২৮৭/৩৬৫

লেখার তারিখঃ এপ্রিল ২১, ২০১৬, ১০:০৫ পি এম

একজন শিল্পীর কাজ হলো অনুভূতি সৃষ্টি করা। মাধ্যম টা ভিন্ন ভিন্ন। কিন্তু সবার উদ্দ্যেশ্য এক। শিল্পী রা যতই বলুক তাদের সৃষ্টি তাদের অনুভুতি প্রকাশের মাধ্যম কিন্তু দিন শেষে যখন আমরা রিসিভার এন্ড এ, তখন সৃষ্টিকর্মটি আসলে একটি “অনুভূতি জাগানিয়া”ই হয়ে যায়।

এই জন্য সব সৃষ্টি সবার কাছে শিল্প হয়ে ওঠে না। এই জন্য শিল্প কর্মের সমালোচনা করা যায়, শিল্পীর নয়। আপনি যখন একজন শিল্পীর কাছ থেকে তার সৃষ্ট কর্ম কিনছেন তখন যে মূল্যটি দিচ্ছেন তা তার ওই সৃষ্ট কর্ম টি সৃষ্টির জন্য তার দেয়া এফোরট এর তার নির্ধারিত মূল্য দিচ্ছেন। এটা কখনোই তার প্রতিভার মূল্য নয়।

প্রতিভাকে জাগতিক কিছু দিয়ে মূল্য দেয়া সম্ভব নয়। প্রতিভার মূল্য দিতে হয় তার প্রতি আপনার শ্রদ্ধা দিয়ে। তার সৃষ্টিশীলতার প্রতি আপনার নিঃর্শত ভালবাসা দিয়ে।

আমাদের বড় হয়ে ওঠার প্রসেস এ শিল্পের প্রতি এপ্রোচ টা শেখানো হয় তার তুলনামূলক মূল্যমান দিয়ে। এই পেইন্টিং এর দাম বেশি এইটার পেইন্টার বড় আর্টিস্ট , উনি কার্টুন আকেন তাই উনি ছোট আর্টিস্ট, উনি বিয়েতে ছবি তুলতে অনেক টাকা ন্যান তাই উনি বড় ফটোগ্রাফার, উনি গায়ে হলুদ এ গান গান তাই উনি “খ্যাপ আর্টিস্ট”. এইরকম ইত্যাদি।

আমাদের এই ধারাটা ভাংতে হবে। শিল্পকর্মের সমালোচনা করতে হবে, শিল্পীর নয়। কারন একজন আর্টিস্ট চাইলেই আমাদের অনুভূতি বদলে দিতে পারেন। আর মনে রাখতে হবে টাকা দিয়ে আপনি একটি শিল্প কর্ম কিনছেন, শিল্পী কে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *