ও তুলসি।

এরপর মঞ্ছে আসেন The Blues Brothers. আমার ওদের অনেক ভাল্লাগে। তিনটা পরিচিত মানুষ আছে এই ব্যান্ড এ। ড্রামার পান্থ কানাই ভাই, গিটারিস্ট দিপ্ত ভাই আর ভোকাল কাশফিয়া। আমি দিপ্ত ভাই রে স্টেজ এ দেইখাই, এইযে এ এ এ দিপ্ত ভ্যা আ আ আই, আমি এখানে, দি ই ইপ তো ভ্যা আ আ ই বইল্লা চিল্লান দিসি। আফসুস, এত দূর থেইকা আমারে দেখার কথা না। Blues Brothers শুরু করসে বি বি কিং এর Thrill is Gone দিয়া। কাশফিয়া এর গলার যেই রেঞ্জ। আজকে সে কাপায় ফালাইসে সব কিছু গান গায়া।

বাংলাদেশে কত ডায়নামিক মিউজিশিয়ান্স আসতাসে এখন। ভাবতেই কত ভাল্লাগে যে আমি বাংলাদেশ এর মিউজিক সিন এর ট্রান্সফরমেশনটা একদম কাছা কাছি থেইকা দেখতাসি। এখন পুরা ইন্ডাস্ট্রি ইজ মুভিং ইন্টু ডিজিটাল মিউজিক। শুধু রক না, ব্লুজ আর জ্যাজ শোনার মত কান ও আমাদের তৈরি হইতাসে। কি জোস ব্যাপার শ্যাপার।

ভবিস্যত এ আমরা পাতাল রেল স্টেশন এ বিশাল চেলো নিয়া হন্ত দন্ত হওয়া হাইটা যাওয়া চেলো প্লেয়ার দেখবো, স্কুল এর মাঠে ভায়োলিন বাজানো পিচ্চি দের দেখবো, স্কেক্সোফোন হাতে নিতেই মেয়েরা দলে দলে ক্রাশ খায়া পইরা যায় এরকম ছেলেদের দেখবো। আহা, দাত পইরা যাইবো হয়তো, চোখেও ঠিক মত দেখুম না, কিন্তু কান ঠিক ই মনে করায় দিব, অনেক অনেক দিন আগে আমরা মাঠে বইসা ব্লুজ আর জ্যাজ শুন্সিলাম খোলা আকাশের নিচে।

কালকে শেষ দিন জ্যাজ আর ব্লুজ ফেস্টিভাল এর। কালকে আবার যামু ইনশাল্লাহ।