লেখার তারিখঃ জানুয়ারি ১, ২০১৭, ১০:২২ এ এম
দা ব্যাটেল অফ বয়রা ( মুক্তিযুদ্ধের প্রথম আকাশ যুদ্ধ ), পর্ব ১
যাদের “অভ্যাস নাই” তাই “অনেক লেখা” পড়তে কষ্ট লাগে (ইন্টেশনালি ই পচাইসি, পড়ার অভ্যাস নাই ক্যান? হুর মিয়া -_- ) , তাদের জন্য সার সংক্ষেপঃ
বয়রা কি?
বয়রা একটা আঞ্চলিক শব্দ। কেউ কানে কম শুনলে তাকে আমরা বয়রা বলি। কিন্তু এইখানে বয়রা বাংলাদেশ-ইন্ডিয়া সীমান্তের একটা জায়গা। এইটা ইন্ডিয়ার ভিতরে পরসে। এই জায়গাটা কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার আর যশোর শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার। নিচে ম্যাপ দেইয়া হইলঃ
ব্যাটেল অফ বয়রা কি?
২২শে নভেম্বর ১৯৭১
বয়রার ভৌগলিক সুবিধার কারনে মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ এ যখন ঢুকতে শুরু করে, তখন এই জায়গাটা তাদের ইনফেন্ট্রি ব্রিগেড এর জন্য একটা এন্ট্রি পয়েন্ট হিসাবে ব্যাবহার করে। বাংলাদেশ সীমান্তের ভিতরে “গরীবপুর” নামক জায়গায় ইন্ডিয়ান আর্মি, বাংলাদেশ মুক্তিবাহিনী এবং পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয় যা “ব্যাটেল অফ গরীবপুর” নামে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। এই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এয়ার স্ট্রাইক (বিমান আক্রমন) কল করে। “ব্যাটেল অফ গরীবপুর” এ বিমান আক্রমন শেষে ওভার কনফিডেন্ট পাকিস্তানি বিমানগুলো ঢুকে পরে ইন্ডিয়ান সীমান্তের ভিতর। ইন্ডিয়ান এয়ারফোর্স ও ছুটে যায় এই অনুপ্রবেশ ঠেকাতে।
দুই বাহিনীর মধ্যে বাংলাদেশ-ইন্ডিয়া সীমান্তের এয়ার স্পেস এ বয়রার আকাশে শুরু হয় মুক্তিযুদ্ধের প্রথম আকাশ যুদ্ধ। এই যুদ্ধ কেই বলা হয় “দি ব্যাটেল অফ বয়রা”।
ব্যাটেল অফ বয়রা তে কি কি বিমান অংশ নিয়েছিল ?
ইন্ডিয়ান সাইড এ ৪ টা HAL Folland Gnat বিমান। HAL Folland Gnat দেখতে এরকমঃ
পাকিস্তানি সাইড এ ৩টা Canadair Sabre Mk6 বিমান। Canadair Sabre Mk6 দেখতে এরকমঃ
এই দুই টাইপ এর বিমান ই যদি সামনা সামনি দেখতে চান তাহলে আগারগাও আই ডি বি ভবনের সামনে যে বাংলাদেশ এয়ার ফোর্স এর মিউজিয়াম আছে সেখান থেইকা ঘুইরা আসতে পারেন।
ব্যাটেল অফ বয়রা এর ক্যাজুয়ালিটিঃ
ইন্ডিয়ান সাইড এ কোন ক্যাজুয়ালিটি হয় নাই। পাকিস্তানি সাইড এ ৩ টার মধ্যে ২টা Sabre কে ভূপাতিত করে ইন্ডিয়ান এয়ারফোর্স। এই ২টা বিমান এর পাইলট রা ইজেক্ট করে কিন্তু ল্যান্ড করে ইন্ডিয়ান সীমান্তের ভিতরে, বয়রা তে। ইন্ডিয়ান আর্মি তাদের কে গ্রেফতার করে এবং বড় অফিসার আসার আগে আগে ভালই উত্তম মধ্যম দ্যায়। অফিসার না আসলে মনে হয় মাইরাই ফালাইত কিলায়া। আরেকটা Sabre বিমান বেশ খারাপ ভাবে ড্যামেজড হয়ে ঢাকার তেজগাঁও এর ঘাটি তে ফেরত যায়। এই পাকি পাইলট দাবি করে সে একটা Gnat বিমান ধবংস করে আসছে। কিন্তু কিছুক্ষণ পর যখন খবর আসে ৪টা Gnat ই নিরাপদে ল্যান্ড করসে কলকাতার দমদম এয়ারপোর্ট এ, তখন এই পাইক্যা হালার চেহারাটা কি হইসিল তা দেখার খুব শখ হইতাসে আমার।
এই ছিল মুটামুটি সার সংক্ষেপ। বিস্তারিত পরবর্তি লেখায় ইনশাল্লাহ।
আজকের লেখার তথ্য সূত্রঃ
বইঃ Eagles Over Bangladesh. Written by: P.V.S Jagan Mohan and Samir Chopra
ইন্টারনেটঃ
বয়রার ম্যাপ ( https://www.google.com/maps/place/Boyra,+West+Bengal,+India/@23.1860444,88.9557591,12z/data=!4m5!3m4!1s0x39ff2520d01741e1:0x68af8d43afebae9!8m2!3d23.2152947!4d88.9772855)
Battle of Garibpur (https://en.wikipedia.org/wiki/Battle_of_Garibpur)
Battle of Boyra (https://en.wikipedia.org/wiki/Battle_of_Boyra)